Bartaman Patrika
বিকিকিনি
 

 টু  ক  রো  খ ব র

পত্রভারতী-তে অভিনেতা ভাস্বরের নতুন বই
• নারীদিবসে এক নারীর জীবনকথার প্রকাশ দেখল সাহিত্যমহল। ৮ মার্চ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর এই দিনটিকেই বেছে নেওয়া হল ভাস্বরের নতুন বই প্রকাশের দিন হিসেবে। দুই মলাটের মধ্যে এই নারীর জীবনসংগ্রামের আধারে লেখা উপন্যাস ‘আলিয়া’ প্রকাশিত হল স্টার মার্কে। প্রকাশক পত্রভারতী। বাংলা লেখালিখির জগতে ভাস্বর এসেছেন কয়েক বছর হল। এর মধ্যেই কাশ্মীর আবহে লেখা ‘অন্য উপত্যকা’, ‘মহারানি দিদ্দা’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। নতুন বই আলিয়া নিয়েও আশাবাদী প্রকাশক ও লেখক। পত্রভারতীর কর্ণধার ও বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলা সাহিত্যে ভাস্বরের মতো লেখকের প্রয়োজনীয়তা আছে। এই বইটির গদ্যভাষা, বিষয় ও লিখনশৈলী পাঠকের সমাদর পাবে বলেই আমি আশাবাদী।’ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখকের অশীতিপর বাবা, নাট্যব্যক্তিত্ব পৌলোমী বসু, অভিনেত্রী অনসূয়া মজুমদার, অভিনেত্রী অঞ্জনা বসু, অভিনেতা বিশ্বনাথ বসু প্রমুখ। বইপ্রকাশের মঞ্চেই পালন হয় লেখকের জন্মদিন।

তাজ বেঙ্গল-এ শিল্পে নারীশক্তির চর্চা
• আন্তর্জাতিক নারী দিবসে মেয়েদের শিল্পকলাকে স্বীকৃতি দিতে এগিয়ে এসেছিল তাজ বেঙ্গল, কলকাতা। ‘উইমেন ইন আর্ট’ শীর্ষক এই প্রদর্শনীতে নারীর সৃজনশীলতা, শক্তি ও শিল্পীর দৃষ্টিভঙ্গিকে এক সুতোয় গেঁথে দর্শকের সঙ্গে তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য। বিভিন্ন ছবি, ভাস্কর্য, কাঁথাকাজ, ফোটোগ্রাফির মধ্যে নানা ক্ষেত্রে নারীশক্তির বিচ্ছুরণ ঘটেছে। ভারতীয় ঘরানার শিল্পে দেশীয় নারীই যখন শিল্পের বিষয়, তখন তাকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে তা দেখতেই ভিড় জমিয়েছিলেন দর্শকরা। পদ্মশ্রী খেতাব পাওয়া কাঁথাশিল্পী প্রীতিকণা গোস্বামী, চিত্রপরিচালক অনিকেত মিত্র, সেরামিক শিল্পী পার্থ দাশগুপ্ত, আন্তর্জাতিক চিত্রগ্রাহক সৌম্য খান্ডেলওয়াল সহ ২০ জন শিল্পীর সৃষ্টি ঠাঁই পেয়েছিল প্রদর্শনীতে। গত ৬-১৪ মার্চ পর্যন্ত চলে এই প্রদর্শনী। তাজ বেঙ্গল হোটেলের জেনারেল ম্যানেজার অর্ণব চট্টোপাধ্যায় জানান,‘শিল্পে মহিলাদের অনুদান কতখানি,  শিল্পের বিষয় হিসেবে তাঁদের ভূমিকা কতখানি এটা এই প্রদর্শনীর মাধ্যমে বোঝাতে পেরে আমরা অভিভূত।’

ক্রোমা কালেকশন আনল ওবিটি
• দিল্লিতে সাফল্যের পর ‘ক্রোমা পিপল’ কালেকশন এবার কলকাতায়। সৌজন্যে ওবিটি কার্পেট। এই নয়া কালেকশনের হাত ধরে গৃহস্থের অন্দরসাজে আরও একটু রঙের ছোঁয়া বাড়বে বলেই আশা সংস্থার। রঙের প্যালেটে উজ্জ্বল যত রং, তাদের জীবনের রঙের সঙ্গে মিশিয়ে দিতেই সংস্থার এমন উদ্যোগ বলে জানিয়েছেন ওবিটি কার্পেটের চেয়ারম্যান রুদ্র চট্টোপাধ্যায়। অতিথি আপ্যায়ন হোক, বা ঘর সাজানো— একটু ঝলমলে রং দেখলে মন ভালো হয় অচিরেই। তাই সবুজ, হলুদ, লাল ও নীল এই চার রঙের উপর আস্থা রেখেছে সংস্থা। সংস্থার সিইও অ্যাঞ্জেলিক ধামা জানান, ‘কলকাতার মানুষ আবেগপ্রবণ,  তাঁদের যাপনে রঙের উপস্থিতিও বেশি। তাই অন্দরসাজেও এই কালেকশন তাঁদের মন কাড়বে।’

ব্লু স্টার-এর প্রিমিয়াম মডেল এসি
ব্লু স্টার বাজারজাত করল রুম এসির নতুন সম্ভার। ইনভার্টার, ফিক্সড স্পিড ও উইন্ডো এসির একশোরও বেশি নতুন মডেল এনেছে তারা। ইনভার্টার স্প্লিট এসি সেগমেন্টে তিনটে বিভাগ এনেছে সংস্থা। যার মধ্যে আছে ২ স্টার, ৩ স্টার ও ৫ স্টার এসি-র ফ্ল্যাগশিপ, প্রিমিয়াম ও সাশ্রয়কর সম্ভার। পাওয়া যাচ্ছে .৮ থেকে ২.২ টনে। দাম শুরু ২৯,৯৯০ টাকা থেকে।
নতুন এসিগুলোর মধ্যে রয়েছে ‘এআই প্রো’ ফিচার। এর মাধ্যমে এসি নিজে থেকেই ঘরের লোকসংখ্যা অনুযায়ী ঠান্ডা করার ক্ষমতা বাড়াতে বা কমাতে পারবে। এছাড়াও দ্রুত ঠান্ডা করার জন্যে টার্বো কুল ফিচারটিও রয়েছে। আরও আছে কনভার্টেবল সিক্স ইন ওয়ান কুলিং ফিচার, যাতে ক্রেতারাও ঠান্ডা করার ক্ষমতা বাড়াতে বা কমাতে পারেন। ইন্ডোর ও আউটডোর ইউনিটের জন্য আছে ন্যানো ব্লু প্রোটেক্ট টেকনোলজি ও হাইড্রোফিলিক ব্লু ফিন কোটিং। এছাড়াও সুপার এনার্জি এফিশিয়েন্ট এসি, হেভি ডিউটি এসি, স্মার্ট ওয়াইফাই এসি, হট অ্যান্ড কোল্ড এসি ইত্যাদিও পাবেন এই সংস্থায়। 
সল্টলেকে 

আর্ট ফেয়ার
• রাজ্যের ১০০ শিল্পীকে নিয়ে সল্টলেকের ঐকতানে সম্প্রতি হয়ে গেল অ্যাফোর্ডেবল আর্ট ফেয়ার। উদ্বোধনে ছিলেন চীনা কনসাল জেনারেল কিন ইয়ং এবং তত্ত্বাবধায়ক মল্লিকা চন্দ। শিল্পীরা ২০০০-এরও বেশি সৃষ্টি নিয়ে এসেছিলেন। ছবি থেকে ভাস্কর্য— আর্ট ফেয়ার-এ সবই ছিল। মল্লিকা চন্দ বলেন, ‘সকল শিল্পীর কাছে পৌঁছতেই এই উদ্যোগ। আমরা জানি যে কোনও শিল্পসৃষ্টি মানুষকে অনুপ্রেরণা দেয়, চিন্তাশক্তি বাড়ায়, বিভিন্ন সম্প্রদায়কে এক ছাতার তলায় নিয়ে আসে। অনেক সম্ভাবনাময় শিল্পীকে সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।’ সত্যব্রত কর্মকার, নূর আলি, ইন্দ্রজিৎ নারায়ণ, বাপ্পা ভৌমিক, জয়দেব বালার মতো চিত্রশিল্পী এবং চন্দন ভাণ্ডারি এবং শিখা চট্টোপাধ্যায়ের মতো ভাস্করের কাজ ছিল এই আর্ট ফেয়ার-এ।

অপো-র নতুন স্মার্টফোন
• অপো ইন্ডিয়া দু’টি স্টোরেজ ভেরিয়্যান্টে নিয়ে এসেছে ফাইভ জি স্মার্টফোন এফ টুয়েন্টিভাইভ প্রো। ১২৮ জিবি মেমরিসম্পন্ন স্মার্টফোনটির দাম ২৩,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি মেমরি সম্পন্ন স্মার্টফোনটির দাম পড়ছে ২৫,৯৯৯ টাকা। লাভা রেড রঙে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ট্রিপল ক্যামেরা, ফোর কে ভিডিও রেকর্ডিং , ৬.৭ বর্ডারবিহীন অ্যামোলেড ডিসপ্লে সহ ৬৭ওয়াট ৫০০০ এমএএইচ-এর দ্রুত চার্জ করা যায় এমন ব্যাটারি রয়েছে নতুন স্মার্টফোনগুলিতে। সংস্থার প্রোডাক্ট কমিউনিকেশনস ডিরেক্টর স্যাভলো ডিসুজা বলেন, ‘যারা নিজের স্মার্টফোনে দুর্দান্ত এবং শক্তিশালী আপগ্রেড চান, তাঁদের জন্যই এই ফোন।’  

গোদরেজ প্রফেশনাল-এর বোটোস্মুদ
• সম্প্রতি গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (জিসিপিএল)-এর তরফে গোদরেজ প্রফেশনাল নিয়ে এসেছে প্রফেশনাল হেয়ার বোটক্স ট্রিটমেন্ট বোটোস্মুদ। ক্রেতারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্যালোঁতে এগুলি পাবেন। বোটক্স ট্রিটমেন্ট দেখানোর জন্য এরা একটি হেয়ার শো আয়োজন করেছিল। সেখানে গোটা রাজ্য থেকে ১০০ জনেরও বেশি স্যালোনিস্ট এবং স্টাইলিস্ট অংশগ্রহণ করেছিলেন। বোটোস্মুদ একটি আধুনিক ট্রিটমেন্ট যা সব ধরনের চুলের পুনরুজ্জীবনে সাহায্য করে। সংস্থার দাবি, ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই এই প্রোডাক্ট চুল অত্যন্ত নরম এবং ফ্রিজ ফ্রি করতে পারে। সংস্থার জেনারেল ম্যানেজার অভিনব গ্রান্ধি বলেন, ‘বোটোস্মুদ একটি উচ্চতর ফর্মুলেশন যা ফর্মালডিহাইড থেকে মুক্ত।’ মসৃণ, দীর্ঘস্থায়ী চুলের উপযোগী। হেয়ার শো-তে হাজির ছিলেন আন্তর্জাতিক হেয়ার এক্সপার্ট ফিলিপ রাবেলো এবং গোদরেজ প্রফেশনালের বোটোস্মুদ ও কেরাস্মুদ অ্যাম্বাসাডর নজিবুর রেহমান।

সুশ্রী বুটিকের প্রদর্শনী
• বসন্তের উৎসবে মেতে উঠেছে সল্টলেকের বুটিক ‘সুশ্রী’। ১৬ থেকে ২০ মার্চ এখানে চলবে বিশেষ প্রদর্শনী। শাড়িতে সেলাই, প্যাচওয়ার্ক নকশা, মিক্স অ্যান্ড ম্যাচ ডিজাইন পাবেন। এছাড়াও পাবেন নানা ধরনের নকশা করা সালোয়ার কামিজ। কাঁথা কাজ, গুজরাতি কাজ, ব্লক প্রিন্ট সবই পাবেন তাতে। রয়েছে শর্ট কুর্তি, টপ, স্কার্ট, র‌্যাপ অ্যারাউন্ড ইত্যাদিও। বিকেল ৪টে থেকে সন্ধে ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।
 
16th  March, 2024
গৃহকোণে থাক বাঙালিয়ানা

বর্ষবরণের প্রস্তুতি তুঙ্গে। নতুন পোশাক থেকে শুরু করে ঘরের টুকিটাকি সামগ্রী, তালিকা মিলিয়ে চৈত্র সেলে বাজার সেরে ফেলেছেন অনেকেই। কেউ কেউ অপেক্ষা করছেন আজ, দিনভর শেষ মুহূর্তের ‘ফিনিশিং টাচ’-এর! বাঙালির  নিজস্ব  সংস্কৃতির এই উৎসব বড় প্রাণের। তাই ঘর সাজানোর রীতিটিও বেশ প্রাচীন। 
বিশদ

13th  April, 2024
ওপার বাংলায় নববর্ষ

বাংলাদেশে কেমন করে উদ্‌যা঩পিত হয় পয়লা বৈশাখ? ঘুরে এসে বর্ণনায় তাপস কাঁড়ার। বিশদ

13th  April, 2024
 টু  ক  রো  খ ব র

বাজারে আসছে হ্যাভেলস ইন্ডিয়ার লয়েড স্টেলার এয়ার কন্ডিশনার। লয়েড এয়ার কন্ডিশনার তাদের প্রথম ডিজাইনার রেঞ্জের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়কে একসঙ্গে প্রথমবার একটি বিজ্ঞাপনে নিয়ে এসেছে।
বিশদ

13th  April, 2024
ঘুরে আসুন উইকএন্ডে

ইদ থেকে যদি ছুটি পান তাহলে চলুন যাই তাকদা। দার্জিলিং থেকে মাত্র ঘণ্টা দেড়-দুইয়ের ড্রাইভ। নিরিবিলি, নিস্তরঙ্গ এই গ্রামে কয়েকটা দিন আরামে কেটে যাবে। চারদিকে যত দূর চোখ যায় চা বাগানের বিস্তার।
বিশদ

06th  April, 2024
 টু  ক  রো  খ ব র

বৈশাখের প্রাক্কালে গোটা চৈত্র মাস জুড়েই বাঙালির কেনাকাটার মরশুম। জেলা থেকে শহর সর্বত্রই দোকানে দোকানে ভিড়। হাওড়া ময়দান মেট্রোর কাছে নির্ভরযোগ্য বস্ত্রবিপণি রীতা শাড়ি অ্যান্ড গার্মেন্টসও এই কেনাকাটার উৎসবে সেজে ওঠে।
বিশদ

06th  April, 2024
প্রকৃতির সুর বাজে কালিম্পঙে

কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত শোভা অথবা লাল নীল হলুদ অর্কিডের বাহার— যে সৌন্দর্যেই মাততে চান, কালিম্পঙে তা ষোলো আনা সম্ভব। বর্ণনায় মধুছন্দা মিত্র ঘোষ। বিশদ

30th  March, 2024
 টুকরো  খবর

ভারতের নির্ভরযোগ্য বৈদ্যুতিন সামগ্রীর ব্র্যান্ড এলজি ইলেকট্রনিক্স নিয়ে এল এলজি মুডআপ  রেফ্রিজারেটর। ফ্যাশন ডিজাইনার গৌরী ও নয়নিকার উপস্থিতিতে এই নতুন মডেলটি প্রকাশ্যে আনল সংস্থা। বিশদ

30th  March, 2024
রং খেলায় সাবধানতা

দোলের দিনে কীভাবে যত্ন নেবেন নিজের? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখলেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

23rd  March, 2024
 টু  ক  রো  খ ব র

আইটিসি লিমিটেডের ইনস্ট্যান্ট নুডল ও পাস্তা ব্র্যান্ড সানফিস্ট ইপ্পি শুরু করেছে ‘ইপ্পি বেটার ওয়ার্ল্ড: ক্রিয়েট ম্যাজিক’ নামে এক নতুন উদ্যোগ। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ। বিশদ

23rd  March, 2024
পুরাণের গল্পে সমৃদ্ধ  সীতামারি

পৌরাণিক গল্প আর নৈসর্গিক দৃশ্যে মোড়া সীতামারি। ঘুরে এসে বর্ণনায় তনুশ্রী কাঞ্জিলাল মাশ্চরক। বিশদ

16th  March, 2024
মাইক্রো আভেন কখন বারণ?

কোন কোন খাবার কীভাবে কখন আভেনে দিলে ক্ষতির পাল্লা কমবে? রইল পরামর্শ। লিখছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

09th  March, 2024
মনমাতানো বেলপাহাড়ির পথে 

 শাল পিয়ালের বন, সেসব ঘিরে উঁচু নিচু টিলা আর মহুয়ার জঙ্গল। এই নিয়েই বেলপাহাড়ি। ঘুরে এসে লিখলেন অরিন্দম ঘোষ। বিশদ

09th  March, 2024
পানেসর আর্ট গ্যালারিতে জীবনের কথা তুলিতে
 

জীবনের নানা অনুভূতির মোচড়। শিল্পী বিশ্বরূপ চৌধুরী এর নাম রেখেছেন ‘প্লাস্টিসিটি অব লাইফ’। সাদা-কালো ছবিতে সেখানে কোথাও ধরা পড়েছে বিমূর্ত মানবজীবন। মানুষে মানুষে সাহায্য, দ্বন্দ্ব, আনন্দ বেদনা ফুটে উঠেছে ৩৩টি ছবির মধ্যে দিয়ে। বিশদ

09th  March, 2024
রি-সাইটেসনের ছন্দে গণেশ হালুই

বাংলাদেশের জামালপুর অঞ্চলে শৈশব কাটে বিশিষ্ট প্রবীণ শিল্পী গণেশ হালুইয়ের। তখনই ছবি আঁকার হাতেখড়ি হয়েছিল স্কুলের আঁকার মাস্টারমশাই গফুর মিঞার কাছে। সেই শুরু। তারপর ষাট বছর ধরে ছবিকেই আঁকড়ে ধরেছেন শিল্পী। রৈখিক প্রয়োগের মাধ্যমে প্রকৃতি ও আকৃতি নির্মাণ এই শিল্পীর আজীবনের প্যাশন। বিশদ

09th  March, 2024
একনজরে
রাজ্য ও রাজ্যপালের সংঘাতে মধ্যস্থতা করতে ইউজিসি প্রাক্তন চেয়ারম্যান, নিয়েপা’র অধ্যাপক এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রাক্তন ভাইস চেয়ারম্যানদের নিয়ে নাগরিক কমিশন গঠিত হল। ...

দেশজুড়ে আদর্শ নির্বচনী আচরণবিধি চলছে। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ওই দিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট। কিন্তু বিতর্ক বেঁধেছে আবাস যোজনার ফর্ম পূরণকে কেন্দ্র করে। ...

নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব ভুলে তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে জেতাতে হবে বলে তৃণমূল নেতাদের সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হলদিয়ায় একটি হোটেলে তমলুক লোকসভার ...

একদিকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেশব মহারাজরা। মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে স্পিনারদের লড়াই আকর্ষণীয় ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্ম বা গৃহক্ষেত্রে অশান্তি মনঃকষ্ট হতে পারে। পেশাদারী কর্মে সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কণ্ঠ দিবস
হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে
১৮৫০:  মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসোর মৃত্যু
১৮৫৩: প্রথম ট্রেন চলল সাবেক বোম্বাইয়ের ভিক্টোরিয়া থেকে থানে পর্যন্ত
১৮৬৭: উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইটের জন্ম
১৮৮৯: অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্ম
১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
১৯৫১: লেখক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু
১৯৬৬: শিল্পী নন্দলাল বসুর মৃত্যু
১৯৭৮: অভিনেত্রী লারা দত্তর জন্
১৯৮৭: বিশিষ্ট অভিনেতা বিকাশ রায়ের মৃত্যু
২০২১: পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকির মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৭ টাকা ৮৪.০৬ টাকা
পাউন্ড ১০২.৭৫ টাকা ১০৫.৩৮ টাকা
ইউরো ৮৭.৭৪ টাকা ৯০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী ২০/১৫ দিবা ১/২৫। পুষ্যা নক্ষত্র ৫৯/৫৩ শেষ রাত্রি ৫/১৬। সূর্যোদয় ৫/১৯/২৪, সূর্যাস্ত ৫/৫৩/৩২। অমৃতযোগ দিবা ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। রাত্রি ৬/৪০ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/৩০ গতে ৩/১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৮ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৫ মধ্যে। কালরাত্রি ৭/১৯ গতে ৮/৪৫ মধ্যে। 
৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী অপরাহ্ন ৪/২৮। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/২৩। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৫/৫৫। অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৯ মধ্যে ও ১/১২ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৬ মধ্যে। 
৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: কেকেআরকে ২ উইকেটে হারাল রাজস্থান

11:51:57 PM

আইপিএল: ৫৫ বলে সেঞ্চুরি বাটলারের, রাজস্থান ২২১/৮ (১৯.২ ওভার), টার্গেট ২২৪

11:37:08 PM

আইপিএল: ০ রানে আউট বোল্ট, রাজস্থান ১৮৬/ ৮(১৭.৩ ওভার), টার্গেট ২২৪

11:27:00 PM

আইপিএল: ২৬ রানে আউট পাওয়াল, রাজস্থান ১৭৮/৭(১৬.৫ ওভার), টার্গেট ২২৪

11:19:00 PM

আইপিএল: ৩৬ বলে হাফসেঞ্চুরি বাটলারের, রাজস্থান ১৩৬/৬ (১৪.৩ ওভার), টার্গেট ২২৪ (বিপক্ষ কেকেআর)

11:18:52 PM

আইপিএল: ০ রানে আউট হেটমায়ার, রাজস্থান ১২১/৬ (১২.২ ওভার), টার্গেট ২২৪ (বিপক্ষ কেকেআর)

11:04:22 PM