Bartaman Patrika
দেশ
 
 

 বোমাতঙ্কের জেরে কড়া সতর্কতা সংসদ ভবন চত্বরে। শুক্রবার পিটিআইয়ের তোলা ছবি।

কর্ণাটক: আস্থাপ্রস্তাব নিয়ে ভোটাভুটি ছাড়াই
অধিবেশন মুলতুবি, সারা রাত
ধর্নায় বিজেপির বিধায়করা

বেঙ্গালুরু, ১৮ জুলাই (পিটিআই): ১৪ মাস আগে মাঝরাতে খুলেছিল সুপ্রিম কোর্টের দরজা। নাটকীয় রাজনৈতিক পরিস্থিতিতে তৈরি হয়েছিল জোট সরকার। ১৪ মাস পর আস্থাভোটের আসরেও সমান নাটকীয় পরিস্থিতি তৈরি হল কর্ণাটকে। প্রয়োজনীয় সংখ্যা জোগাড়ের লক্ষ্যে সকাল থেকেই ভোটাভুটির প্রক্রিয়ায় বিলম্বের কৌশল নিল জেডিএস-কংগ্রেস জোট সরকার। মূলত দু’টি ঘুঁটি সামনে রেখে এগয় কংগ্রেস। প্রথমত কংগ্রেসের পরিষদীয় দলনেতা সিদ্ধারামাইয়া অভিযোগ করেন, চলতি পরিস্থিতিতে আস্থাভোট হলে তা হবে অসাংবিধানিক। সুপ্রিম কোর্ট বলেছে, বিদ্রোহী বিধায়কদের বিধানসভার অধিবেশনে অংশগ্রহণে বাধ্য করা যাবে না। কিন্তু পরিষদীয় দলের নেতা হিসেবে হুইপ জারি করার সাংবিধানিক অধিকার রয়েছে তাঁর। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হলে হুইপ জারির সেই অধিকার খাতায় কলমে থেকে যাবে। স্পিকারকে আগে এবিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর দ্বিতীয় ঘুঁটি হিসেবে সামনে আনা হয় কংগ্রেস বিধায়ক শ্রীমন্ত পাতিলের নাম। কংগ্রেস অভিযোগ তোলে, দলের এই বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁকে অপহরণ করা হয়েছে। জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই এই অপহরণ কাণ্ড। কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেন, শ্রীমন্ত পাতিলকে জোর করে মুম্বই নিয়ে গিয়ে সেখানের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই প্রমাণ তাঁর কাছে রয়েছে। উল্টোদিকে আস্থাভোটে বিলম্ব ঠেকাতে পাল্টা চাল দেয় বিজেপি। এদিনই যাতে আস্থাভোট করানো হয়, সেই দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হন বিজেপি প্রতিনিধিরা। পরে রাজ্যপাল স্পিকারের কাছে বার্তা পাঠান বৃহস্পতিবারই আস্থাভোটের প্রক্রিয়া শেষ করার জন্য। তার পাল্টা প্রতিবাদে নামে কংগ্রেস। বিধানসভার কাজে রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারেন না, এই যুক্তিতে কংগ্রেস বিক্ষোভ দেখাতে শুরু করে। হট্টগোলের মধ্যেই ঘোষণা করে দেওয়া হয়, অধিবেশন শুক্রবার বেলা ১১টা পর্যন্ত মুলতুবি করা হচ্ছে। তার প্রতিবাদে সারা রাত বিধানসভায় ধর্নায় বসা হবে বলে ঘোষণা করে বিজেপি।
দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায় দিনের শুরুতেই। বিধানসভায় আস্থাপ্রস্তাব আনার পর মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন, এটা শুধুমাত্র সরকারের অস্তিত্বের প্রশ্ন নয়। গণতন্ত্রকে হত্যার লক্ষ্যে সরকারকে উৎখাত করার যে ষড়যন্ত্র চলছে, তা প্রকাশ্যে আনার প্রয়োজন রয়েছে। তাই ভোটাভুটির আগে যাঁরা আস্থাপ্রস্তাব নিয়ে বিতর্কে অংশ নিতে চান, তাঁদের প্রত্যেককে বলার সুযোগ দিতে হবে। ভোটাভুটিতে বিলম্বের কৌশলে জল ঢালতে শুরুতেই বিজেপি নেতা ইয়েদুরাপ্পা বলেন, আস্থাভোট আজই শেষ করতে হবে। তাঁকে পাল্টা ঠেস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী দলনেতার বড্ড তাড়া রয়েছে বলে মনে হচ্ছে।
