Bartaman Patrika
রাজ্য
 

 করোনা: মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিলে আর্থিক সাহায্যের ধারা অব্যাহত

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের ধারা অব্যাহত। রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই, বিভিন্ন বেসরকারি ক্ষেত্রও এগিয়ে এসেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদদের অন্ততপক্ষে ৫০ লক্ষ টাকা করে এমপি ল্যাড থেকে দিতে বলা হয়েছে দলের তরফে। যদিও, তূণমূল সূত্রে খবর, অতিরিক্ত অর্থ দেওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই। সেই কারণে দক্ষিণ কলকাতার তূণমূল সাংসদ মালা রায় এক কোটি ১০ লক্ষ টাকা ও উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এক কোটি টাকা তাঁদের এমপি ল্যাড থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সুপারিশ করেছেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি ল্যাড থেকে ৫০ লক্ষ টাকা দেওয়ার সুপারিশের সঙ্গেই নিজস্ব অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলে দান করেছেন।
এবার, করোনা প্রতিরোধে মুখ্যমন্ত্রীর পাশে গিল্ড। শনিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড রাজ্য সরকারের তৈরি পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছে।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করতে এগিয়ে এসেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) সহ একাধিক শহর ও জেলার কলেজ। কেউ ৫০ হাজার তো কেউ ৭০ হাজার। আবার কোনও কলেজ এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছে পাঁচ লক্ষ টাকা। শুক্রবারই সেই টাকা জমা দিয়েছে তারা। হেরম্বচন্দ্র কলেজ, বিদ্যাসাগর মহাবিদ্যালয়, বারুইপুর কলেজ, হাবড়া শ্রীচৈতন্য কলেজ, চারুচন্দ্র কলেজ সহ একাধিক কলেজ ত্রাণ তহবিলে সাহায্য করেছে। কম বেতন পেলেও এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পিছিয়ে যাননি পার্শ্বশিক্ষকরাও। তাঁদের কেউ কেউ এই ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছেন। কলকাতা পুরসভা মজদুর কো-অপারেটিভ লিমিটেড-এর পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস অ্যাসোসিয়েশন সাড়ে ৯ লক্ষ টাকা দান করেছে। অন্যদিকে, এগিয়ে এসেছে বাগানও। মোহনবাগান ক্লাবের তরফে কুড়ি লক্ষ টাকা দেওয়া হয়েছে করোনা প্রতিরোধের বিশেষ তহবিলে। 
অ্যাডামাস ইউনিভার্সিটি’র বিশাল ক্যাম্পাসে কোয়ারেন্টাইন সেন্টার এবং আইসোলেশন সেন্টার গড়ে তোলার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে ওই সংস্থা। তাঁদের তরফে বলা হয়েছে, বারাসাতের নীলগঞ্জ রোডের ক্যাম্পাসে ৩০ জন চিকিৎসকের জন্য সপরিবারে থাকার আবাসন রয়েছে। তাছাড়া, ৬০০ নার্স থাকতে পারবেন। ১০০০ বেডের জরুরি হাসপাতলের ব্যবস্থা করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায় রাজ্যকে এই প্রস্তাব পাঠিয়েছেন।
গরিব মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছে শহরের বিভিন্ন ক্লাবগুলিও। পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের নেতৃত্বে কাঁকুড়গাছি অভিযান ক্লাবের পক্ষ থেকে এলাকার গরিব মানুষ ও বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে ভর্তি শিশুদের অভিভাবকদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে পাঁচ টন চাল, দু’টন ডাল, চার টন আলু স্থানীয় দুঃস্থ বস্তিবাসী মানুষের জন্য এদিন বিলি করা হয়।

29th  March, 2020
 নতুন নির্দেশিকা এআইসিটিই’র

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার জেরে এবার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ইন্টার্নশিপের উপর নিষেধাজ্ঞা জারি করল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। এই পরিস্থিতিতে কোনও পড়ুয়া প্রতিষ্ঠান বা বাড়িরে বাইরে হাতেকলমে কাজ শিখতে যেতে পারবেন না। বিশদ

