কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
শুক্রবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই নির্দেশিকা প্রকাশ করেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ স্লোগানকে সামনে রেখেই গোটা পরিকল্পনা রূপায়িত হয়েছে। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমরা স্কুল শিক্ষা দপ্তর, পুলিস, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক সমিতি ও পুলকার সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়েছি। সব পক্ষের মতামত নিয়েই গোটা ব্যবস্থা পরিচালনার সুবিধায় এই নির্দেশিকা প্রকাশ। এটি গোটা রাজ্যেই কার্যকর করা হবে।
মন্ত্রীর পরামর্শ, এক্ষেত্রে বাড়তি সচেতন হতে হবে অভিভাবকদেরও। স্কুলবাস কিংবা পুলকারের নম্বর, গাড়ির স্বাস্থ্য, চালকের বিস্তারিত তথ্য সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে।
বাবা-মায়ের উদ্দেশে মন্ত্রীর বার্তা, মোবাইলে পরিবহণ দপ্তরের অ্যাপ রাখুন। সেখানে বাচ্চার পুলকারের নম্বর দিলেই সংশ্লিষ্ট গাড়ির যাবতীয় তথ্য চলে আসবে। বিধি মেনে সমস্ত সরকারি কাগজপত্র না-থাকলে দ্রুত পুলিসকে জানান। তাতে অবাঞ্ছিত ঘটনা অনেকটাই কমবে।