দিনের শুরুতে জোট সরকার কিছুটা অক্সিজেন পেয়েছিল বিদ্রোহী শিবিরের বিধায়ক রামলিঙ্গ রেড্ডির ঘোষণায়। তিনি জানিয়ে দেন, সরকারের পক্ষেই থাকছেন। যদিও পরেই ধাক্কা আসে বিএসপি বিধায়কের দিক থেকে। জোট সরকারের প্রতি সমর্থন থাকা এই বিধায়ক এদিন বিধানসভায় অনুস্থিত থাকেন। বিএসপি সুপ্রিমো মায়াবতীর তরফে স্পষ্ট কোনও নির্দেশ না আসায় অধিবেশন এড়িয়ে যান তিনি। এরই মধ্যে কংগ্রেস বিধায়ক শ্রীমন্ত পাতিলের দেখা না মেলায় জোট শিবিরে উদ্বেগ আরও বাড়ে। রিপোর্ট অনুযায়ী, বুকে ব্যথা নিয়ে রেড্ডি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হন। ঘটনাচক্রে জোট শিবিরের বিদ্রোহী বিধায়করাও মুম্বইয়ের হোটেলেই রয়েছে। এই পরিস্থিতিতে বিধানসভায় কংগ্রেস নেতা ডি কে শিবকুমার অভিযোগ করেন, তাঁদের এই বিধায়ককে অপহরণ করে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। অন্য বিধায়কদেরও অপহরণ করেই মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের পরিবারের তরফেও ফোন এসেছিল। স্পিকারের কাছে তাঁর অনুরোধ, এই বিধায়কদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। দলের সব বিধায়কের জন্য পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হোক। পাশাপাশি হুইপ জারির ইস্যুতে কুশলী তাস খেলেন কংগ্রেস পরিষদীয় দলের নেতা সিদ্ধারামাইয়া। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিদ্রোহী বিধায়কদের অধিবেশনে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধ্য করা যাবে না। পরিষদীয় দলের নেতা হিসেবে তাঁর হুইপ জারির সাংবিধানিক অধিকার বাধা পাচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশে। ভোটাভুটির আগে এই বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। এই বিষয়টি স্পষ্ট হওয়ার আগে আস্থাভোট হলে তা অসাংবিধানিক হবে। এবিষয়ে স্পিকার বলেন, সুপ্রিম কোর্টের মর্যাদা সর্বোচ্চ। আবার পরিষদীয় নেতার কোনও অধিকারে তাঁর দিক থেকে কোনও বাধা আসবে না। এবিষয়ে তাঁর কোনও ভূমিকা নেই। সারাদিন দুই শিবিরের মধ্যে তীব্র বাগ্যুদ্ধ ও চাপানউতোর চলতে থাকে। ভোটাভুটিতে বিলম্ব ঠেকাতে বিকেলের পর রাজ্যপালের কাছে যান বিজেপি প্রতিনিধিরা। আস্থাভোট যাতে এদিনই সম্পন্ন করা হয়, রাজ্যপাল তা বিবেচনা করার বার্তা পাঠান স্পিকারের কাছে। স্পিকার তা বিধানসভায় পড়ে শোনান। প্রতিবাদে নামে কংগ্রেস। বিধানসভার কাজে রাজ্যপালের হস্তক্ষেপের অভিযোগে। শোরগোলের মধ্যে ডেপুটি স্পিকার ঘোষণা করেন, অধিবেশন আগামীকাল বেলা ১১টি পর্যন্ত স্থগিত করা হচ্ছে। আগামীকাল আস্থাপ্রস্তাব নিয়ে বিতর্ক জারি থাকবে। পাশাপাশি রাজ্যপালের বার্তা নিয়ে স্পিকার আইনি পরামর্শ নিতে শুরু করেছেন বলেও জানা যায়। এদিন আস্থাভোট হচ্ছে না বুঝতে পেরে প্রতিবাদে নামে বিজেপি। বিরোধী দলনেতা ইয়েদুরাপ্পা ঘোষণা করেন, বিধানসভায় সারারাত ধর্না দেবেন বিজেপি বিধায়করা।

19th  July, 2019
কাঞ্চিপুরমের মন্দিরে পদপিষ্ট হয়ে ৪ জনের মৃত্যু 

চেন্নাই, ১৯ জুলাই (পিটিআই): তামিলনাড়ুর কাঞ্চিপুরমের মন্দিরে বৃহস্পতিবার পদপিষ্ট হয়ে মৃত্যু হল চারজনের। জানা গিয়েছে, ওই মন্দিরে চল্লিশ বছরে একবার অথি ভারদার দেবতার বিশেষ পুজো হয়। সেই উপলক্ষ্যে বহু মানুষের সমাগম হয়েছিল কাঞ্চিপুরমের ভরথারাজা পেরুমল মন্দিরে।  
বিশদ

19th  July, 2019
 মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার ভাইপো
হাফিজের পর দাউদকে নিয়ে পাকিস্তানের
উপর চাপ বাড়াতে তৈরি ভারত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ জুলাই: হাফিজ সঈদের গ্রেপ্তারের পর এবার আবার দাউদ ইব্রাহিমকে নিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়াবে ভারত। গতকাল রাতে দাউদ ইব্রাহিম ভাই ইকবাল কাসকরের পুত্র রিজওয়ান কাসকরকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিস।
বিশদ

19th  July, 2019
অসমে বন্যা পরিস্থিতির অবনতি
জলের তোড়ে ভেসে এসে মানুষের
আশ্রয়ে ঘোর ঘুম বাঘের

 গুয়াহাটি, ১৮ জুলাই (পিটিআই): ‘তুমি যে এ ঘরে কে তা জানত...!’ সত্যিই, রফিকুল ইসলামের কল্পনাতেও আসেনি তাঁর দোকান ঘরে ঠাঁই নিতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার!
বৃহস্পতিবার সকাল তখন সাতটা। সবে ঘুম ভেঙেছে রফিকুলের। ‘বাঘ...বাঘ’ বলে প্রতিবেশীদের মৃদু চিৎকার চেঁচামেচিকে প্রথমে খুব একটা পাত্তাই দিচ্ছিলেন না তিনি। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি। অসমের বাগোরি রেঞ্জের অন্তর্গত ৩৭ নম্বর জাতীয় সড়কের ধারে রফিকুলের প্রায় ডুবে যাওয়া বাড়ি লাগোয়া দোকান।
বিশদ

19th  July, 2019
চেন্নাইয়ে মারা গেলেন খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘ধোসা কিং’ রাজাগোপাল

 চেন্নাই, ১৮ জুলাই (পিটিআই): জীবন-যুদ্ধে শেষ পর্যন্ত হেরেই গেলেন ‘ধোসা কিং’ পি রাজাগোপাল! খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ক’দিন আগেই আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা গেলেন ভারতের চেইন রেস্টুরেন্ট ব্যবসার এই পথিকৃৎ।
বিশদ

19th  July, 2019
কুলভূষণকে মুক্তি দিয়ে ভারতের
হাতে তুলে দিক পাকিস্তান
রাজ্যসভায় বললেন বিদেশমন্ত্রী

 সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ১৮ জুলাই: নেদারল্যাণ্ডের হেগ শহরে গতকাল আন্তর্জাতিক আদালত পাকিস্তানের জেলে বন্দী ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ স্থগিত করে দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ভারত সরকারিভাবে দাবি করেছে কুলভূষণকে মুক্তি দিক পাকিস্তান। পাকিস্তানের এখন আর এক মুহূর্ত দেরি না করে কুলভূষণকে মুক্তি দিয়ে ভারতে আসার পথ প্রশস্ত করা উচিত বলে আজ রাজ্যসভায় বলেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বিশদ

19th  July, 2019
  ২২ জুলাই চন্দ্রযান ২ উৎক্ষেপণ হবে, জানাল ইসরো

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবারই উৎক্ষেপিত হবে চন্দ্রযান-২। এর আগে গত ১৫ জুলাই চন্দ্রযান-২ উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে অভিযানকে বাতিল করে ইসরো। এরপর থে঩কেই কবে অভিযান হবে, তা নিয়ে বিস্তর টানাপোড়েন শুরু হয়ে যায় ইসরোর অন্দরে।
বিশদ

19th  July, 2019
গয়ংগচ্ছ মনোভাব ছেড়ে বেরতেই কাজে জোর
চীন সীমান্তে ২,৩০৪.৬৫ কিলোমিটার রাস্তা
তৈরি করে ফেলল বর্ডার রোড অর্গানাইজেশন

 সায়ন্ত ভট্টাচার্য, কলকাতা: সীমান্তে চীন সেনার বাড়বাড়ন্তে দীর্ঘদিনের গয়ংগচ্ছ মনোভাব ছেড়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এ বার জরুরি ভিত্তিতে পরিকাঠামো ও উন্নয়নকাজ শুরু করেছে ভারত। কিন্তু সেই কাজ যাতে লাল ফিতের ফাঁস কাজে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক ‘বর্ডার রোড অর্গানাইজেশন’ (বিআরও)-র শীর্ষ কর্তাদের প্রকল্প রূপায়ণের জন্য প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা একধাপে অনেক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।
বিশদ

19th  July, 2019
 ১০০দিনের মধ্যে চালু হবে ওয়াইফাই পরিষেবা
দেশের ৬ হাজার ৪৮৫টি স্টেশনের আধুনিকীকরণ করছে রেল

 সুখেন্দু পাল, বহরমপুর, বিএনএ: দেশের ৬ হাজার ৪৮৫টি স্টেশনকে আধুনিক করছে রেল। ওই স্টেশনগুলিতে ১০০দিনের মধ্যে ওয়াইফাই পরিষেবা চালু হবে। ইতিমধ্যে এরাজ্যের আসানসোল, দুর্গাপুরসহ বিভিন্ন স্টেশনে ওয়াই ফাই পরিষেবা চালু হয়েছে। আগামী দিনে অন্যান্য স্টেশনগুলিতেও এই পরিষেবা দেওয়া হবে।
বিশদ

19th  July, 2019
 ভবিষ্যতেও বালাকোটের মতো এয়ার স্ট্রাইক হতে পারে: মন্ত্রক

 নয়াদিল্লি, ১৮ জুলাই: জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তান কড়া অবস্থান না নিলে, জাতীয় নিরাপত্তার স্বার্থে বালাকোটের এয়ার স্ট্রাইকের মতো কঠোর পদক্ষেপ নেবে ভারত। একটি বার্ষিক রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। রিপোর্টে বলা হয়েছে, পুলওয়ামার জঙ্গি হামলা প্রমাণ করেছে, পাক মদতপুষ্ট জঙ্গিদের মূল ‘টার্গেট’ ভারতই।
বিশদ

19th  July, 2019
  ব্রিটেনের হাইকোর্টে বিজয় মালিয়ার আবেদনের শুনানি হবে ফেব্রুয়ারিতে

 লন্ডন ও নয়াদিল্লি, ১৮ জুলাই (পিটিআই): ভারতের হাতে প্রত্যর্পণের মামলায় ঋণখেলাপি শিল্পপতি বিজয় মালিয়ার (৬৩) আবেদনের শুনানিতে রাজি হল ব্রিটেনের হাইকোর্ট। বৃহস্পতিবারই ব্রিটেনের উচ্চ আদালতের তরফে জানানো হয়েছে যে, আগামী বছর (২০২০) ১১ ফেব্রুয়ারি থেকে তিনদিন এই আবেদনের শুনানি হবে।
বিশদ

19th  July, 2019
  পাকিস্তানকে ট্যুইটারে
বিঁধলেন গিরিরাজ সিং

 নয়াদিল্লি, ১৮ জুলাই: কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে তাদের ‘বিরাট জয়’ হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাক সরকারের এই দাবিকে শ্লেষের সুরে বিঁধলেন বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিং।
বিশদ

19th  July, 2019
  সিনিয়রদের কাছে অপমানিত হয়ে আত্মঘাতী চিকিৎসক

 জয়পুর, ১৮ জুলাই: সিনিয়রদের কাছে ক্রমাগত অপমানিত হওয়ায় আত্মহত্যা করলেন এক মহিলা চিকিৎসক। ঘটনাটি ঘটেছে জয়পুরের এসএমএস হাসপাতালে। জানা গিয়েছে, মৃত চিকিৎসক সাক্ষী এসএমএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন ছিলেন।
বিশদ

19th  July, 2019
  বিজেপিতে যোগ দিলেন অল্পেশ ঠাকুর

 গান্ধীনগর, ১৮ জুলাই (পিটিআই): বিজেপিতে যোগ দিলেন গুজরাতের প্রাক্তন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর এবং ধবলসিন জালা। বৃহস্পতিবার গান্ধীনগরে শাসক দলের প্রধান দপ্তরে গুজরাত বিজেপির সভাপতি জিতু ভাগানির উপস্থিতিতে দু’জন যোগদান করেন। বিশদ

