কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
শনিবার বিকেলে বিআইটিএমের ইনোভেশন ল্যাবে দেখা গিয়েছে, পড়ুয়াদের মধ্যে উত্সাহের শেষ নেই। দেখানো হল, ফেরাডের সূত্র ও অ্যাম্পিয়ারস সূত্রের হাতেকলমে প্রয়োগ। মোটা কাগজের একটি রোল নেওয়া হল। তার চারপাশে মোড়া হল তামার তার। সেই দু’টি তামার তার গ্যালভেনো মিটারে যুক্ত করে একটি চুম্বকের দণ্ড নিয়ে সেই গোল তামার তারের চাকতির ভিতরে রাখতেই মিটারে দেখাচ্ছে বিদ্যুত্ উত্পন্ন হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। দু’দিন ব্যাপী কর্মশালায় সকাল ও দুপুরে দু’টি সেশনে অনুষ্ঠিত হচ্ছে কর্মশালা। দু’দিনে আটটি পরীক্ষা করে দেখানো হচ্ছে। দু’টি ডেমনস্ট্রেশন হবে। বিআইটিএমের কিউরেটর রাকেশ মজুমদার বলেন, ‘গ্যালভেনো মিটার অনেক পুরনো দিনের যন্ত্র। এখানে মাইক্রো অ্যাম্পিয়ার সূচক ফুটে ওঠে। মজার মাধ্যমে পদার্থবিদ্যা আমরা বোঝানোর চেষ্টা করছি। ওদের বলছি, যেমন অ্যাম্পিয়ারের নামে সূচক রয়েছে। তেমনই তোমরা ভালো কাজ করলে হয়ত, তোমাদের নামে সূচক তৈরি হবে। ইলেকট্রিসিটি, ইলেক্ট্রো ম্যাগনেটিক ক্ষেত্র নিয়ে দেখানো হচ্ছে।’ বিআইটিএমের মেন্টরদেরও এখন দম ফেলার সময় নেই। রবি অধিকারি, সায়ক মুখোপাধ্যায়রা পড়ুয়াদের প্রশ্ন মেটাতে ব্যস্ত।
ক্লাস শেষ হয়ে গিয়েছে। কিন্তু ষষ্ঠ শ্রেণির অত্রি নন্দী টেবিলে সেই চুম্বক হাতেই বসে আছে। চুম্বকের দণ্ড তামার তারের বলয়ের মধ্যে দিলেই মিটারের কাটা উঠছে। সেটাই সে দেখছে অবাক হয়ে। বলল, ‘বাড়িতে গিয়ে বলব, খুব ভালো লাগল, মজাও লাগল এখানে এসে।’