বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
ধোঁয়াশার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, মোট ৩০০টির বেশি বিমান দেরিতে চলছে। এর মধ্যে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত দিল্লিতে আসা ১১৫টি বিমান এবং দিল্লি থেকে অন্যান্য জায়গায় যাওয়া মোট ২২৬টি বিমানের সময় বদল করা হয়েছে। যদিও খারাপ আবহাওয়ার জেরেই সবকটি বিমানের সময় পরিবর্তন করা হয়েছে কি না, তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বুধবার সকালে কম দৃশ্যমানতা নিয়ে দিল্লি বিমানবন্দরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। দিল্লি বিমানবন্দর তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, “দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা কম। অনেক বিমানের সময় পরিবর্তন করা হয়েছে।”
প্রসঙ্গত, খারাপ আবহাওয়ার জেরে বুধবারও মোট ১০টি বিমানের গতিপথ বদল করা হয়। দিল্লি বিমান বন্দরে সকাল সাড়ে ৮টা নাগাদ ‘শূন্য দৃশ্যমানতার পরিস্থিতি তৈরি হয়। দিল্লিতে পরিস্থিতি মোকাবিলা করতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় পর্যায় বলবৎ রয়েছে। এর মধ্যে রয়েছে- বিশেষ গাড়ির সাহায্যে বাতাসে জল ছেটানো, রাস্তায় ঝাড়ু দেওয়া এবং নির্মাণস্থলগুলিতে ধুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা।