ব্যবসার গতি ও বেচাকেনার সঙ্গে লাভও বাড়বে। মানসিক অস্থিরতা থাকবে। শত্রু সংখ্যা বাড়বে। ... বিশদ
দ্বীপ পুনরুদ্ধারের দাবির প্রসঙ্গে সাংবাদিকদের দেবানন্দ বলেন, ‘আর কিছুদিন পরই ভারতে সাধারণ নির্বাচন। এই আবহে কাচাথিভু নিয়ে এই ধরনের দাবি আর পাল্টা দাবি অস্বাভাবিক কিছু নয়।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ভারত নিজের স্বার্থসিদ্ধির জন্য এমনটা করছে। সংশ্লিষ্ট অঞ্চলে শ্রীলঙ্কার মৎস্যজীবীদের প্রবেশ আটকাতে এই পদক্ষেপ।’
শ্রীলঙ্কার মৎস্যমন্ত্রী জানান, ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী দুই দেশের মৎস্যজীবীরাই এর জলসীমায় মাছ ধরতে পারতেন। তবে ১৯৭৬ সালে চুক্তি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিতে দুই তরফেই মাছ ধরা নিষিদ্ধ করা হয়। দেবানন্দের আরও দাবি, ‘১৯৭৬ সালের ওই চুক্তি অনুসারে কন্যাকুমারীর নীচের দিকে ওয়েস্ট ব্যাঙ্ক নামে একটি বড় এলাকা পায় ভারত। যা কাচাথিভুর তুলনায় ৮০ গুণ বড়।’