কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
নক-আউটের রাস্তা বেশ কঠিন। শোনা যাচ্ছে কোর টিম অটুট রেখে সুইসদের বিরুদ্ধে কয়েকটি পরিবর্তন আনতে পারেন নাগেলসম্যান। রিজার্ভ ফুটবলারদের ম্যাচ টাইম দিয়ে তৈরি রাখতে চান তিনি। সেক্ষেত্রে টনি ক্রুজ, কাই হাভার্টজদের ডাগ-আউটে থাকার সম্ভাবনা। তা বলে প্রেসিং ফুটবলের চেনা রাস্তা থেকে সরার প্রশ্ন নেই। বরং দ্রুত লক্ষ্যভেদ করে ম্যাচ পকেটে পুরতে তৈরি রিৎজ, ফুলক্রুগরা।
পরের পর্বে নিশ্চিত জার্মানি। দ্বিতীয় দল হিসাবে নক-আউটে পৌঁছবার সোনার সুযোগ সুইসদের সামনে। জেরদান শাকিরিরা এখনও গ্রুপে অপরাজিত। ম্যাচ ড্র হলে পাঁচ পয়েন্ট নিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছবে সুইৎজারল্যান্ড। রজার ফেডেরারের দেশের চকোলেট আর ঘড়ির কদর বিশ্বজোড়া। ফুটবল মাঠে ইয়াকিন ব্রিগেডের আলাদা পরিচিতি রয়েছে। বুন্দেশলিগায় খেলা গ্রানিট জাকা, ভার্গাসের মতো ফুটবলার দলের সম্পদ। তবে শেষ তিনটি সাক্ষাতে জার্মানিকে হারাতে পারেনি সুইৎজারল্যান্ড। ম্যাচের আগে এই পরিসংখ্যান বেশ চিন্তায় রাখছে সমর্থকদের। রক্ষণ জমাট করে দল সাজাচ্ছেন কোচ ইয়াকিন। প্রতি-আক্রমণ আর ডেড বল মুভ তার লুকনো অস্ত্র।
গ্রুপের অপর ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হাঙ্গেরি। দুটি ম্যাচেই পরাস্ত হয়ে ইতিমধ্যেই বিদায় নিয়েছে হাঙ্গেরি। ফেরেঙ্ক পুসকাসের দেশের ফুটবল বড়ই বর্ণহীন। অংকের বিচারে এখনও টিকে আছে স্কটল্যান্ড। দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। সুইসরা হারলে সুবিধা পাবে স্কটল্যান্ড। সেক্ষেত্রে হাঙ্গেরিকে বড় ব্যবধানে হারাতে পারলে নক-আউটে পৌঁছবার সুযোগ থাকবে স্কটদের। পরিচিত লং বল স্ট্র্যাটেজি অবলম্বন করে মাঠে নামবে স্টিভ ক্লার্কের দল। গ্রুপের দু’টি ম্যাচই একই সময়ে শুরু হবে।