কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
নিজেদের প্রথম ম্যাচে তুরস্কের কাছে বশ মেনেছিল জর্জিয়া। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে পর্তুগালের কাছে হেরেছিল চেক প্রজাতন্ত্র। তবে শনিবার প্রথমার্ধে নিরঙ্কুশ দাপট দেখায় চেক ব্রিগেড। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ১১টি শট নিলেও আসল কাজে ব্যর্থ শিক, হোজেক, জুরাসেকরা। অন্তত তিনটি ক্ষেত্রে নিশ্চিত গোল রক্ষা করেন জর্জিয়ার গোলরক্ষক জিওর্জি। চেক প্রজাতন্ত্রের একের পর এক আক্রমণ ঠান্ডা মাথায় সামাল দিলেন তিনি। বিরতির ঠিক আগে খেলার গতির বিরুদ্ধে লিড পায় জর্জিয়া। ভার-প্রযুক্তি ব্যবহার করে স্পটকিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। বরফশীতল মাথায় বল জালে জড়িয়ে দেন জর্জেস (১-০)।
গোল খেয়ে অল-আউট আক্রমণে উঠে আসে চেক দল। ৫৯ মিনিটে কাঙ্খিত গোলের দেখা মেলে। প্যাট্রিক শিকের গোল সমতায় ফেরায় দলকে (১-১)। বাকি সময়ে মরিয়া চেষ্টা করলেও জর্জিয়া দুর্গে ফাটল ধরানো যায়নি। বরং অন্তিম পর্যায়ে প্রতি-আক্রমণে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন জর্জিয়ার সাবা। সিটার নষ্ট না করলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত দল।