কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
বিজেপি সূত্রের খবর, আগামী সপ্তাহেই দিল্লিতে এই নাম চূড়ান্ত হয়ে যেতে পারে। যদিও তার ঘোষণা এখনই করা হবে না। প্রত্যেক রাজ্যে বিজেপির সাংগঠনিক নির্বাচন শেষ হওয়ার পরেই দলের পক্ষ থেকে সেই নাম জানানো হবে। রাজনৈতিক সূত্রের খবর, আগামী সপ্তাহে দিল্লিতে রাজ্য বিজেপির সাংসদদের সঙ্গে জরুরি বৈঠক করতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর একই নিয়মে নাড্ডাকেও দলের সর্বভারতীয় সভাপতির পদ ছেড়ে দিতে হবে। জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির সঙ্গে শাহ-নাড্ডার সম্ভাব্য বৈঠকে ডাকা হতে পারে এবারের পরাজিত সাংসদ এবং প্রার্থীদের। বাংলায় দলের পরবর্তী রাজ্য সভাপতি বাছাইয়ের জন্য সর্বাগ্রে সাংসদদের সঙ্গেই আলোচনা করে নিতে পারেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতারা। সেইমতোই নাম ঘোষণার আগে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গেও আলোচনা করবে দলের কেন্দ্রীয় পার্টি।
তবে বাংলায় রাজ্য সভাপতি পদে কোনও মহিলা মুখকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে বিজেপিকে হিমশিম খেতে হবে ‘বিকল্প’ নিয়ে। দলীয় সূত্রের খবর, এই মুহূর্তে চর্চা চলছে রাজ্য বিজেপির দু’জন মহিলা নেত্রীর নাম নিয়েই। দু’জনেই এবারের লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হয়ে হেরেছেন। প্রথমজন দেবশ্রী চৌধুরী। অতীতে তিনি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। অন্যজন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সনের ভূমিকায় ছিলেন। তবে সঙ্ঘ ঘনিষ্ঠতার কারণে এগিয়ে রয়েছেন দেবশ্রীই। বিজেপি অবশ্য আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।