কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
এই রেলগেটের উপর দিয়ে তুলসিহাটা-ভালুকা বাজার রাজ্য সড়ক অতিক্রম করে গিয়েছে। রেলের কাটিহার ডিভিশনের ভালুকা রোড স্টেশনের উপর দিয়ে কাটিহার ও এনজেপিগামী বহু প্যাসেঞ্জার, মেইল ট্রেন ও মালগাড়ি প্রতিদিন যাতায়াত করে। রেলগেট পড়লে দীর্ঘ সময় রাস্তা অবরুদ্ধ হয়ে যানজট হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া, অফিস যাত্রী সহ স্থানীয় বাসিন্দারা যানজটের কারণে দুর্ভোগে পড়েন। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ ,দৌলতপুর, ভালুকা গ্রাম পঞ্চায়েত ও পার্শ্ববর্তী চাঁচল-২ ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের বহু স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এই রেলগেট অতিক্রম করে যাতায়াত করেন। সেইসঙ্গে ভালুকা রোড স্টেশন সংলগ্ন কড়িয়ালি বাজারের নিমতলা চৌমাথা মোড়েও প্রায়ই যানজট লেগে থাকে। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের রিজিয়া সুলতানা বলেন, ভালুকা রোড রেলগেটে যানজট নিরসনে উড়ালপুলের প্রয়োজন। বিষয়টি কাটিহারের ডিআরএমকে জানানো হবে। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে রেল।