29th  March, 2020
 বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক নাড্ডার,
মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে নির্দেশ

  নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৮ মার্চ: লকডাউন চলাকালীন রাজ্যের প্রতি বিধানসভায় অন্তত চার হাজার গরিব পরিবারের কাছে খাবার পৌঁছে দেবে বঙ্গ বিজেপি। প্রতি বিধানসভায় অন্তত ২০ হাজার দিনমজুরের খাবারের ব্যবস্থা করবেন গেরুয়া শিবিরের বাংলার নেতারা। বিশদ

29th  March, 2020
 প্রচুর চাল, গম বাজেয়াপ্ত করল ইবি

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জোগান স্বাভাবিক রাখতে হবে। নজর রাখতে হবে বেআইনি মজুতদারের দিকেও। এরপরই কলকাতা ও রাজ্য পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) বিভিন্ন জায়গায় লাগাতার তল্লাশি শুরু করেছে। বিশদ

29th  March, 2020
পেনশনভোগী ও সরকারি কর্মীদের
জন্য স্বাস্থ্য প্রকল্পের সময়সীমা বাড়ল

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুযোগ নেওয়ার সময়সীমা আরও বাড়ানো হল। অর্থ দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত আবেদন করার সময় দেওয়া হয়েছে। বিশদ

29th  March, 2020
 ভিন রাজ্যের আটকে পড়া শ্রমিকদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করার নির্দেশ নবান্নের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের কোনও জায়গায় পরিযায়ী শ্রমিকরা আটকে থাকলে তাদের জন্য খাদ্য ও থাকার ব্যবস্থা করার নির্দেশ জারি করল সরকার। মুখ্যসচিব রাজীব সিনহার জারি করা ওই নির্দেশিকা সব জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
বিশদ

29th  March, 2020
 বুলবুল: রাজ্যকে প্রায় ১০৯১ কোটি টাকা কেন্দ্রের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় বছর ঘুরতে চলল। বেশ কয়েক মাস পর বুলবুলের ক্ষতিপূরণ পেল রাজ্য সরকার। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড বা এনডিআরএফ থেকে রাজ্যকে ১০৯০.৬৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। শুক্রবার নবান্নে এই মর্মে চিঠি পাঠিয়েছে দিল্লি। বিশদ

29th  March, 2020
স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে বাস
দিচ্ছে সরকারি নিগমগুলি

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্যকর্মীদের হাসপাতাল যাতায়াতে বাস দিচ্ছে সরকারি নিগমগুলি। পরিবহণ দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম ইতিমধ্যেই ৩৯টি বাস বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়েছে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য।
বিশদ

29th  March, 2020
 বিদ্যুৎ বিল জমার সময় বাড়ল

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে লকডাউনের জন্য বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি। শনিবার বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু লকডাউন চলছে, তার জন্য ৩১ মার্চের মধ্যে যাদের বিল জমা দেওয়ার দিন ছিল, তাদের জন্য সময়সীমা বাড়িয়ে ৯ এপ্রিল করা হয়েছে। বিশদ

29th  March, 2020
ট্রেন-বাস বন্ধ থাকায় সমস্যা
দূরবর্তী জেলা থেকে আসা পুলিশকর্মীদের নিজ এলাকায় ডিউটি

  শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: লকডাউনের জেরে রাজ্যে বন্ধ বাস ও ট্রেন পরিষেবা। অফিসে আসতে পারছেন না সিআইডি, আইবি এবং পুলিস ডিরেক্টরেটের সিংহভাগ কর্মীই। তাই তাঁদের যাতে কলকাতায় না আসতে হয়, সেজন্য তাঁরা যে জেলা বা কমিশনারেট এলাকায় থাকেন, সেখানকার থানা বা হেড কোয়ার্টার্সে ডিউটি করার জন্য নির্দেশিকা জারি করা হল রাজ্য পুলিসে।
বিশদ

