নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ শেষ হতে সময় লাগবে আরও চার মাস। অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হতে পরে বলে প্রশাসন সূত্রে খবর। তবে সেপ্টেম্বরে অর্থাৎ দুর্গাপুজোর আগে মন্দির তৈরির কাজ শেষ করা যায় কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরীর মন্দিরের ধাঁচে সৈকত শহর দীঘায় ২০ একর জমির উপর গড়ে উঠছে জগন্নাথ মন্দির। নির্মীয়মাণ মূল মন্দিরের উচ্চতা পুরীর জগন্নাথ মন্দিরের সমান। মন্দিরের মাথায় ধ্বজা নিয়ে উচ্চতা ৬৫ মিটার। বর্তমানে মূল মন্দিরের বাইরের দেওয়ালে মার্বেলের কাজ চলছে। উচ্চতার কারণে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে শ্রমিকদের। বিশাল বিশাল ক্রেন ব্যবহার করা হচ্ছে। তাই তড়িঘড়ি করতে গিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।
পাশাপাশি, মন্দির চত্বরের বিশাল এলাকাজুড়ে ল্যান্ডস্কেপিংয়ের কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে বলে খবর। ফলে দুর্গাপুজোর কিছুটা আগে বা পরে মন্দিরের উদ্বোধন হতে পারে বলে মনে করা হচ্ছে। দীঘা স্টেশন সংলগ্ন জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা আরও চওড়া করা হচ্ছে। কারণ, পুরীর মতো এখানেও মহা ধুমধাম করে রথযাত্রার আয়োজন হবে। মন্দির উদ্বোধনের পর একে একে চালু হবে নানা অনুষ্ঠান।