সংবাদদাতা, শীতলকুচি: বৃহস্পতিবার বাঘবন্দি খেলাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের নগর সিঙিমারি গ্রামে। দু’পক্ষের মারপিটে জখম হন ১৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। জখমদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ঘটনার খবর পেয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়োর নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমিনুর মিয়াঁ ও আপিউল মিয়াঁ বাঘবন্দি খেলছিলেন। পুরনো দেনাপাওনা নিয়ে খেলার মধ্যেই দু’জন বাকবিতণ্ডায় জড়ান। পরে তাঁরা মারপিট শুরু করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুই পরিবার জড়ো হয়ে মারপিট শুরু করে। আমিনুরের মা আনোয়ারা বিবি বলেন, খেলায় কি হয়েছিল জানা নেই। আপিউল ও তার পরিবারের সদস্যরা ছেলেকে মারধর করে। শুনতে পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আমাদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনায় আমিনুর মিয়াঁ, সেলিম মিয়াঁ, রফিকুল মিয়াঁ, এজাজুল মিয়াঁ গুরুতর জখম হয়েছেন। থানায় লিখিত অভিযোগ জানাব। অপরপক্ষের আব্দুল নুর মিয়াঁ জানান, আমিনুর ও তার ছেলে সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এসে আমাদের উপর চড়াও হয়। রাহুল মিয়াঁ, তাজিমা বিবি, মফিজুল মিয়াঁ, রফিকুল মিয়াঁ ও আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানাব।
বিষয়টি নিয়ে শীতলকুচি থানার ওসি জানিয়েছেন, এলাকায় পুলিস মোতায়েন রয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। মারপিটের কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।