Bartaman Patrika
 

উন্মাদনার আর এক নাম পাবজি 
নীতীশ চক্রবর্তী

পরীক্ষার মরশুম। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার অপেক্ষায় দেশের তামাম পড়ুয়া। সেই উপলক্ষে তাদের ভীতি দূর করতে রাজধানীতে মোটিভেশনাল স্পিচের অনুষ্ঠান ‘পরীক্ষা পে চর্চা’র আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিভাবকদের থেকে সন্তানের মোবাইল গেমে আসক্তির অভিযোগ শুনতেই জনৈক মায়ের দিকে উড়ে এল প্রধানমন্ত্রীর প্রশ্ন — ‘পাবজিওয়ালা হ্যায় কেয়া?’
হ্যাঁ, ‘পাবজি’ (পিইউবিজি) মোবাইল গেমের জনপ্রিয়তা এতটাই আকাশছোঁয়া। আর ‘ভার্চুয়াল রিয়েলিটি’র সেই উন্মাদনার বশে কেউ অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। বাবা মোবাইল কিনে না দেওয়ায় কোনও স্কুলপড়ুয়া আত্মহত্যা করেছে। কোথাও আবার গেম খেলতে গিয়ে আলাপ এবং সেখান থেকে প্রেম এবং শেষে পরিণয়ের ঘটনাও ঘটেছে। পাবজির জোশে মত্ত বিশ্বের আট থেকে আশি। তামাম মোবাইল গেমকে পিছনে ফেলে উল্কার গতিতে পাবজির উত্থানের রহস্যটা কী?
গেমটির পুরো নাম ‘প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ড’। ভক্তদের আদুরে নাম পাবজি। গেমের নির্মাতা ব্রেন্ডন গ্রিন এবং চ্যাং হান কিম। ২০১৭ সালে তাঁরা পাবজিকে অনলাইন প্ল্যাটফর্মে আনলেও, এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে গতবছর মার্চে। কম্পিউটার এবং মোবাইলের পাশাপাশি এক্স বক্সের মতো বিভিন্ন গেমিং কনসোলেও এই খেলা উপভোগ করা যায়। খেলার নিয়ম খুব সোজা। একটা বড় বিমানে করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০০ জন খেলোয়াড়কে একটি দ্বীপে নামিয়ে দেওয়া হয়। গোলা-গুলি, অস্ত্র-শস্ত্রে ভরা ওই দ্বীপের মাটিতে পা রাখার মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় এই ‘মারণ’ খেলা। সবার উদ্দেশ্য একটাই, বাকি ৯৯ জনের অনলাইন অবতারকে হত্যা করে নিজে শেষ পর্যন্ত টিকে থাকা। গেমের পরিভাষায় যাকে বলে ‘উইনার উইনার চিকেন ডিনার’।
অন্যান্য মোবাইল গেমের মতোই এখানেও লক্ষ্যটা একই, যে কোনও মূল্যে জেতা। কিন্তু, জয় পাওয়ার পদ্ধতিটা প্রতিবারই আলাদা হয়ে যায়। কারণ, কীভাবে অন্যদের নিকেশ করে জিতবেন, সেটা পুরোপুরি সংশ্লিষ্ট খেলোয়াড়ের উপস্থিত বুদ্ধির উপরেই নির্ভর করবে। পরিস্থিতি বিচার করে কখনও হয়তো শত্রুর কাছে গিয়ে তাকে হত্যা করতে হতে পারে। আবার কখনও দূরে পাহাড়ের উপর থেকে নিখুঁত নিশানায় তাকে খতম করা যেতে পারে। কী করবেন, সেই স্ট্র্যাটেজি ঠিক করতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কেই।
আপাত সরল নিয়মের এই খেলার প্রতি পরতেই কিন্তু অভিনবত্ব রয়েছে। যেমন, প্রতিটা খেলাই হয় রিয়েল টাইমে, সত্যিকারের খেলোয়াড়দের নিয়ে। কেউ কারও পরিচিত নয়। আবার চেনাশোনাদের নিয়ে দল তৈরি করেও খেলা যায় এই গেম। এর পাশাপাশি গেমের মধ্যে একাধিক যানবাহন (গাড়ি, মোটরবাইক, স্নো মোবিল, স্পিডবোট) ইচ্ছেমতো চালানোর স্বাধীনতা রয়েছে খেলোয়াড়দের। আর আছে ভয়েস চ্যাটের সুবিধা। যার ফলে পাবজি আর নিছক গেমের গণ্ডিতে আটকে থাকেনি, সামাজিক মেলামেশার বৃহত্তর ক্ষেত্র হয়ে উঠেছে। প্রেম থেকে বন্ধুবান্ধবের আড্ডা, সবই চলছে গেমের মধ্যে। এর সঙ্গে উন্নত গ্রাফিক্স আর অসাধারণ সাউন্ডট্র্যাকের আকর্ষণ তো আছেই।
