Bartaman Patrika
গল্পের পাতা
 

দেখা যায় না, শোনা যায় পুতুল বাড়ি
 

সমুদ্র বসু: আকর্ষণ, বিতর্ক, কৌতূহলের চিরন্তন কেন্দ্রবিন্দু অলৌকিক দুনিয়া। বিশ্বাসী-অবিশ্বাসী দুই শিবিরেরই এব্যাপারে আগ্রহ ষোলোআনা। তাই ভৌতিক সাহিত্য হোক বা সিনেমা, বাজারে কাটতি বরাবরই বেশি। আর কল্পনা থেকে যদি বাস্তবে সেই ছায়াজগতের বিন্দুমাত্র আভাস মেলে তাহলে তাঁকে ঘিরে উন্মাদনার শেষ নেই। তাই তো পরিত্যক্ত বাড়ি হোক কিংবা গভীর জঙ্গল— সময়ে অসময়ে তাঁকে নিয়ে নানা কাহিনির সৃষ্টি হয়। তবে আজকের কথা খোদ কলকাতার। যেখানে মানুষের সঙ্গে সহাবস্থান তেনাদের, অন্তত তেমনটাই বিশ্বাস একাংশের।
১৭, হরচন্দ্র মল্লিক লেন, আহিরীটোলা বললে না চিনলেও, পুতুলবাড়ি নামে চিনবে সকলেই। যেখানে অলৌকিক কাহিনি আর বঞ্চনার ইতিহাস মিলেমিশে একাকার। উত্তর কলকাতার এই বাড়ি নিয়ে প্যারানর্মাল প্রেমীদের মনে আগ্রহের খামতি নেই। সম্ভবত ১৮ শতকের শেষ কিংবা ১৯ শতকের শুরুতে রোমান শৈলীর এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে হেরিটেজ বিল্ডিংয়ের তকমা পেয়েছে এই বাড়ি। সময়ের ছাপ বাড়ির অঙ্গে প্রকট। তবে যতটা না ঐতিহ্য তাঁর চেয়েও বেশি অশরীরী থিওরি এই শতাব্দী প্রাচীন বাড়িকে বেশ পরিচিতি দিয়েছে। এই বাড়ির মাথায় একটি পুতুল দাঁড়িয়ে রয়েছে, এছাড়াও বাড়ির দোতলা ও ছাদজুড়ে রয়েছে বিচিত্র সব পুতুলের মূর্তি। সম্ভবত তাই ‘পুতুল বাড়ি’ নামকরণ। এছাড়াও দেওয়ালের ছবি, বাড়ির স্থাপত্যশৈলী ইত্যাদি লক্ষণীয়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর অবস্থা শোচনীয়। অযত্নের ছাপ স্পষ্ট বাড়ির প্রতিটি অংশে। আর সবকিছু মিলে বাড়ির অশরীরী হাওয়াকে যে বেশ গতি দিয়েছে তা বলাই বাহুল্য।
ইতিহাস থেকে জানা যায়, ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে পুরনো কলকাতায় নদীপথে যে পণ্য পরিবহণ হতো, তাঁর মধ্যে অন্যতম ছিল আহিরীটোলা ঘাট। ঘাট সংলগ্ন গুদাম ঘরে সেসব মালপত্র মজুত থাকত। তখন ঘাট সংলগ্ন এই বাড়িটি গুদামঘর হিসেবে ব্যবহার হতো। এরপর ১৮৬৯ সালে বৈকুণ্ঠ নট্ট এই বাড়ি ভাড়া নেন বিনোদনের জন্য। বর্তমানে বাড়িটিতে কয়েকঘর ভাড়াটে থাকেন, ভৌতিক সব মিথকে অগ্রাহ্য করেই। কারণ ভিটেছাড়া হওয়ার মতো আতঙ্ক আর কিছুতেই সম্ভবত নেই। কিন্তু এই বাড়ির সঙ্গে আজকের দিনে কীভাবে অলৌকিক তকমা জুড়ে গিয়েছে তা নিয়ে রয়েছে নানা মতামত।
