ব্যবসায়ে যুক্ত হলে এই মুহূর্তে খুব একটা ভালো যাবে না। প্রেম প্রণয়ে বাধা। কারও সাথে ... বিশদ
১. এমআই এলইডি স্মার্ট টিভি ফোরএ (৩২ ইঞ্চি)
৩২ ইঞ্চির এই স্মার্ট টিভিটি এইচডি রেডি। শাওমির প্যাচওয়াল অপারেটিং সিস্টেম যুক্ত এই টিভিতে রয়েছে ১৩৬৬x৭৬৮ পিক্সেল ডিসপ্লে, ১০ ওয়াটের দু’টি স্পিকার, ওয়াইফাই ও ইন্টারনেট যুক্ত করার সুবিধা, ৬৪ বিট কোয়াড-কোর প্রসেসর, এক জিবি র্যাম ও ৮ জিবি স্টোরেজ। এতে ৩টি এইচডিএমআই ইনপুট ও ২টি ইউএসবি ইনপুট রয়েছে। সেট টপ বক্সের মাধ্যমে অনেক পরিষেবা দেয় টিভিটি। দাম ১৪ হাজার ৪৯৯ টাকা হলেও সংস্থার ওয়েবসাইটে এর উপর দু’হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
২. কোডাক এক্সস্মার্ট ৮০ সেমি এলইডি স্মার্ট টিভি
১৫ হাজার টাকা দামের মধ্যে এটিও একটি সেরা টিভি। ৩২ ইঞ্চির কোডাকের এই টিভির রেজ্যুলুশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল। এতে রয়েছে ২০ ওয়াট স্পিকার, ২টি করে এইচডিএমআই ও ইউএসবি ইনপুট, ওয়াইফাই কানেক্টিভিটি, ইউটিউব, নেটফ্লিক্স, ফেসবুক অ্যাপ। এই টিভির সঙ্গে স্মার্টফোনও কানেক্ট করা যাবে। অনলাইন সাইটগুলিতে এর দাম ১১ হাজার ৪৯৯ টাকা।
৩. থমসন বি-নাইন প্রো ৮০ সেমি এইচডি এলইডি স্মার্ট টিভি
এই স্মার্টটিভিটিতে একটি অ্যাপ স্টোর আছে। এতে ফোরকে ভিডিও-ও এইচডিতে চালানো যায়। ইমেল করা, অ্যাটাচমেন্ট ডাউনলোড, গেম খেলা-সবই করা যায় এটি থেকে। হটস্টার, ভিএলসি, নেটফ্লিক্স, ইউটিউবের মতো অ্যাপ ইনস্টল করা আছে। অ্যান্ড্রয়েড বেসড এই টিভিতে রয়েছে ২০ ওয়াটের স্পিকার, ৩টি এইচডিএমআই ও ২টি ইউএসবি ইনপুট। দাম অনলাইনে ১১ হাজার ৯৯৯ টাকা।
৪. এমআই এলইডি স্মার্ট টিভি ফোরসি প্রো (৩২ ইঞ্চি)
১৫ হাজার টাকা দামের মধ্যে এটি অন্যতম সেরা টিভি। ৩২ ইঞ্চির এই স্মার্ট টিভিটিও আগেরটির মতোই একটি এইচডি রেডি টিভি। শাওমির প্যাচওয়াল অপারেটিং সিস্টেম যুক্ত টিভিটিতে রয়েছে ১৩৬৬x৭৬৮ পিক্সেল এলইডি ডিসপ্লে, ওয়াইফাই ও ইন্টারনেট যুক্ত করার সুবিধা, ১০ ওয়াটের দু’টি স্পিকার, ৬৪ বিট কোয়াড-কোর প্রসেসর, এক জিবি র্যাম ও ৮ জিবি স্টোরেজ। রয়েছে ৩টি এইচডিএমআই ও ২টি ইউএসবি ইনপুটও। সেট টপ বক্সের মাধ্যমে অনেক পরিষেবা দেয় টিভিটি। এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা হলেও সংস্থার ওয়েবসাইটে দু’হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
৫. প্যানাসোনিক ৭০ সেমি (২৮ ইঞ্চি) এইচডি রেডি এলইডি টিভি
এটি একটি ১৩৬৬x৭৬৮ পিক্সেল ডিসপ্লের এইচডি রেডি রেজ্যুলুশন-এর এলইডি টিভি। এতে রয়েছে ২টি করে এইচডিএমআই ও ইউএসবি পোর্ট।
এর রিফ্রেশ রেট ১০০ হার্ত্জ। অনলাইনে টিভিটির দাম ১০ হাজার ৪০০ টাকার আশেপাশে। আসল দাম এর দ্বিগুণ।
৬. সোনি ৫৯.৯ সেমি (২৪ ইঞ্চি) এইচডি রেডি এলইডি টিভি
সোনির এই এইচডি রেডি টিভিতে ২টি এইচডিএমআই ও একটি ইউএসবি ইনপুট আছে। এতে রয়েছে ১৩৬৬x৭৬৮ পিক্সেল ডিসপ্লে, ২০ ওয়াটের স্পিকার, ডলবি ডিজিট্যাল সাউন্ড ও বৈদ্যুতিক গোলযোগ থেকে বাঁচার ব্যবস্থা। তবে নেটফ্লিক্স, ইউটিউব অ্যাপ নেই। এই টিভির ডিজাইন খুব সহজ-সরল। অনলাইনে এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা।
৭. স্যামসাং সিরিজ ৪ ৫৯ সেমি (২৪ ইঞ্চি) এইচডি রেডি এলইডি
স্যামসংয়ের ২৪ ইঞ্চির এই টিভিতে রয়েছে একটি এইচডিএমআই ও ইউএসবি ইনপুট, ১৩৬৬x৭৬৮ পিক্সেল এইচডি রেডি ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১০০ হার্ত্জ। ওয়াইফাই ও ডঙ্গেল সাপোর্ট করে না। অনলাইনে টিভিটির দাম ১২ হাজার ৫০০ টাকা।
৮. ভিইউ এলইডি ৩২ডি৬৪৭৫ স্মার্ট ৩২ ইঞ্চি এলইডি টিভি
এলইডি এইচডি-রেডি ৩২ ইঞ্চির এই টিভিটিতে রয়েছে ১৩৬৬x৭৬৮ পিক্সেল ডিসপ্লে, লিনাক্স অপারেটিং সিস্টেম, ১৬ ওয়াটের স্পিকার, ওয়াইফাই, ইন্টারনেট, ৩টি এইচডিএমআই ও ২টি ইউএসবি পোর্ট, থ্রিডি টিভির সুবিধা। নেটফ্লিক্স, ইউটিউব অ্যাপ ইনস্টল করা আছে। রয়েছে ৩ বছরের ওয়ার্যান্টিও। অনলাইনে এর দাম ১৪ হাজার ৪৯০ টাকা।