কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক অনুপম লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই দলের দুর্নীতি নিয়ে সরব ছিলেন। সেই বিষয়ে বিজেপির বিধিনিষেধ না মেনে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে বিভিন্ন বিস্ফোরক পোস্ট ও মন্তব্য করেন তিনি। দলবিরোধী আচরণ করার জন্যই তাঁকে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে লোকসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপির ফল অত্যন্ত খারাপ হয়। গত নির্বাচনের নিরিখে আসন সংখ্যা ১৮ থেকে কমে ১২তে পৌঁছে যায়। তারপর থেকেই বিভিন্ন জেলায় বিজেপির একাধিক নেতৃত্ব বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা নানান ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন। সেই বিষয়টিকেই কটাক্ষ করে শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুপম। সেখানে তিনি লেখেন, সাত-আট মাস আগে যে বিজ্ঞ ব্যক্তিরা আমার উদ্দেশ্যে মিডিয়ার সামনে জ্ঞান দিতেন। বলতেন, দলের কথা প্রকাশ্যে না বলে দলের মধ্যে বলা ভালো। টেনে হিঁচড়ে ১২টা আসন পাওয়ার পর তারাই এখন পার্টির বিরুদ্ধে প্রকাশ্যে সবথেকে বেশি মুখ খুলছেন। তিনি আরও লেখেন, যে সার্কাস চলছে, তা উপভোগ করছি। লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ার পর অনেক বিজেপি নেতা নানা ধরনের দলবিরোধী মন্তব্য করেছেন। এমনকী বিজেপির চারজন জয়ী সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও আরও অনেক বিজেপি নেতা দল ছাড়তে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে অনুপমের এমন কটাক্ষের পোস্ট বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে তুলল।
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, সকলের ব্যক্তিগত মতামত রয়েছে। যার যা খুশি লিখতে পারেন।