ভূতে বিশ্বাসীদের মতে বাড়ির বারান্দায়, দোতলা বা তিনতলায় তাঁদের  আনাগোনা শুরু হয় সন্ধে নামলেই। এমনকী, ভরদুপুরেও নাকি পুতুলরূপী অতৃপ্ত আত্মাদের আনাগোনা প্রত্যক্ষ করেছে কেউ কেউ। লোকে বলে, মধ্যরাতে এই বাড়ি থেকে শোনা যায় কান্নার শব্দ। বাড়িতে অশরীরী ছায়ামূর্তির উপস্থিতিও টের পেয়েছেন কেউ কেউ। যদিও এই কেউ কেউ আসলে কারা, তা স্পষ্ট নয়। সবটাই শোনা কথা।
প্রচলিত জনশ্রুতি অনুযায়ী,  ১৯ শতকের গোড়ায় এই বাড়ির ধনী বাবুরা এই বাড়িতেই অত্যাচার থেকে খুনের মতো ঘৃণ্য অপরাধ চালাতেন। যদিও এগুলো ছিল বাবুদের মনোরঞ্জনের নামান্তর। দাসীদের কেউ প্রতিবাদ করায় তাঁদের মাশুল দিতে হতো নিজেদের জীবন দিয়ে। তাঁদের শব নাকি বাড়ির পিছনেই পুঁতে ফেলা হতো। আজও নাকি সেইসব অত্যাচারিত অতৃপ্ত আত্মাদের দীর্ঘশ্বাসে এই বাড়ির হাওয়া ভারী হয়ে থাকে। তাঁদেরই কান্না, উপস্থিতি রাত নামলেই টের পাওয়া যায় বলে দাবি অনেকের।
আবার অন্য এক কাহিনি অনুযায়ী একসময় এই বাড়ির মালিকের মেয়ের সংগ্রহে প্রচুর পুতুল ছিল। কিন্তু সেগুলি ছিল অভিশপ্ত, যাদের মধ্যে ছিল আত্মার বাস। বাড়ির মালিক সেগুলি ফেলে দিতে গেলে পরেরদিন বাড়ি থেকে নিজের স্ত্রী ও কন্যার মৃতদেহ উদ্ধার হয়। আর সেই অভিশপ্ত পুতুলগুলি নাকি এখনও বাড়ির তিনতলার ঘরে রয়েছে। সেই কারণেই নাকি তিনতলা বন্ধই থাকে সারাক্ষণ। ভাড়াটেরা থাকেন নীচের দুটি তলাতে। বাড়ির জরাজীর্ণ দশা, অলৌকিক গল্প, আলো আঁধারি পরিবেশ সব মিলে একটা অস্বস্তির চাদর যেন জড়িয়ে রেখেছে বাড়িটিকে। আর বাড়ির বাসিন্দারাও উপদ্রবে অতিষ্ঠ, তবে সেটা ভূতের নয় বরং  ভূতপ্রেমীদের। যদিও এখনও পর্যন্ত কেউ ভৌতিক অস্তিত্বের প্রমাণ দিতে পারেনি। কিন্তু তাঁতে বিন্দুমাত্র দমেননি তাঁরা। অনধিকার প্রবেশ আটকাতে বাড়ির গেটে ঝোলানো, ‘কঠোরভাবে প্রবেশ নিষেধ’-এর নোটিস। তাতে আরও লেখা রয়েছে, ‘এই বাড়ি নিয়ে প্রচলিত ভূত সংক্রান্ত তথ্যগুলি সম্পূর্ণ মিথ্যে।’ তথ্যও উৎসাহে ভাটা ফেলেনি। মূলত বাড়ির বাসিন্দাদের মতে সবটাই গুজব, তাই ভূতের দেখা না মিললেও অতি উৎসাহীরা তাঁদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাড়ির ভগ্নপ্রায়, আগাছাপূর্ণ ম্লান দশা ভৌতিক তত্ত্বতে সঙ্গত দিলেও দুঃখজনক যে সংস্কারের অভাবে ধীরে ধীরে পুরনো কলকাতার অংশ মুছে যাচ্ছে। অবহেলা অযত্নে হারিয়ে যাচ্ছে স্থাপত্য, ইতিহাস, সময়ের দলিল। যা একসময় ছিল বর্তমান আজ অস্তিত্ব হারিয়ে তা ভূত মান অতীত। তাই অশরীরী থাকুক না থাকুক অতীত গৌরবের ভূতে কলকাতা যে আক্রান্ত তা বলার অপেক্ষা রাখে না।
17th  March, 2024
সম্পর্ক
অর্পিতা সরকার

 

ওদের তিনতলা বাড়ি, বাবা সরকারি চাকুরে। সুস্মিতা ওর বাবা-মায়ের একমাত্র সন্তান। তারপরেও বাবার সাধারণ জীবনযাত্রার কারণেই স্কুল-কলেজে কখনও সেভাবে গর্ব করতে পারেনি সুস্মিতা। ওর বাবার মুখে একটাই কথা, ‘নিজে ইনকাম করো, তারপর বুঝবে রোজগার করতে কত কষ্ট করতে হয়। বিশদ

24th  March, 2024
তবু যেতে হয়

—কাজটা তালে ছেড়েই দিলি সুবি!
সুবি উত্তর দেয় না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। লাঙলপোতা গ্রামের ছোট্ট বাড়ির মাটির বারান্দার এক কোণে দাঁড়িয়ে পায়ের উপর পা ঘষে সুবিনয়। এ তার দীর্ঘ দিনের অভ্যেস। ঘরের ভিতরে তার শয্যাশায়ী মা অলকা। শুয়ে শুয়েই সান্ত্বনা দেন।
বিশদ

17th  March, 2024
গুরুদ্বার সিস গঞ্জ

দিল্লি দেখতে এসে চাঁদনী চক যাওয়া হবে না? তা কীভাবে হয়? অতএব দেশ ও বিদেশের পর্যটকদের অত্যন্ত প্রিয় ভ্রমণস্থল চাঁদনী চক।
বিশদ

17th  March, 2024
প্রস্থান
দীপারুণ ভট্টাচার্য

শববাহী গাড়িটা গেটের ভিতর ঢুকতেই অরুণবাবু চারপাশটা দেখলেন। বেঞ্চে পাশাপাশি বসে আছে তার ছেলে নীলাঞ্জন আর বউমা সুতপা। নীলাঞ্জন বড় চাকরি করে। সে ফোন পেয়েছিল অফিসে যাওয়ার পর। সুতপাকে বলেছিল, ‘বেরতে একটু সময় লাগবে। বিশদ

10th  March, 2024
গুপ্ত রাজধানী: জাহান আরার সমাধি
সমৃদ্ধ দত্ত

নভরোজ পরব চলছে। আগ্রা জুড়ে উৎসবের উচ্ছ্বাস। এখন ১৬৪৪। বাদশাহ শাহজাহানের আগ্রা দুর্গে সবথেকে বেশি উজ্জ্বল আয়োজন। স্বাভাবিক। প্রতি বছর নভরোজের সময় আগ্রা দুর্গ এভাবেই সেজে ওঠে। সম্রাটের পুত্রকন্যারা এই সময়টায় পরস্পরের সঙ্গে মিলিত হন। বিশদ

10th  March, 2024
অতীতের আয়না: বাঙালির সার্কাস
অমিতাভ পুরকায়স্থ

১৯২০ সালের ২০ মে। নিজের ‘গ্রেট বেঙ্গল সার্কাস’ নিয়ে সিঙ্গাপুরে ট্যুরে গিয়ে জন্ডিস হয়ে মারা গেলেন প্রিয়নাথ বসু। শুধু উপমহাদেশের সার্কাসের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও উৎকর্ষের নতুন মানদণ্ড ছাড়াও, বিনোদন শিল্প হিসেবে সার্কাসকে দৃঢ় ভিত দিয়ে গেলেন তিনি। বিশদ

10th  March, 2024
ভোগ
শুচিস্মিতা  দেব

পুতুলকে সদ্যই নিমতিতা থেকে ‘রায়চৌধুরী ভিলা’তে এনেছে তার পিসি সবিতা। সবিতা এই পরিবারের বহু দিনের থাকা-খাওয়ার মাসি। টিভি সিরিয়ালের মতো প্রকাণ্ড বাড়িখানা দেখে পেরথমেই ভেবলেছে পুতুল। ফুটবল মাঠের মতো বৈঠকখানা। বিশদ

03rd  March, 2024
রুপোর চাকু

আলমারিটা খুলতেই দাদার চোখ চলে গিয়েছিল। উপরের তাকে জামা কাপড়ের পাশে খালি জায়গায় শোয়ানো ছিল। বাজপাখির চোখ দাদার।
বিশদ

25th  February, 2024
অপরাজিতা
মীনাক্ষী সিংহ

জুনিয়র ডাক্তার সুমন সান্যাল জানিয়ে গেল অপারেশন থিয়েটার রেডি, এবার ডাঃ মিত্রকে যেতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠলেন সার্জেন মাধবিকা মিত্র। আজ একটা ক্রিটিক্যাল অপারেশন। বছর সতেরোর মেয়েটির মায়ের মুখ মনে পড়ল মাধবিকার। বিশদ

18th  February, 2024
গুপ্ত রাজধানী: লোধি গার্ডেন
সমৃদ্ধ দত্ত

মন খারাপ হয়েছে? চলে আসতে হবে লোদি গার্ডেনে। বান্ধবীকে আজই বলতে হবে মনের কথা? গন্তব্য লোধি গার্ডেন। এই কি শেষ দেখা? দু’জনের পথ দু’দিকে বেঁকে যাবে? লোদি গার্ডেন সাক্ষী থাকুক। সুগার বেড়েছে। ডক্টর লুথরিয়া বলেছেন, এখনই ওষুধ শুরু করতে হবে না। আগে হাঁটুন। বিশদ

18th  February, 2024
আজও রহস্য: অভিশপ্ত সৈকত
সমুদ্র বসু

সমুদ্র আর মানুষের মধ্যে সম্পর্ক বরাবরই রোমান্টিক। দিগন্ত প্রসারিত বিশাল নীল জলরাশি হোক বা বালিময় প্রসারিত প্রান্তর,  একঘেয়ে না হয়ে আসা সমুদ্র অনেকেরই সর্বপ্রথম পছন্দের গন্তব্য। প্রতিবারই নতুনভাবে নিজেকে ধরা দেয় সমুদ্র। কিন্তু সেই সুন্দরও কখনও ভয়ঙ্করও হয়ে উঠতে পারে। বিশদ

18th  February, 2024
পিছুডাক
শ্যামলী আচার্য

হাতের মোবাইলে সময় দেখি। আটটা সাতচল্লিশ। লোকাল আসতে আরও দশ মিনিট। পা চালিয়ে হাঁটলে আমার স্টেশনে পৌঁছতে ঠিক আট মিনিট। এই সময় এক-একটা সেকেন্ড সোনার চেয়ে দামি। এই লোকালটায় উঠতে না পারলে পরের ট্রেন মারাত্মক ভিড়, তারপর আবার পাক্কা পঁয়তাল্লিশ মিনিট স্টেশনে ঠায় দাঁড়িয়ে থাকা। বিশদ

11th  February, 2024
সাইকেল চোর
ধ্রুব মুখোপাধ্যায়

‘থাবড়িয়ে গাল লাল করে দেব নেতাই। সত্যিটা বল।’ সদাহাস্যপুর থানার দারোগা লাঠি পাকিয়ে, চোখ রাঙিয়ে বললেও নেতাই নির্বিকার। উল্টে, সামনের দাঁতবিহীন মাড়ির ফাঁকে জিভটাকে কিছুটা বের করে ফিক করে হেসে বলল, ‘মা কালীর দিব্যি, উ সাইকেলটোকে আমি চুরি করি লাই। বিশদ

04th  February, 2024
খায়রুল মঞ্জিল

গায়িকা ও নর্তকী তো অনেক আছেন। কিন্তু রূপমতীর মতো কেউ নেই। তাই মালওয়ার সুলতান মিয়াঁ বায়াজিদ বাজ বাহাদুর খান রূপমতীর প্রেমে আকুল। শেষ শাহের অধীনে থাকা এক সুবেদারের পুত্র বাজ বাহাদুর নিজেও যথেষ্ট দক্ষ যোদ্ধা।
বিশদ

28th  January, 2024
একনজরে
শুধু ভারত নয়, বিশ্বের দরবারে ধনেখালির পরিচিতি তাঁতের শাড়ির জন্য। তবে এখন আর ধনেখালিতে হাতে টানা তাঁতের মাকুর ঠক ঠক শব্দ সেভাবে শুনতে পাওয়া যায় ...

লোকসভা ভোটের আগে যেনতেন প্রকারে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করাই বিজেপির কৌশল। সেই লক্ষ্যে  ভূপতিনগর থানার ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচবজরী গ্রামে সালিশি সভা বসিয়ে তৃণমূল কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল বিজেপির লোকজনের বিরুদ্ধে ...

বাল্টিমোর ব্রিজ দুর্ঘটনায় ভারতীয় নাবিকদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সময়ে উদ্ধারকাজ শেষ করায় স্থানীয় প্রশাসনেরও প্রশংসা করেছেন তিনি। মঙ্গলবার পণ্যবাহী ...

চোটের কারণে দলে ছিলেন না লায়োনেল মেসি। পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। তা সত্ত্বেও কোস্টারিকার বিরুদ্ধে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্তিনা। মঙ্গলবার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গৃহে শুভকর্মের প্রস্তুতি ও ব্যস্ততা। হস্তশিল্পীদের নৈপুণ্য ও প্রতিভার বিকাশে আয় বৃদ্ধি। বিদ্যায় উন্নতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৮: রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির জন্ম
১৯২৬: ক্রিকেটার পলি উমরিগড়ের জন্ম
১৯৩০: কনস্টান্টিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আঙ্কারা করা হয়
১৯৩০: বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীতশিল্পী মীরা বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৪১: কলকাতা থেকে মহানিষ্ক্রমণের পর নেতাজি সুভাষচন্দ্র বার্লিন পৌঁছালেন
১৯৪২: রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন
১৯৫৪: অভিনেত্রী মুনমুন সেনের জন্ম
১৯৭৫: অভিনেতা অক্ষয় খান্নার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৬ টাকা ৮৩.৯৫ টাকা
পাউন্ড ১০৩.৯১ টাকা ১০৬.৫৪ টাকা
ইউরো ৮৯.০৮ টাকা ৯১.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬৬,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬৭,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৩,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৪,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৪,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ চৈত্র, ১৪৩০, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪। তৃতীয়া ৩৩/২১ রাত্রি ৬/৫৭। স্বাতী নক্ষত্র ৩২/৩৪ রাত্রি ৬/৩৮। সূর্যোদয় ৫/৩৬/৪৮, সূর্যাস্ত ৫/৪৬/৪৮। অমৃতযোগ রাত্রি ১২/৫২ গতে ৩/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১০/২৮ গতে ১২/৫৫ মধ্যে। বারবেলা ২/৪৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪১ গতে ১/১১ মধ্যে। 
১৪ চৈত্র, ১৪৩০, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪। তৃতীয়া অপরাহ্ন ৪/৩৬। স্বাতী নক্ষত্র অপরাহ্ন ৪/৪৩। সূর্যোদয় ৫/৩৯, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ রাত্রি ১২/৪৬ গতে ৩/৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/২২ গতে ১২/৫২ মধ্যে। কালবেলা ২/৪৫ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/১২ মধ্যে। 
১৭ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: দিল্লিকে ১২ রানে হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান

11:38:34 PM

আইপিএল: ৯ রানে আউট অভিষেক, দিল্লি ১২২/৫ (১৫.৩ ওভার), টার্গেট ১৮৬

11:13:01 PM

আইপিএল: ২৮ রানে আউট পন্থ, দিল্লি ১০৫/৪ (১৩.১ ওভার), টার্গেট ১৮৬

11:02:01 PM

আইপিএল: ৪৯ রানে আউট ওয়ার্নার, দিল্লি ৯৭/৩ (১১.২ ওভার), টার্গেট ১৮৬

10:49:56 PM

আইপিএল: দিল্লি ৭৩/২ (৮ ওভার), টার্গেট ১৮৬

10:36:51 PM

আইপিএল: ০ রানে আউট রিকি, দিল্লি ৩০/২ (৩.৪ ওভার), টার্গেট ১৮৬

10:13:27 PM