কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
চাষিরা চলতিমাস থেকেই বীজতলা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। জুলাই মাসের শুরুতে বীজ বপন করা হবে। ব্লকের ভাকরি, মালতীপুর, গৌড়হণ্ড সহ অঞ্চলে গোবিন্দভোগ ধান চাষ করা হচ্ছে।
মালতীপুরের চাষি জয়নাল আবেদিন, আব্দুল রশিদ বলেন, গোবিন্দভোগ উন্নতমানের একটি ধান। অধিক ফলন ও মুনাফার আশায় আমরা এই ধান চাষ করছি। কৃষিদপ্তর আমাদের এই ধানের চাষ করার জন্য বীজ সরবরাহ করবে। চাষের পদ্ধতি সম্পর্কে আমাদের ব্লকের সহ কৃষি অধিকর্তা জানিয়েছেন।
জুন থেকে বীজতলা তৈরির কাজ চলছে। আড়াই থেকে তিন কেজি বীজ লাগবে প্রতি বিঘায়। একমাস পর চারা তুলে জমিতে রোপণ করা হবে। প্রায় ১৪০ থেকে ১৫০ দিনের মধ্যে ধান কাটা হবে।
ব্লক সহ কৃষি অধিকর্তা মহম্মদ আনওয়ারুল ইসলাম বলেন, চাঁচল-২ ব্লকে গোবিন্দভোগ ধান চাষের উপযুক্ত জমি রয়েছে। ব্লকে এই ধান চাষের এরিয়া বৃদ্ধি করতে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। ব্লক কৃষিদপ্তরের পক্ষে উৎসাহী চাষিদের উন্নতমানের বীজ ও কীটনাশক দেওয়া হচ্ছে। চাষের পদ্ধতি সম্পর্কেও চাষিদের জানানো হয়েছে। প্রয়োজন মতো সেচ করতে হবে। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈবসার প্রয়োগ করতে উৎসাহিত করা হয়েছে। গোবর সহ অন্যান্য জৈবসার প্রয়োগ করলে ভালো ফলন হবে।