কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
কোয়াইয়ের দাবি, মোবাইল টাওয়ার থেকে চুরি যাচ্ছে রেডিও রিমোট ইউনিট, যেগুলি ফোন কল এবং মেসেজের সিগন্যালিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। সংগঠনটির দাবি, গোটা দেশে ছ’মাসে এই চুরির কারণে ক্ষতির অঙ্ক প্রায় ৮০০ কোটি টাকা। মোবাইল টাওয়ারের যন্ত্রাংশগুলি পাচার হয়ে যাচ্ছে চীন সহ প্রতিবেশী দেশগুলিতে। কোয়াইয়ের হিসেব, ছ’মাসে এয়ারটেলের ১৪ হাজার ৯৯০টি, রিলায়েন্স জিও’র ১ হাজার ৭৪৮টি এবং ভিআইয়ের ৩৬৮টি রেডিও রিমোট ইউনিট চুরি গিয়েছে। সবচেয়ে বেশি চুরি হয়েছে যে রাজ্যগুলিতে সেই তালিকায় আছে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, অসম, মণিপুর, ওড়িশা প্রভৃতি। পশ্চিমবঙ্গে সেই হার তুলনামূলক কম। ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছে কোয়াই। পশ্চিমবঙ্গ সরকারকেও এই ব্যাপারে আর্জি জানাবে সংগঠনটি, এমনটাই জানা গিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিপুল অঙ্কের মোবাইল যন্ত্রাংশ চুরি যাওয়ায় শুধু যে গ্রাহক পরিষেবা ব্যাহত হচ্ছে, তা নয়। সেই ক্ষতির ভার ঘুরপথে বহন করতে হচ্ছে গ্রাহকদের। বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকারও। রাজ্য প্রশাসনগুলি যাতে এই চুরি আটকাতে উদ্যোগী হয়, তার জন্য চিঠি লিখেছে তারা।