কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
জলাজমি ভরাট করা যাবে না বলে সাফ জানিয়েছেন পুরসভার কর্তারা। যদিও স্থানীয় বাসিন্দা ইব্রাহিম লাদাবের দাবি, জলে তো আর বাড়ি করা যাবে না। আমার জায়গা আমি ভরাট করছি। আমার ওই জায়গার পাশে সরকারি জায়গাটি রয়েছে। অনুমতি নিয়ে কাজ করিনি। এদিন চেয়ারম্যান এসে কাজ বন্ধ করতে বলেছেন। আপাতত কাজ বন্ধ রাখছি।
অন্যদিকে পুরাতন মালদহ শহরের ফুটপাত দখলমুক্ত করতে আগামী ২৯ জুন শনিবার থেকে মাইকিং করে প্রচার শুরু করবে পুরসভা। চলবে দু’দিন। তারপরও ফুটপাত থেকে কেউ না সরলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা রয়েছে। সেটা জলাশয়। রাতের অন্ধকারে কিছু মানুষ ভরাট করছে। আমরা খবর পেয়ে এসেছি। প্রশাসনে অভিযোগ জানিয়েছি। আমরা জলাজমি ভরাট করতে দেব না।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরা ফুটপাত দখলমুক্ত করতে নামব। শহরের সদর ঘাট, বাজার, পালপাড়া, গৌড় কলেজের সামনে সরকারি জায়গাতে অনেক অস্থায়ী দোকান রয়েছে। আগামী দিনে সেগুলি সরাতে মাইকিং করা হবে। পরে না উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।