কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
রাষ্ট্রপতি বলেন, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের আর্থিক বৃদ্ধির বার্ষিক হার ৮ শতাংশ। গত ১০ বছরে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত। বিমান পরিষেবার বাজার নিয়ে রাষ্ট্রপতির বত্তব্য, ‘অন্তর্দেশীয় বিমান পরিষেবার তৃতীয় বৃহত্তম বাজার ভারত। ২০১৪ সালের এপ্রিলে ২০৯টি রুটে যাতায়াত করত বিভিন্ন সংস্থার বিমান। ২০২৪ সালের এপ্রিল মাসে রুটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৫। সরাসরি এর সুবিধা পেয়েছে টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলি।’ সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৬৬১ লক্ষের বেশি যাত্রী অন্তর্দেশীয় বিমানে যাতায়াত করেছেন। গত বছর একই সময় সেই সংখ্যাটা ছিল ৬৩৬ লক্ষ। বিমানবন্দরের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে বিমান সংখ্যাও। এভাবেই অন্তর্দেশীয় ক্ষেত্রে বিমান পরিষবার অন্যতম বাজার হয়ে উঠেছে ভারত।