কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
বরানগর থেকে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা থেকে জয়ী রেয়াত হোসেন সরকারকে রাজভবন চিঠি দিয়ে জানিয়েছিল, ২৬ জুন, বেলা ১২টায় রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন, চিঠিতে তার উল্লেখ ছিল না। সায়ন্তিকা ও রেয়াত দু’জনই ইচ্ছা প্রকাশ করেছিলেন, রাজভবনে নয়, বিধানসভায় অধ্যক্ষের কাছেই শপথ নিতে চান তাঁরা। কিন্তু রাজভবন ও তৃণমূলের মধ্যে সংঘাত নতুন মাত্রা নিল মঙ্গলবার।
এদিন রাজভবন থেকে চিঠি দিয়ে জয়ী দু’জনকে জানানো হয়, তাঁদের মঙ্গলবার শপথ রাজভবনেই হবে। সেখানেই তাঁদের আসতে হবে। কিন্তু নিজেদের বক্তব্য থেকে সরে এসে রাজভবনমুখী হতে বিন্দুমাত্র ইচ্ছুক নন তৃণমূলের জয়ী দু’জন। রাজভবনে পাল্টা চিঠি পাঠান তাঁরা। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপাল আসুন বিধানসভায়। এদিন বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জয়ী দু’জন। পরে বিমানবাবু বলেন, সংসদ ভবনে সাংসদদের শপথ সুন্দরভাবে চলছে। ফলে রাজ্যপালের উচিত বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করানো। আর উপ নির্বাচনে জয়ীদের শপথ বাক্য স্পিকারই পাঠ করিয়ে থাকেন। ফলে রাজ্যপাল আজ কী সিদ্ধান্ত নেন, সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বিমানবাবু।