29th  March, 2020
 রাজ্যে করোনা আক্রান্ত আরও ৫
দিল্লিতে থেকে তেহট্টে ফিরে গোপন করার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ২৪ ঘণ্টায় মারণ করোনা ভাইরাসে রাজ্যে আক্রান্ত হলেন আরও পাঁচজন। ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫। উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যে এই প্রথমবার আক্রান্তদের মধ্যে তিন শিশু ও কিশোর রয়েছে। এমনকী ন’মাসের দুধের শিশুও রয়েছে।
বিশদ

28th  March, 2020
গ্রামবাংলায় কেউ লকডাউন মানছে
না, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে জানালেন ধনকার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের শহরাঞ্চলে লকডাউন প্রায় সর্বাত্মক। কিন্তু গ্রামবাংলার ছবিটা সত্যিই বেশ চিন্তার। বিশেষ করে হুগলি, মালদহ এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে মানুষ লকডাউনের নিয়ম মানতে চাইছে না। জনঘনত্বের নিরিখে এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের।  
বিশদ

28th  March, 2020
করোনা নিয়ে আজগুবি পোস্ট করলে ব্যবস্থা 
অতি সক্রিয়তা নয়, পুলিসকে মানবিক হতে বললেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউন নিয়ে সরকারের নির্দেশ কার্যকর করতে গিয়ে পুলিস কোথাও কোথাও অতিসক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ ওঠায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পুলিসকে আরও মানবিক হতে হবে।  
বিশদ

28th  March, 2020
এপ্রিল থেকে রেশনে বিনামূল্যে চাল ও গম, প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আগামী এপ্রিল মাস থেকে রেশনে বিনা পয়সায় চাল ও গম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। লকডাউনের মধ্যেই শুক্রবার থেকে রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটররা এই সংক্রান্ত কাজ শুরু করে দিয়েছেন। খাদ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী তাঁদের অবশ্য আগের মতো আগাম টাকা জমা দিয়ে খাদ্যসামগ্রী তুলতে হচ্ছে।
বিশদ

28th  March, 2020
 ৩১শের পর চালানো যাবে রুসা প্রকল্পের
কাজ, ইউপিই খাতে মিলল আরও ২ কোটি

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা ভাইরাস ও তার জেরে দেশজুড়ে লকডাউনের অস্বস্তিকর পরিবেশের মধ্যেও স্বস্তির খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা রুসা প্রকল্পের কাজকর্ম ৩১ মার্চের পরও চালিয়ে যেতে পারবে কর্তৃপক্ষ।
বিশদ

28th  March, 2020

Pages: 12345

একনজরে
বিএনএ, গোঘাট: করোনা আতঙ্কে লকডাউনের জেরে রাজ্যবাসী গৃহবন্দি হয়ে রয়েছেন। এই অবস্থায় মানুষের পরিষেবায় সর্বক্ষণ ব্যস্ত রয়েছেন পুলিসকর্মীরা। তাই এই পরিস্থিতে কোনও পুলিসকর্মীর জুতো সেলাই বা পালিশের প্রয়োজন পড়লে তাঁরা সমস্যায় পড়বেন।  ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রায়গঞ্জ হাসপাতাল থেকে ফেরার দুই অ্যাম্বুলেন্স চালকের খোঁজে বাড়িতে ধাওয়া করল পুলিস। কিন্তু সেখানেও তাঁদের খোঁজ মেলেনি। তাই পরিচিত কারও বাড়িতে ওই দু’জন লুকিয়ে রয়েছে কি না, তার তদন্ত চলছে। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনের জেরে স্তব্ধ গোটা দেশ। বন্ধ সব খেলা। গত ১৩ মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল আই লিগের খেলা। ঠিক ছিল, ৩০ ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পিতার স্বাস্থ্যহানি হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন পাঠনে পরিশ্রমী হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব চিকিৎসক দিবস
১৮৯৯ - বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯১৯: রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধের ডাক গান্ধীজির
১৯৪৫: অস্ট্রিয়াকে আক্রমণ করল সোভিয়েত ইউনিয়ন
১৯৫৬- বাংলা ভাষার রূপকথার বিশিষ্ট রচয়িতা ও সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্রমজুমদারের মৃত্যু
১৯৫৬: পরমাণু পরীক্ষা করল সোভিয়েত ইউনিয়ন
১৯৬৫- বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর মৃত্যু
১৯৭৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট জ্যাজ্ সঙ্গীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী নোরা জোন্সের জন্ম
১৯৮১: ওয়াশিংটন ডিসি’র এক হোটেলের বাইরে জন হিঙ্কলে নামে এক ব্যক্তি প্রেসিডেন্ট রোনাল্ড রেগনকে গুলি করেন
১৯৮৬ - স্প্যানিশ ফুটবল খেলোয়াড় সার্জিও র্যামোসের জন্ম
২০০২- বিশিষ্ট কবি ও গীতিকার আনন্দ বক্সীর মৃত্যু
২০১৩ - মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যানের মৃত্যু

