কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
অন্য ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারায় ভেনেজুয়েলা। ২২ মিনিটে বিপক্ষ ডিফেন্ডারকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন ইকুয়েডরের ভ্যালেন্সিয়া। ভার প্রযুক্তির সাহায্য নিয়ে তাকে মার্চিং অর্ডার দেন রেফারি। গ্রুপের বাকি ম্যাচে নির্বাসিত হতে পারেন ভ্যালেন্সিয়া। ধাক্কা খেয়েও হতোদ্যম না হয়ে প্রতিআক্রমণে বারবার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে দশ জনের ইকুয়েডর। ৪০ মিনিটে জেরেমির গোলে লিডও নেয় তারা। কর্নার থেকে ছিটকে আসা বল নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে ভেনেজুয়েলা। ৬৪ মিনিটে কাডিজের গোলে সমতায় ফেরে তারা। এরপরেই যাবতীয় জারিজুরি শেষ ইকুয়েডরের। ৭৪ মিনিটে ভেনেজুয়েলার পক্ষে জয়সূচক গোলটি করেন এডুয়ার্ড বেল্লা। উল্লেখ্য, ১৯৯৩ সালের পর থেকে কোপায় নিজেদের প্রথম ম্যাচ জিততে ব্যর্থ ইকুয়েডর। সেই জঘন্য রেকর্ড এবারও বদলানো গেল না। স্বভাবতই হতাশ টিম ম্যানেজমেন্ট।