19th  July, 2019
তামাম বিশ্বের নজর এখন
পাকিস্তানের উপর: জেটলি

 নয়াদিল্লি, ১৮ জুলাই (পিটিআই): কুলভূষণ যাদব মামলায় এখন তামাম বিশ্বের নজর রয়েছে পাকিস্তানের উপরেই। আইসিজে’র নির্দেশ পালন করতে গিয়ে ইসলামাবাদ কী অবস্থান নেয়, সেটাই সকলে দেখতে চাইছে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
বিশদ

19th  July, 2019

Pages: 12345

একনজরে
কাবুল, ১৯ জুলাই (এএফপি): কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে এক বিস্ফোরণে কমপক্ষে আটজন প্রাণ হারালেন। ঘটনায় আরও বহু মানুষ জখম হয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সরকারি ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

  কটক, ১৯ জুলাই: একুশতম কমনওয়েলথ টেবল টেনিস প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতল ভারতীয় টিটি দল। শুক্রবার কটকে এই প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে ...

সংবাদদাতা, রামপুরহাট: গ্রামের একমাত্র জল নিকাশির জায়গায় রাইসমিল গড়ে তোলার প্রতিবাদে শুক্রবার রামপুরহাট-১ ব্লকের খরুণ গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানালেন তিনটি গ্রামের বাসিন্দারা। এই ব্লকের চাকপাড়া, মালসা ও ফরিদপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ফিবছর বর্ষার সময় আমরা খুবই দুশ্চিন্তায় থাকি।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। প্রেম-প্রণয়ে শুভ। অতিরিক্ত উচ্চাভিলাষে মানসিক চাপ বৃদ্ধি।প্রতিকার: আজ দই খেয়ে শুভ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২০: মা সারদার মৃত্যু
১৮৬৩: কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম
১৮৯৯: লেখক বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম
১৯৫৫: প্রাক্তন ক্রিকেটার রজার বিনির জন্ম
২০১২: বাংলাদেশের লেখক হুমায়ুন আহমেদের মূত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৯৫ টাকা ৬৯.৬৪ টাকা
পাউন্ড ৮৪.৭৭ টাকা ৮৭.৯২ টাকা
ইউরো ৭৬.১০ টাকা ৭৯.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৩,৯২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৪,৪৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪১,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯, শনিবার, তৃতীয়া ১০/১৮ দিবা ৯/১৪। শতভিষা অহোরাত্র। সূ উ ৫/৬/৩, অ ৬/১৯/৩১, অমৃতযোগ দিবা ৯/৩১ গতে ১/২ মধ্যে। রাত্রি ৮/২৮ গতে ১০/৩৮ মধ্যে পুনঃ ১২/৪ গতে ১/৩১ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪০ মধ্যে, বারবেলা ৬/৪৬ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ মধ্যে পুনঃ ৪/৪০ গতে অস্তাবধি, কালরাত্রি ৭/৪০ মধ্যে পুনঃ ৩/৪৬ গতে উদয়াবধি।
৩ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯, শনিবার, তৃতীয়া ৪/২৪/৪ দিবা ৬/৫১/২। শতভিষানক্ষত্র ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৫/৫/২৪, অ ৬/২১/৫৭, অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১/১ মধ্যে এবং রাত্রি ৮/২৫ গতে ১০/৩৭ মধ্যে ও ১২/৪ গতে ১/৩২ মধ্যে ও ২/১৬ গতে ৩/৪৪ মধ্যে, বারবেলা ১/২৩/১৫ গতে ৩/২/৪৯ মধ্যে, কালবেলা ৬/৪৪/৫৮ মধ্যে ও ৪/৪২/২৩ গতে ৬/২১/৫৭ মধ্যে, কালরাত্রি ৭/৪২/২৩ মধ্যে ও ৩/৪৪/৫৮ গতে ৫/৫/৪১ মধ্যে। 
১৬ জেল্কদ
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। বৃষ: মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যোন্নতির ইঙ্গিত। মিথুন: সম্পত্তি লাভের ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯২০: মা সারদার মৃত্যু১৮৬৩: কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ...বিশদ

07:03:20 PM

একুশে জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
একুশে জুলাইয়ের মঞ্চে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের প্রস্তুতি পর্ব ...বিশদ

05:54:05 PM

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের বৈঠক, মিলল না রফাসূত্র

05:05:54 PM

ইন্দোনেশিয়া ওপেন: চেন ইউ ফেইকে হারিয়ে ফাইনালে পি ভি সিন্ধু 

04:32:32 PM

শীলা দীক্ষিত প্রয়াত 
প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। ...বিশদ

04:12:00 PM