বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
রথেরহাট হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অপূর্ব রায় বন্ধুদের নিয়ে কালীপদ বাউলের জলপাই গাছ থেকে জলপাই পাড়তে গিয়েছিল। অভিযোগ, হঠাৎ করেই কালীপদ বাউলের দুই ছেলে জীবন বাউল এবং পরান বাউল দৌড়ে এসে তাকে টেনে হিঁচড়ে গাছ থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। গাছের নীচে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারধর করে। কপালেও আঘাত লাগে। কাঁদতে কাঁদতে অপূর্ব বাড়ি গিয়ে অসুস্থ অনুভব করে। সেটা দেখে পেয়ে পরিবারের লোকজন তাকে চূড়াভাণ্ডার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। চিকিৎসা করে বুধবার ময়নাগুড়ি থানায় অপূর্ব রায়ের বাবা ভবেশ রায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ভবেশ বলেন, দুপুরে হঠাৎ করে ছেলে বাড়িতে আসার পর অসুস্থ অনুভব করে। সেই সময় জানতে পারি, ছেলেকে মারধর করা হয়েছে। দ্রুত তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই।
রথের হাটহাই স্কুলের ক্রীড়া শিক্ষক প্রসন্ন বর্মন বলেন, একজন নাবালক ফল পেড়ে খাবে বলে তাকে মারধর করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করি। এটা অন্যায়। এদিকে অভিযুক্তদের বাবা বলেন, মারধরের কোনও ঘটনা ঘটেনি। তবে গাছ থেকে ওকে নামিয়ে দেওয়া হয়েছে। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে।
(অসুস্থ ছেলেকে নিয়ে থানায় বাবা। - নিজস্ব চিত্র। )