Bartaman Patrika
কলকাতা
 

বাজারে ভিড় ভেঙে পড়ল, হাওড়ায়
পুলিসের লাঠি, হুগলিতে রুটমার্চ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও বিএনএ, হুগলি: বুধবার সকালে হাওড়ার বিভিন্ন বাজারে মানুষ কেনাকাটার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল। কোথাও কোথাও পুলিসকে লাঠি চালাতে হয়। অন্যদিকে হুগলিতে মানুষকে সচেতন করতে পুলিস রুটমার্চ করে।
হাওড়া থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, লকডাউনের জেরে বুধবার হাওড়ার রাস্তাঘাট শুনশান থাকলেও সকালের দিকে বাজারের ভিড় ছিল আর পাঁচটা স্বাভাবিক দিনের তুলনায়ও বেশি। বুধবার সকালে সব বাজারেই ভিউ ছিল অস্বাভাবিক। ভবিষ্যৎ নিয়ে আতঙ্কগ্রস্ত মানুষের ভিড় কার্যত ভেঙে পড়ে বাজারে। করোনা সংক্রমণ এড়াতে ভিড় না করার যে বার্তা বারবার প্রশাসনের তরফে দেওয়া হচ্ছে, তা সকালের দিকে হাওড়ার কদমতলা, শিবপুর, হরগঞ্জ বাজারগুলির অবস্থা দেখে বোঝা দুষ্কর ছিল। ভিড় ভাঙতে পুলিস সক্রিয় হয় বেলার দিকে। কোথাও চলে লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া, কোথাও জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠি চালাতেও দেখা যায় পুলিসকে। দুপুরের পর থেকে অবশ্য রাস্তাঘাট, বাজার সবই জনশূন্য হয়ে যায়।
সকালের বাজারে ভিড় এড়াতে দুপুরে পুলিস অত্যাবশকীয় পণ্যের দোকানের সামনে চুন দিয়ে দাগ কেটে দেয়। নির্দিষ্ট দূরত্বে লাইন দিয়ে দাঁড়িয়ে একে একে কেনাকাটা করতে মানুষকে বাধ্য করার জন্য এই ব্যবস্থা করে পুলিস। হাওড়া পুলিসের ডিসি (সদর) প্রিয়ব্রত রায় বলেন, আমরা বাজার শুধু নয়, পাড়ার ভিতরের মুদি দোকানের সামনেও ওভাবে দাগ কেটে দিচ্ছি৷
এদিকে, প্রশাসনের তরফে বারবার আশ্বস্ত করা হলেও মানুষকে টানা এতদিনের লকডাউনের ভয় তাড়া করছে। মুদি দোকানে চাল-ডালের জন্য হুড়োহুড়ি লাগিয়েছে মানুষ। ডিম, আলুর দর নানা জায়গায় নানা রকম চলছে। সেসব নিয়ে বচসা, উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন বাজারে। দোকানদাররা বলছেন, কতদিন মালপত্র পাইকারিভাবে সরবরাহ হবে, কীভাবে হবে, সেসব কিছুই জানেন না তাঁরা। তাই বেশি করে কিনে নিতে অনেকক্ষেত্রে তাঁরাও মানুষকে উৎসাহিত করছেন। ওষুধের দোকান সবসময় খোলা থাকবে জানার পরও মানুষের ওষুধের দোকানে ভিড় করেন।

