কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের অক্টোবর মাসে চিৎপুর থানা এলাকার নর্দার্ন অ্যাভিনিউয়ের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন শিয়ালদহ কোর্টের আইনজীবী পার্থ সাহা। দশ মাস পর তাঁর বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় কিছু হাড়গোড়। পুলিসের প্রাথমিক অনুমান, ওই হাড়গোড় নিখোঁজ আইনজীবীর। কিন্তু পার্থবাবুর স্ত্রী আদালতে দাবি করেন, এ বিষয়ে আইন মেনে ডিএনএ পরীক্ষা করা হোক। তার ভিত্তিতে আদালত ওই আর্জি মঞ্জুর করে। আর জি কর হাসপাতালে ওই আইনজীবীর মা এবং ছেলের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। উদ্ধার হওয়া হাড়গোড়ের সঙ্গে ওই রক্তের ডিএনএ মেলে কি না, তা জানতেই এই উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন বাদে ডিএনএ পরীক্ষার রিপোর্ট এলেও তা নিয়ে নানা বিতর্ক থেকে গিয়েছে।