সংবাদদাতা, করণদিঘি: মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরেই ডালখোলা পুরসভায় সাফাই অভিযান শুরু জোর কদমে। পুরসভার বাজার সহ রাস্তাঘাট পরিস্কার করতে দেখা গেল বৃহস্পতিবার। রাস্তার পাশে বড় নিকাশিনালা পরিস্কারের কাজও শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার বলেন, আগেও নিকাশিনালা প্রতিনিয়ত সাফাই করা হত। কিছু ব্যবসায়ী নোংরা আবর্জনা ফেলে রাখতেন নিকাশিনালায়। বর্ষার শুরুতে পুরসভার কর্মীরা সাফাইয়ের কাজ শুরু করেছে। চেয়ারম্যান স্বদেশ জানান, পুরসভার সরকারি জমিতে অবৈধ নির্মাণ সহ জবরদখল করে দোকান তেরি করে ব্যবসা চলছে। তাদের প্রত্যেকই নোটিশ দেওয়া হয়েছে। মাইকিং করা হয়েছে দু’দিনের মধ্যেই সরকারি জমি খালি করে দিতে।
নাগরিক পরিষেবাতেও নজর দিয়েছে পুরসভা। পুরসভায় পানীয় জলের সমস্যা দূর করতেও উদ্যোগী হয়েছে প্রশাসন। দ্রুত গতিতে পাইপ লাইনের কাজ শুরু করার জন্য ঠিকাদার সংস্থার সঙ্গে আলোচনা করা হয়।