এদিকে চুঁচুড়া থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, বাসিন্দাদের ঘরের বাইরে বের হওয়া আটকাতে বুধবার দিনভর হুগলির বিভিন্ন জায়গায় রুটমার্চ করল চন্দননগর কমিশনারেট ও গ্রামীণ পুলিশের দল। পাশাপাশি এদিন ব্যবসায়ীদেরও ন্যায্য দামে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয় পুলিশের তরফ থেকে। এদিন গোটা জেলা জুড়ে মুখ্যমন্ত্রীর ঘরে থাকার বার্তা এবং কীভাবে বাজার ঘাটে যেতে হবে, সেই সংক্রান্ত বক্তব্য মাইকে করে জেলাজুড়ে প্রচার করা হয়। জেলায় নতুন করে কোনও বাসিন্দাকে আইসোলেশনের নিয়ে যাওয়া হয়নি বলে জেলা প্রশাসন জানিয়েছে। ফলে জেলায় আইসোলেশন এর সংখ্যা এখনও ৩। অবশ্য তাঁদের প্রথম ধাপের পরীক্ষায় এখনও পর্যন্ত করোনা সংক্রমণের সম্ভাবনা দেখা যায়নি। তবে হোম কোয়ারেন্টাইন এর সংখ্যা প্রায় ৮০০ এর কাছাকাছি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এদিকে ২১ দিনের গৃহবন্দি দশা ঘোষণার পরপরই মঙ্গলবার রাতেই বাজারে হুমড়ি খেয়ে পড়েছিল বাসিন্দারা। বুধবার সকালেও চিত্রটা কার্যত একই রকম দেখা গিয়েছে। দীর্ঘদিনের জন্য খাদ্যদ্রব্য মজুত করার চেষ্টায় বাজারে ডিমের দাম একলাফে বেড়ে গিয়েছে। দাম বেড়েছে মাছ-মাংসেরও। অন্যদিকে জেলার বিভিন্ন জায়গায় অত্যাবশ্যকীয় পরিষেবা নয় দাবি করে গোখাদ্যের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। জেলাশাসক ওয়াই রত্নাকর রাও অবশ্য বলেন, বিষয়টি আমার জানা ছিল না। অবিলম্বে ওই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার পরিস্থিতি স্থিতিশীল আছে। নতুন করে কাউকে আমরা আইসোলেশন নিইনি। জেলা প্রশাসন প্রয়োজনীয় নজরদারি চালাচ্ছে। বাসিন্দাদের সচেতন করার জন্য পদক্ষেপ করা হচ্ছে।

26th  March, 2020
  বন্দি-রক্ষী সংঘর্ষ: বাইরে থেকে আগ্নেয়াস্ত্র
ঢুকেছিল দমদম জেলে, রিপোর্ট সিআইডি’র

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম সংশোধনাগারে বন্দি-রক্ষী সংঘর্ষের ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিল সিআইডি। তাতে বলা হয়েছে, বাইরে থেকে জেলের ভিতরে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল। জেলের পিছনের দিকে যে পাঁচিল রয়েছে তার উচ্চতা খুব কম। সেই সুবিধাকে কাজে লাগিয়ে আগ্নেয়াস্ত্র ছুঁড়ে ভিতরে পাচার করা সম্ভব হয়। বিশদ

26th  March, 2020
করোনার জেরে শহরতলির বহু
দোকানে সাধারণ ওষুধও অমিল

 সুকান্ত বসু, কলকাতা: করোনা আতঙ্কে বুধবার সকাল থেকে শহরতলির ওষুধের দোকানগুলিতেও উপচে পড়ল ভিড়। বরানগর, আলমবাজার, ডানলপ, দক্ষিণেশ্বর প্রভৃতি এলাকায় এই একই চিত্র দেখা গিয়েছে। কিন্তু আশাহত হয়ে ফিরছেন বহু মানুষ।
বিশদ

26th  March, 2020
ভিড় ঠেকাতে হাওড়ার বাজারে অভিনব কৌশল

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ সকালে হাওড়ার বিভিন্ন বাজারে মানুষের ভিড়, দোকানের সামনে হুড়োহুড়ি থেকে শিক্ষা নিয়ে বাজারের জন্য নতুন সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। ঠিক হয়েছে, দোকানদারদের বিভিন্ন জিনিসপত্র স্বাভাবিক পরিমাণে প্যাক করে রাখতে বলা হবে। বিশদ

26th  March, 2020
দক্ষিণ ২৪ পরগনার সর্বত্র রাস্তায় অতি
উৎসাহী মানুষের ভিড়, সক্রিয় পুলিস

 নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আপাতত দক্ষিণ ২৪ পরগনা জেলায় করোনা সন্দেহে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক মানুষ। পর্যবেক্ষণ এর পর তাঁদের কারও করোনা উপসর্গ পাওয়া যাযনি। জেলাশাসক পি উলগানাথন বুধবার সকালে বলেন, সকলে সুস্থ আছেন।
বিশদ

26th  March, 2020
লকডাউন: যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের
গবেষণা কাজকর্মগুলি সঙ্কটে, নষ্ট হচ্ছে কেমিক্যাল

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনের জেরে চরম সঙ্কটে বিশ্ববিদ্যালয়গুলির গবেষণা। ক্যাম্পাস সম্পূর্ণ বন্ধ থাকার কারণে নষ্ট হয়েছে বেশ কিছু দামি রাসায়নিক পদার্থ। বেশ কিছু প্রাণী রয়েছে, যাদের ওপর গবেষণা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন অধ্যাপকরা, সেগুলিকে বাঁচিয়ে রাখা এখন চ্যালেঞ্জের মুখে।
বিশদ

