কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
টস জিতে রোহিত শর্মাকে ব্যাটিংয়ের আহ্বান জানাতে দেরি করেননি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তাঁর লক্ষ্য ছিল, তরতাজা পিচের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেওয়া। টপলে ও আর্চারের বিরুদ্ধে খেলতে সমস্যায়ও পড়ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে হিটম্যান কয়েকটা বল দেখেই চালাতে শুরু করেন। রানরেট যখন গতি পাচ্ছিল ঠিক তখনই টপলের বলে বোল্ড হন বিরাট (৯)। তার এক বল আগেই ছক্কা মেরেছিলেন তিনি। আরও আগ্রাসী হতে গিয়েই বিপদ ডাকেন। এবারের টি-২০ বিশ্বকাপে সাতটি ইনিংসে কোহলির সংগ্রহ মাত্র ৭৫, যা তাঁর নামের সঙ্গে বড়ই বেমানান।
রোহিত অবশ্য চেনা মেজাজেই ছিলেন। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন (৯২ রানের ঝোড়ো ইনিংস), সেখান থেকেই যেন শুরু করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে কিছু ক্ষেত্রে ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ স্থাপন করতে পারেননি হিটম্যানও। তবু পাওয়ার প্লে’তে দ্রুত রান তোলার জন্য ঝুঁকি নিয়েছেন ভারত অধিনায়ক। আসলে রোহিত জানতেন, যে কোনও সময় ফের বৃষ্টি নামতে পারে। সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়ম প্রয়োগ হবে। ওই পরিস্থিতিতে বোর্ডে কম রান থাকলে বাড়তি সুবিধা পেয়ে যাবে প্রতিপক্ষ। তাই প্রতিকূল পরিস্থিতিতেও চালিয়ে খেলেছেন তিনি।
কোহলি আউট হওয়ার পর রোহতি যখন হাল ধরার চেষ্টায়, ঠিক তখনই ফের ঝটকা। এবার স্যাম কারানের বলে আউট হন ঋষভ পন্থ (৪)। মিড উইকেট ফ্লিক করতে গিয়ে তিনি ধরা পড়েন বেয়ারস্টোর হাতে। পাওয়ার প্লে’তে ভারতের স্কোর ছিল ২ উইকেট ৪৬। এরপর সূর্যকে পাশে নিয়ে ফের রানের গতি বাড়ানোর চেষ্টা করেন রোহিত। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৭ রান করে আউট হন হিটম্যান। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়। কিছুক্ষণের মধ্যে সূর্যকুমারও ফেরেন ৩৬ বলে ৪৭ রান করে। দুই সেট ব্যাটম্যানের প্রস্থানে রানের গতি ফের কমে যায়। শেষ দিকে হার্দিক পান্ডিয়া (২৩), রবীন্দ্র জাদেজা (১৭) ও অক্ষর প্যাটেলের (১০) চেষ্টায় লড়াকু পুঁজি পেয়ে যায় ভারত। ইংল্যান্ড বোলারদের মধ্যে ক্রিস জর্ডান নেন ৩টি উইকেট।
জবাবে শুরুতেই ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। কিন্তু ১৫ বলে ২৩ রান করে তিনি ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। উইকেট পড়তে থাকে ঝড়ের বেগে। মাঝে হ্যারি ব্রুক (২৫) কিছুটা লড়াই করলেও অবস্থার বিশেষ পরিবর্তন ঘটেনি। লোয়ার অর্ডারে নেমে ২১ রান করেন জোফ্রা আর্চার। সেই সুবাদে একশোর গণ্ডি পেরোয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ১০৩ রানেই থমকে যায় তাদের ইনিংস। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। বুমরাহর শিকার দু’টি উইকেট।