কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
বুধবার শিক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার দুই কক্ষের সাংসদদের উদ্দেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পরই সম্ভবত সভা মুলতুবি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কাল, শুক্রবার পরীক্ষা দুর্নীতি নিয়ে বিবৃতি দিতে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তবে এই ইস্যুতে আরও একটি প্রশ্নে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে। তা হল, চরম বিতর্কের জেরে কি শেষমেশ দায়িত্ব থেকে সরতে হতে পারে ধর্মেন্দ্র প্রধানকে? যদিও এ ব্যাপারে প্রত্যাশিতভাবেই মুখে কুলুপ এঁটেছে শিক্ষামন্ত্রক। তবে প্রথম সারির এক বিজেপি এমপির কথায়, ‘বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এক্তিয়ারভুক্ত। আমাদের শুধু দেখে যাওয়া ছাড়া কিছু করার নেই।’ সরকারিভাবে মন্তব্য না করলেও শিক্ষামন্ত্রক সূত্রে অবশ্য এহেন জল্পনা স্পষ্টই উড়িয়ে দেওয়া হয়েছে।
মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ‘বিষয়টি চেপে না রেখে মুহূর্তের মধ্যে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। পরীক্ষা বাতিল করা হয়েছে। সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। এক রাতের মধ্যে তো সমাধান সম্ভব নয়।’ শিক্ষামন্ত্রক সূত্রে খবর, উল্লিখিত ইস্যুতে সারা দেশে মোট ১১০টি কারণ দর্শানোর নোটিস জারি করেছে কেন্দ্র। সব মিলিয়ে চরম তৎপর এনডিএ সরকার। মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, আগামী ৩০ জুনের মধ্যেই নিট-ইউজির সংশোধিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। কেন্দ্র-বিরোধিতায় অবশ্য ইতিমধ্যেই ময়দানে নেমেছে সর্বভারতীয় ছাত্র সংগঠনগুলি। বুধবার দিল্লির যন্তরমন্তরে পরীক্ষা দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে জেএনইউয়ের ছাত্র সংসদও।