কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
দীর্ঘদিন বর্জ্য ফেলার ফলে পাঞ্জিপাড়ায় জাতীয় সড়ক ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ ছিল বাসিন্দাদের। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসন নড়েচড়ে বসায় আশার আলো দেখছেন তাঁরা।
গোয়ালপোখরের বিডিও কৌশিক মল্লিক বলেন, জাতীয় সড়কে কেউ এরপর বর্জ্য ফেললে ৫০০ টাকা জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গোয়ালপোখর ব্লকের বাজার এলাকা হচ্ছে পাঞ্জিপাড়া। জাতীয় সড়কের দু’ধারেই হাটবাজার, দোকানপাট। এলাকাটি বিহার লাগোয়া হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেখানকার প্রচুর মানুষ আসেন। বাজার ও সড়কের সার্ভিস রোড দখল করে অনেক দোকান বসেছে। দোকানের বর্জ্য জাতীয় সড়কের ফোর লেনের ডিভাইডারের ওপর, সড়কের পাশে ফাঁকা জায়গায় ফেলা হয়। এতে দুর্গন্ধ ছড়ায় এলাকায়। প্লাস্টিকের ক্যারিব্যাগ হাওয়ায় উড়তে থাকে। কুকুর, কাক বর্জ্য মুখে করে নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। এই অব্যবস্থা দীর্ঘদিন চলে আসছিল। গত বুধবার জবরদখল উচ্ছেদ করার জন্য অভিযান চালায় প্রশাসন। বৃহস্পতিবার বর্জ্য তুলে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধানের দায়িত্বপ্রাপ্ত রাজা সিং বলেন, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চলছে। বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। বৃহস্পতিবার পাঞ্জিপাড়া বাজার সংলগ্ন এলাকায় আবর্জনা পরিষ্কার করা হয়েছে। এরপর ফেললে জরিমানা করা হবে। জাতীয় সড়কে সিসি ক্যামেরা আছে। সাফাইকর্মীরা সেখানে থাকেন। ট্রাফিক পুলিসও জাতীয় সড়কে নজরদারি চালায়। ফলে আমাদের নজর রাখতে আর অসুবিধা হবে না।