কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অডিটোরিয়াম সহ অনেক বড় বড় সরকারি ভবন, রাস্তাঘাট, নিকাশি নালা দেবাশিসের সংস্থার তৈরি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সব কাজের বরাত পাওয়ার পাশাপাশি কাজে কারচুপি করে বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ওঁর বিরুদ্ধে। শিলিগুড়ি শহরের এক তৃণমূল নেতা বলেন, রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হওয়ার পর দেবাশিস প্রামাণিকের তৈরি একটি রাস্তার নিম্নমানের কাজ করে বেশি টাকা নেওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। তারপর সেই রাস্তা নতুন করে মেরামত করে দিতে হয়েছিল দেবাশিসকে। এই কাজের পাশাপাশি ‘বাহিনী’ তৈরি করে তাদের দিয়ে জমির অবৈধ কারবার নিয়ন্ত্রণ করার অভিযোগও আসছিল ওঁর বিরুদ্ধে। তৃণমূলের প্রভাবশালী নেতা হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে পারতেন না। সাহস করে কেউ প্রতিবাদ করলেও তাতে কোনও লাভ হতো না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের একাংশের। তাঁরা বলেন, দেবাশিসের রাজনৈতিক প্রভাবে তাঁর ‘বাহিনী’ জমি দখল করে নকল কাগজপত্র বানিয়ে বিক্রি করত। কেউ প্রতিবাদ করলে দেবাশিস প্রামাণিকের প্রভাবে সেই সমস্ত প্রতিবাদকারীরা পিছু হটতে বাধ্য হতেন। দলের একাংশের অভিযোগ, ফুলবাড়ি এলাকায় অবাঙালিদের জমি নিয়ে প্রথমে তাঁর ‘বাহিনী’ নানা জটিলতা তৈরি করত। তারপর রাজনৈতিক প্রভাবে আলোচনায় বসে পুরো বিষয়টি মিটিয়ে দেওয়ার দায়িত্ব নিতেন দেবাশিস। তার বিনিময়ে মোটা টাকা লেনদেন হতো। একসময় ফুলবাড়ি দিয়ে বাংলাদেশে বোল্ডার রপ্তানিতেও দেবাশিসের সিন্ডিকেট ছিল বলে স্থানীরাই জানিয়েছেন। তবে বছর দু’য়েক হল সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ফুলবাড়ির এই নেতা।