কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
চোট ও খারাপ ফর্মের কারণে নেইমার, কাসেমিরো, রিচার্লিসনরা অনুপস্থিত। চলতি কোপায় ডোরিভালের বড় ভরসা ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু কোস্টারিকার বিরুদ্ধে হতাশ করেন তিনি। ব্রুনো গুইমারেজ ও পাকুয়েতার মুভমেন্ট শ্লথ। মাঝমাঠ থেকে পেনাল্টি বক্সে পৌঁছনোর সময় বেশি হওয়ায় নিজেদের গুছিয়ে নিয়েছে বিপক্ষ রক্ষণ। অনুরাগীদের আক্ষেপ, আদ্রিয়ানোর মানের স্ট্রাইকার থাকলেও হয়তো ফল অন্যরকম হতে পারত। পরিসংখ্যান বলছে, ৭৪ শতাংশ বলের দখল নিয়েও গোলের সামনে মাথা খুঁড়েছেন ফুটবলাররা। বিশেষজ্ঞদের ধারণা, ব্রাজিলকে রুখতে প্যারাগুয়েও একই রাস্তায় হাঁটবে। পাঁচ ডিফেন্ডারের প্রাচীরের উপর ‘ডাবল পিভট’ টপকানো পাকুয়েতাদের বড় চ্যালেঞ্জ।
কোস্টারিকার বিরুদ্ধে সুপার সাব স্যাভিনহো ও এনড্রিক নামার পর ঝাঁঝ বাড়ে ব্রাজিলের। জিরোনার এই উইঙ্গারকে প্রথম এগারোয় দেখা যেতেই পারে। পাশাপাশি দুই উইং ব্যাক ড্যানিলো ও আরানা সেভাবে ওভারল্যাপে আসেননি। ব্রাজিল কোচের হাতে ইয়ান কৌতোর মতো বিকল্প রয়েছেন। ব্রাজিলিয়ান মিডিয়ায় জোর গুঞ্জন, প্রথম একাদশে আসতে পারেন তিনি।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণে বৈচিত্র্য কম। ডেড বল মুভও খুবই সাধারণ। সাম্বার দেশে একটা সময় রবার্তো কার্লোস, রোনাল্ডিনহো, কাকার মতো ফ্রি-কিক বা কর্নার বিশেষজ্ঞ ছিলেন। ডোরিভালের হাতে টিমটিম করে জ্বলছেন রাফিনহা। অহংবোধে আঘাত লাগা ভিনিসিয়াসরা শনিবার প্যারাগুয়ের বিরুদ্ধে আদৌ জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই দেখার। এদিকে, বৃহস্পতিবার ভিনিসিয়াসদের সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করেন নেইমার। টিম ম্যানেজমেন্ট আশাবাদী দ্রুত ফিট হয়ে উঠবেন তিনি।
কোপায় দিনের অপর ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে কলম্বিয়া। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছেন হামেস রডরিগেজরা। শনিবার সেই ছন্দ ধরে রেখে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য তাঁদের।
কলম্বিয়া : কোস্টারিকা
(ভোর ৩-৩০ মিনিটে)
প্যারাগুয়ে : ব্রাজিল
(সকাল ৬-৩০ মিনিটে)