কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
উত্তরবঙ্গের মধ্যে উল্লেখযোগ্য তপন রাধাগোবিন্দ মন্দিরের রথযাত্রা উৎসব। প্রতিবছর সেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। স্থানীয় সূত্রে খবর, এবার রথযাত্রা উৎসবের কমিটি গঠন নিয়ে মাসদুয়েক আগে দুই পক্ষের বিবাদ হয়। তখন মন্দির থেকে বেরিয়ে যান মহারাজ। বৃহস্পতিবার মহারাজের সমর্থনে তপনের বিভিন্ন এলাকার ভক্তরা মন্দিরে এসে হাজির হন। মন্দিরের দায়িত্বভার তাঁর হাতে তুলে দেওয়ার দাবি তোলেন ভক্তরা। যা নিয়ে ফের দু’পক্ষের বিবাদ শুরু হয়। সেই সময় বিপুল ওরাওঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী এবং র্যাফ।
যুবককে কেন মারা হল এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে ওঠে তপন চৌরঙ্গী এলাকা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তপন থানার আইসি জন মেরি ভি লেপচা সহ বিশাল পুলিস বাহিনী এবং র্যাফ। পুলিসের আশ্বাসে দীর্ঘক্ষণ পর অবরোধ তুলে নেন বাসিন্দারা।
স্থানীয় বিশু মুর্মু বলেন, বিনা দোষে বিপুলকে মারধর করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন। কেন তাকে মারধর করা হয়েছে জবাব দিতে হবে। অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছি।