কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
গত আইএলের সর্বাধিক গোলদাতা দিমিত্রিয়াসকে আগেই জালে তুলেছে ইস্ট বেঙ্গল। পাশাপাশি টুর্নামেন্টে সবচেয়ে বেশি অ্যাসিস্ট (১০ টি) রয়েছে তালালের। অন্যতম সেরা দুই বিদেশিকে ছিনিয়ে নেওয়ায় স্কোয়াড অনেকটাই শক্তিশালী হয়েছে। দিমিত্রি-তালাল যুগলবন্দিতে সোনা ফলানোর আশায় কুয়াদ্রাত-ব্রিগেড। এই প্রসঙ্গে দলের স্প্যানিশ কোচের মন্তব্য, ‘অ্যাসিস্ট ছাড়াও দারুণ গোল চেনে তালাল। আইএসএলের অন্যতম সেরা বিদেশিকে সই করানোর জন্য মরিয়া ছিল ম্যানেজমেন্ট। তালালের অন্তর্ভুক্তিতে আক্রমণভাগ আরও শক্তিশালী হবে।’ এদিকে, চলতি মরশুমে ইস্ট বেঙ্গলের অধিনায়ক নির্বাচিত হলেন ক্লেটন সিলভা। সহ-অধিনায়ক নাওরেম মহেশ সিং। রিজার্ভ দলের অধিনায়ক গোলরক্ষক আদিত্য পাত্র। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অন্যতম সহ-সভাপতি কল্যাণ মজুমদার অসুস্থ থাকায় এই সভা এদিন সম্পূর্ণ হয়নি।