30th  March, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৬৪ টাকা ৭৬.৩৬ টাকা
পাউন্ড ৯১.৭৭ টাকা ৯৫.০৭ টাকা
ইউরো ৮২.১০ টাকা ৮৫.১৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৭ চৈত্র ১৪২৬, ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, (চৈত্র শুক্লপক্ষ) সপ্তমী ৫৫/৪১ রাত্রি ৩/৫০। মৃগশিরা ৩২/৫৫ রাত্রি ৬/৪৪। সূ উ ৫/৩৩/৫৭, অ ৫/৪৭/৫১, অমৃতযোগ দিবা ৮/১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২১ গতে ৪/৫৯ মধ্যে। রাত্রি ৬/৩৫ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১৭ মধ্যে পুনঃ ১/৩৮ গতে ৩/১২ মধ্যে, বারবেলা ৭/৭ গতে ৮/৩৮ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে। কালরাত্রি ৭/১৫ গতে ৮/৪৪ মধ্যে।
১৭ চৈত্র ১৪২৬, ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, সপ্তমী ৪২/৩৮/৩৮ রাত্রি ১০/৩৯/১১। মৃগশিরা ২১/৫২/৪৩ দিবা ২/২০/৪৯। সূ উ ৫/৩৫/৪৪, অ ৫/৪৮/৮। অমৃতযোগ দিবা ৭/৫৪ গতে ১০/২৩ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৩/২২ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ মধ্যে ও ৮/৫৬ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩৩ গতে ৩/৬ মধ্যে। কালবেলা ১/১৩/২৯ গতে ২/৪৫/২ মধ্যে।
 ৬ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৭২৭: বিজ্ঞানী আইজাক নিউটনের মৃত্যু১৭৭৪ - কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনা আক্রান্ত আরও ১ 
পশ্চিমবঙ্গে আরও এক করোনা রোগীর খোঁজ মিলল। দমদমের আইএলএস হাসপাতালে ...বিশদ

10:59:57 PM

হাওড়ায় আরও এক করোনা আক্রান্তের মৃত্যু 
হাওড়ায় মৃত্যু হল আরও এক করোনা আক্রান্তের। মৃতের নাম সুরেন্দ্র ...বিশদ

10:56:00 PM

করোনা: এগরায় আক্রান্ত আরও এক
 

এগরায় করোনায় আক্রান্ত হলেন আরও একজন। এবার মারণ ভাইরাসের শিকার ...বিশদ

10:49:00 PM

এনআরএসে করোনা আক্রান্তের মৃত্যু 
মারণ করোনা ভাইরাস পশ্চিমবঙ্গে আরও এক প্রাণ নিল। মঙ্গলবার রাতে ...বিশদ

10:32:56 PM

চণ্ডীগড়ে করোনায় আক্রান্ত হলেন ব্রিটেন ফেরত এক ব্যক্তি 

10:30:26 PM