কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ... বিশদ
তবে ডেনমার্ক ও স্লোভেনিয়ার অবস্থান নির্ণয় হয়েছে অদ্ভুত নিয়মে। দুই দলেরই পয়েন্ট তিন। গোল পার্থক্য সমান সমান। তাই দেখা হয়েছে ইউরো যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। সেখানেও দুই দলই এক গ্রুপে ছিল। কিন্তু ডেনমার্ক হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন ও স্লোভেনিয়া রানার্স। শেষ ষোলোয় অবশ্য কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে ড্যানিশদের। তাদের প্রতিপক্ষ জার্মানি। ইংল্যান্ড ও স্লোভেনিয়ার বিপক্ষ এখনও ঠিক হয়নি।
মঙ্গলবারও বিরক্তিকর ফুটবল উপহার দেয় ইংল্যান্ড। গোটা ম্যাচে পরিকল্পনা ও বোঝাপড়ার অভাব বারবার ফুটে উঠল। তুলনামূলক কম শক্তিশালী স্লোভেনিয়ার রক্ষণ কেবল একবারই ভাঙলেন জুড বেলিংহ্যাম, হ্যারি কেনরা। তবে ফিল ফোডেন অফ-সাইডে থাকায় সাকার গোল বাতিল হয়। স্বাভাবিকভাবেই কোচ সাউথগেটের দল নির্বাচন নিয়েও উঠছে একাধিক সওয়াল। লেফট ব্যাকে বিকল্প না থাকায় ভুগতে হয়েছে গ্রুপের ম্যাচে। নক-আউটের আগে যা চাপ বাড়াবে ইংল্যান্ড শিবিরে।
অন্যদিকে, শেষ ষোলোয় পৌঁছেও স্বস্তি নেই ডেনমার্কের। গ্রুপ লিগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আপত্তিকর ব্যানার দেখা গিয়েছিল ড্যানিশ গ্যালারিতে। সেই কারণে ১০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। এই পরিপ্রেক্ষিতে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তা এরিক ব্রোগার জানিয়েছেন, ‘কে বা কারা এই ব্যানার নিয়ে এসেছিল তার খোঁজ চলছে। কারণ, তাকে বা তাদেরকেই এই জরিমানার বিল ধরানো হবে।’