কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
ত্রিনিদাদের পিচে সুইং থাকায় ক্রিজে সহজে টিকতে পারেনি আফগান ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন তিনটি করে উইকেট নিয়েছেন জ্যানসেন এবং তাবরেজ শামসি। আর দু’টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং এনরিখ নোর্কিয়া। এরপর ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে মাত্র ৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। যার ফলে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠা অধরাই রয়ে গেল আফগানিস্তানের কাছে। অপরদিকে সেমিফাইনালের গন্ডি টপকে প্রথমবার আইসিসির কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠল প্রোটিয়ারা। টি-২০ বিশ্বকাপের ফাইনালে কাদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, তার উত্তর মিলবে আজ, বৃহস্পতিবার রাতে। কারণ এদিন দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।