26th  March, 2020
চিত্রগ্রাহক নিমাই ঘোষ প্রয়াত 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষীয়ান চিত্রগ্রাহক নিমাই ঘোষ প্রয়াত। বুধবার সকাল সাতটা দশ মিনিটে কলীঘাটের নিজ বাসভবনে শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৭ বছর। পরিবার সূত্রে খবর তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।   বিশদ

25th  March, 2020
ড্রেনে ভেসে যাচ্ছে হাজার হাজার লিটার দুধ, কেনার
লোক নেই, সমস্যায় দক্ষিণ দমদমের ১০০টি পরিবার

পবিত্র ত্রিবেদী, কলকাতা: কারও ১০০টি গোরু, কারও ২০০। কারও আবার দু’হাজার। দক্ষিণ দমদম পুরসভার ১৩ এবং ১৪ এই দুটি ওয়ার্ডে অনেকগুলি পরিবার গোপালন ও দুধ বিক্রির সঙ্গে জড়িত। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে তারা দেখেন, সেই এলাকায় ড্রেন ভেসে যাচ্ছে খাঁটি গোরুর দুধে।
বিশদ

25th  March, 2020
মেয়ে বিমানসেবিকা, মা’কে হেনস্তার অভিযোগ
আবাসনে, পদক্ষেপের নির্দেশ পুলিস কমিশনারের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানে নিত্যদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। তাঁদের পরিষেবায় নিযুক্ত থাকেন বহু বিমানসেবক-বিমানসেবিকা। গত কয়েকদিন ধরে দেশের ভিতরে যেক’জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগই বিমানে যাতায়াত করেছেন। 
বিশদ

25th  March, 2020
আইএএসদের একদিনের বেতন ত্রাণ তহবিলে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা মোকাবিলায় রাজ্য ইতিমধ্যেই আপৎকালীন ত্রাণ তহবিল তৈরি করেছে। সেই ত্রাণ তহবিল হাত বাড়াতে এবার এগিয়ে এল রাজ্যে কর্মরত আইএএস আধিকারিকদের সংগঠন।  
বিশদ

25th  March, 2020
বাগদায় পুকুরে ডুবে মৃত্যু
মানসিক অসুস্থ যুবকের 

বিএনএ, বারাসত: মঙ্গলবার দুপুরে বাগদার হেলেঞ্চা এলাকায় স্নান করার সময় জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম কৌশিক রায় (২৪)। তাঁর বাড়ি হেলেঞ্চার কুমোরখোলা গ্রামে।  
বিশদ

25th  March, 2020
অস্বাভাবিক মৃত্যু যুবকের
 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বজবজ থানার পুজালি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।  
বিশদ

25th  March, 2020
দক্ষিণ ২৪ পরগনায় বাইরে থেকে
আসা ১৫৩ জনকে খুঁজছে পুলিস 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিদেশ থেকে এ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার দু’টি স্বাস্থ্য জেলায় আগতদের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জন। এর বাইরে ভিন রাজ্যে কর্মসূত্রে গিয়ে বাড়ির ফেরার সংখ্যা হল ৮৬৮৮ জন। 
বিশদ

25th  March, 2020
সুরক্ষার দাবিতে কর্মবিরতি 

বিএনএ, বারাসত: করোনা আতঙ্কের আবহে নিজেদের সুরক্ষার দাবি জানিয়ে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি করেন বনগাঁ মহকুমা হাসপাতালের প্রায় ১৫০ জন অস্থায়ী কর্মী। তাঁরা হাসপাতালের নিরাপত্তা বিভাগের পাশাপাশি ওয়ার্ড বয়, অফিস সহ বিভিন্ন বিভাগে কাজ করেন।  
বিশদ

25th  March, 2020
বারাসতে প্রবীণদের জন্য পুলিসের হেল্পলাইন 

বিএনএ, বারাসত: চরম করোনা আতঙ্কের জেরে লকডাউন ঘোষণা হওয়ায় সাধারণ মানুষ ঘরবন্দি হয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে বাড়িতে একা থাকা বৃদ্ধ ও বৃদ্ধারা চরম সংকটের মধ্যে পড়তে পারেন। কারও খাবারের সংকট দেখা দিতে পারে, কেউ বা চিকিৎসাজনিত সমস্যায় পড়তে পারেন। 
বিশদ

25th  March, 2020

Pages: 12345

একনজরে
দুবাই, ২৯ মার্চ: পুলিসের উর্দি গায়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহসী ভূমিকা নেওয়ার জন্য প্রাক্তন ক্রিকেটার যোগিন্দর শর্মাকে কুর্নিশ জানাল আইসিসি। তাঁকে ‘রিয়াল লাইফ হিরো’ বলে অভিহিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ভারতের খেতাব জয়ের অন্যতম ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা সংক্রমণজনিত কারণে শিয়ালদহ, আলিপুর ও নগর দায়রা আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা শেষ পর্যায়ে এসে শুনানি থমকে গিয়েছে। আইনজীবীদের একাংশের কথায়, ওই সব মামলার কবে নিষ্পত্তি হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ...

সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, সোমবার থেকে ময়নাগুড়ি পুরাতন বাজারের মুদিখানা এবং ওষুধের দোকানগুলি অন্যান্য সময়ের মতোই খোলা থাকবে। কিছু দিন আগে ব্যবসায়ী সমিতি বৈঠক করে স্থির করেছিল মুদিখানা দোকান সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা হবে।   ...

বিএনএ, বহরমপুর: বাংলাদেশেও করোনার দাপট শুরু হয়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করল বিএসএফ। বাংলাদেশ সীমান্তের যেসব এলাকায় কাঁটাতার নেই সেখানে জওয়ানরা কার্যত ত্রিস্তরীয় ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায়ে যুক্ত হলে এই মুহূর্তে খুব একটা ভালো যাবে না। প্রেম প্রণয়ে বাধা। কারও সাথে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব চিকিৎসক দিবস
১৮৯৯ - বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯১৯: রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধের ডাক গান্ধীজির
১৯৪৫: অস্ট্রিয়াকে আক্রমণ করল সোভিয়েত ইউনিয়ন
১৯৫৬- বাংলা ভাষার রূপকথার বিশিষ্ট রচয়িতা ও সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্রমজুমদারের মৃত্যু
১৯৫৬: পরমাণু পরীক্ষা করল সোভিয়েত ইউনিয়ন
১৯৬৫- বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর মৃত্যু
১৯৭৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট জ্যাজ্ সঙ্গীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী নোরা জোন্সের জন্ম
১৯৮১: ওয়াশিংটন ডিসি’র এক হোটেলের বাইরে জন হিঙ্কলে নামে এক ব্যক্তি প্রেসিডেন্ট রোনাল্ড রেগনকে গুলি করেন
১৯৮৬ - স্প্যানিশ ফুটবল খেলোয়াড় সার্জিও র্যামোসের জন্ম
২০০২- বিশিষ্ট কবি ও গীতিকার আনন্দ বক্সীর মৃত্যু
২০১৩ - মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৫৯ টাকা ৭৫.৩১ টাকা
পাউন্ড ৮৯.৬০ টাকা ৯২.৮৬ টাকা
ইউরো ৮০.৮৪ টাকা ৮৩.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
28th  March, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৬ চৈত্র ১৪২৬, ৩০ মার্চ ২০২০, সোমবার, (চৈত্র শুক্লপক্ষ) ষষ্ঠী ৫৪/১১ রাত্রি ৩/১৫। রোহিণী ২৯/১৭ অপঃ ৫/১৮। সূ উ ৫/৩৪/৫৩, অ ৫/৪৭/৩১, অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১০/২৭ গতে ১/৫৪ মধ্যে। রাত্রি ৬/৩৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১১/১৭ গতে ২/২৫ মধ্যে, বারবেলা ৭/৭ গতে ৮/৩৮ মধ্যে পুনঃ ২/৪৪ গতে ৪/১৬ মধ্যে। কালরাত্রি ১০/১২ গতে ১১/৪০ মধ্যে।
১৬ চৈত্র ১৪২৬, ৩০ মার্চ ২০২০, সোমবার, ষষ্ঠী ৪২/৪৭/৫১ রাত্রি ১০/৪৩/৫১। রোহিণী ১৯/৫৮/২৮ দিবা ১/৩৬/৬। সূ উ ৫/৩৬/৪৩, অ ৫/৪৭/৪৪। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ১০/২৪ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ গতে ৮/৫৬ মধ্যে ও ১১/১৫ গতে ২/২০ মধ্যে। কালবেলা ৭/৮/৬ গতে ৮/৩৯/২৮ মধ্যে।
৫ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
বিশ্ব চিকিৎসক দিবস১৮৯৯ - বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ...বিশদ

07:03:20 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত মোট ২২৭ জন 

11:49:49 PM

করোনা: তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত হলেন ৬ জন 

11:15:52 PM

তারাপীঠ মন্দিরের জেনারেটর রুমে আগুন, অকুস্থলে দমকলের ১টি ইঞ্জিন 

09:12:28 PM

করোনা: দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭ 

09:08:28 PM

 করোনা: রাজ্যে আক্রান্ত আরও ২

09:00:11 PM