কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
ঘরোয়া লিগের ২৬ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের প্রথম তিনটি দল সুপার সিক্সে পৌঁছবে। বিদেশিহীন লিগে প্রতিটি দলে চারজন করে ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক। আরও বেশি সংখ্যায় বাংলার ফুটবলার তুলে আনতেই এমন উদ্যোগ নিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘জমজমাট ফুটবল দেখতে পাবেন সমর্থকরা। সফলভাবে ম্যাচ আয়োজনে কোনও ত্রুটি রাখা হবে না।’ পাশাপাশি আইএফএ জানিয়ে দিল, পুলিসি রিপোর্ট না আসা পর্যন্ত স্পট ফিক্সিং কান্ডে অভিযুক্ত টালিগঞ্জ অগ্রগামী ও উয়াড়ির ম্যাচ খেলতে বাধা নেই। আইএফএ’র সিদ্ধান্তে স্বস্তিতে দুই ক্লাব।