ব্যবসায়ে যুক্ত হলে এই মুহূর্তে খুব একটা ভালো যাবে না। প্রেম প্রণয়ে বাধা। কারও সাথে ... বিশদ
জেবিএল টি১৬০: সুরেলা গান যারা শুনতে ভালোবাসেন তাঁদের জন্য এই ইয়ারফোন আদর্শ। গান শোনার ক্ষেত্রে বেস মাত্রাতিরিক্ত নয়। বরং পারফেক্ট বলা যায়। প্রতিটি শব্দ ভালোভাবে শুনতে পাবেন। এই ইয়ারফোনেরও মাইক রয়েছে মুখের কাছে। ফলে কথা বলার ক্ষেত্রে সুবিধা হবে গ্রাহকদের। এটির দাম পড়বে ৯০০ টাকার কাছাকাছি। পাবেন এক বছরের ওয়্যারেন্টি।
সেনাইজার সিএক্স১৮০: সঙ্গীতপ্রেমীদের কাছে এটা অত্যন্ত পছন্দের ব্র্যান্ড। এটির সাউন্ড দুর্দান্ত। পিছিয়ে নেই লুকেও। পাশাপাশি, নতুন ইয়ারফোনের সঙ্গে অতিরিক্ত দু’জোড়া ইয়ার টিপস দিচ্ছে সংস্থা। সব ধরনের গান শোনার জন্যই এটি পারফেক্ট। রয়েছে ৩.৫ এমএম জ্যাক। কিন্তু মুশকিলের বিষয় এই ইয়ারফোনটিতে মাইক নেই। ফলে মোবাইলের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবেন গ্রাহকরা। এটির দাম পড়বে মাত্র ৮২০ টাকা। পাবেন ২ বছরের ওয়্যারেন্টি।
সোনি এমডিআর ইএক্স১৫০এপি: সোনির এই ইয়ারফোন একথায় অসাধারণ। লাউড এবং ব্যালেন্স সাউন্ড শোনার পক্ষে আদর্শ এটি। রয়েছে নয়েস ক্যান্সেলেশনের সুবিধাও। লুক এবং ডিজাইনেও ইয়ারফোনটি পিছনে ফেলেছে অনেক সংস্থাকে। সিলিকন রাবার টিউব হওয়ায় এটির তার সহজে ছিঁড়বে না। পাশাপাশি, রয়েছে ১.২ মিটার তার। ৩.৫ এমএম জ্যাকের এই ইয়ারফোনটিতে রয়েছে মাইক এবং ভল্যুম কন্ট্রোলের বাটন। এটির সঙ্গে ৩টি সিলিকন ইয়ারবার্ড একেবারে বিনামূল্যে দিচ্ছে সংস্থা। নীল এবং কালো কালারে মিলবে এই ইয়ারফোন। এটির জন্য দাম পড়বে ৯৯০ টাকা। সঙ্গে ১ বছরের ওয়্যারেন্টি।
স্কালক্যান্ডি জেআইবি: যারা ফুল ভল্যুমে গান শুনতে পছন্দ করেন তাঁদের জন্য এই ইয়ারফোন এক্কেবারে খাপে খাপ। এটির বেস অন্য ইয়ারফোনের তুলনায় বেশ পাওয়ারফুল। রয়েছে ৩.৫ এমএম জ্যাক। কথা বলার জন্য মাইক থাকলেও ফোন রিসিভ করার জন্য বা গানের ট্র্যাক পরিবর্তন করার জন্য কোনও বাটন নেই। ইয়ারফোনটির রং লাল-কালো, আকাশি-কালো বেগুনি-কালো হওয়ায় লুকের ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। বাজারে এটির দাম ৭০০ টাকার কাছাকাছি। রয়েছে দু’বছরের ওয়্যারেন্টিও।
জেবিএল সি১৫০এসআই: পার্টি সং যারা শুনতে পছন্দ করেন তাঁদের জন্য এই ইয়ারফোন আদর্শ। এটির বেস খুবই শক্তিশালী। স্টাইলিশ এই ইয়ারফোনটির লুকও মন কাড়বে গ্রাহকদের। অন্য ইয়ারফোনের তুলনায় এটির ইয়ারবার্ড কানের বেশ কিছুটা ভিতর পর্যন্ত যায়। ফলে গানের প্রতিটি শব্দ স্পষ্ট নিখুঁত ভাবে শুনতে পাবেন। এটির জন্য খরচ করতে হবে মাত্র ৭৯৯ টাকা। পাওয়া যাবে এক বছরের ওয়্যারেন্টিও।
ওয়ান মোর পিস্টন ফিট: এটির সাউন্ড বেশ ভালো। যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার। অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয়েছে ইয়ারফোনটিতে। সেইসঙ্গে, ইয়ার টিপস ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকায় কানে পারফেন্ট ভাবে আটকে থাকে। এর ফলে গানের প্রতিটি শব্দ স্পষ্টভাবে শুনতে পাবেন। রয়েছে পাওয়ারফুল বেস। মিলবে মাইকও। কল রিসিভ এবং গানের ট্র্যাক পরিবর্তনের জন্য রয়েছে বাটন। রয়েছে ট্যাঙ্গেলড ফ্রি ওয়্যার। বাজারে চারটি কালারে মিলবে এই ইয়ারফোন। এটির জন্য দাম পড়বে মাত্র ৭৯৯ টাকা। পাবেন এক বছরের ওয়্যারেন্টি।
ব্রেনওয়েভস ওমেগা: এটির প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এক নজরেই মন কেড়ে নেবে আপনার। দুর্দান্ত সাউন্ডের সঙ্গে রয়েছে নয়েজ আইসোলেশনের সুবিধা। মাইকের পাশাপাশি থাকছে ট্র্যাক এবং ভল্যুম পরিবর্তনের জন্য তিনটি বাটন। ইয়ারফোনটিতে ১.২ মিটারের তার দেওয়া হয়েছে। রয়েছে ৩.৫ এমএম জ্যাকও। দাম ৯৯৯ টাকা। সঙ্গে দু’বছরের ওয়্যারেন্টি।