ভারতে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পর মাত্র এক বছরেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে পাবজি। শুধু ভারতেই এই গেমের ভক্ত সংখ্যা ৩ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। কিন্তু, মজার কথা হল, ব্লুহোল এবং টেনসেন্ট, পাবজির এই দুই নির্মাতা কখনই এই গেমের প্রচারের জন্য আলাদা করে টাকা খরচ করেননি। কিন্তু, আজ সেই পাবজি’র মোট আয়ের পরিমাণ প্রায় ৩৯০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মূল্যে প্রায় ২৪৮২ কোটি টাকা। এই গেমটির অভিনবত্বই তাকে ঘরে-ঘরে পৌঁছে দিয়েছে। স্বাভাবিকভাবেই খ্যাতির সঙ্গে সঙ্গে এসেছে বিড়ম্বনাও। নিন্দুকরা বলছেন, ছোটদের কচি মনে ভয়ঙ্কর প্রভাব ফেলছে এই গেম। অবশ্য ভুল কিছু বলছেন না তাঁরা। সত্যিই এই গেমের পরতে পরতে হিংসা ছাড়া আর কিছুই নেই। মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষকে খুন করার নিত্যনতুন কৌশলই খেলোয়াড়দের জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। আর যে যে ধরনের অস্ত্র-শস্ত্র এই গেমে ব্যবহৃত হয়, তা অবিকল বাস্তবের আগ্নেয়াস্ত্রের মতোই। অর্থাৎ, প্রতিটি অস্ত্রের যেমন আলাদা আলাদা ক্ষমতা, যন্ত্রাংশ ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস থাকে, এই গেমের অস্ত্রগুলির ক্ষেত্রেও ঠিক তেমনটাই রাখা হয়েছে। নির্মাতারা সচেতনভাবে এটা করেছেন, যাতে বাস্তবের সঙ্গে এই গেমের খুব একটা পার্থক্য না থাকে। এই আগ্নেয়াস্ত্রের তালিকায় অ্যাসল্ট রাইফেল, শট গান, স্নাইপার রাইফেল মায় ছোট মাউজার-পিস্তল সবই রয়েছে। এর সঙ্গে হ্যান্ড গ্রেনেড, স্টান্ট গ্রেনেডের মতো বোমাও ব্যবহার করতে পারেন খেলোয়াড়রা।
অভিযোগ উঠেছে, এই গেমের মূল প্রতিপাদ্য বিষয় অল্পবয়সীদের আক্রমণাত্মক করে তুলছে। তাদের মনে হিংসার বীজ বুনে দিচ্ছে। গুজরাত সরকার ইতিমধ্যেই এই গেমকে নিষিদ্ধ করার কথা বলেছে। জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন ও কাশ্মীরের একটি ছাত্র সংগঠনের তরফেও এই গেমের প্রবল বিরোধিতা করা হয়েছে। সবারই বক্তব্য এক, গেমের ঠেলায় পড়ুয়াদের লেখা-পড়া লাটে উঠেছে। তাই অবিলম্বে এই গেমকে নিষিদ্ধ করতে হবে। বিশ্বজুড়ে সমালোচিত হওয়ার পর সম্প্রতি গুগল প্লে স্টোর এবং অ্যাপলের স্টোর এই গেমকে শুধুমাত্র ১৭ বছরের বেশি বয়সীদের জন্য চিহ্নিত করে দিয়েছে।
তবে, বিরুদ্ধ মতও রয়েছে। গেমপ্রেমীরা বলছেন, নিষিদ্ধ ঘোষণা করলে এই গেমের প্রতি কৌতূহল আরও বাড়বে। তাতে হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে বরং বুঝিয়ে-সুঝিয়ে এই আসক্তি কাটানোর চেষ্টা করতে হবে। ভালো হোক অথবা খারাপ, অতিরিক্ত কোনও কিছুই যে ঠিক নয়, সেটা বোঝাতে হবে। গেমের সঙ্গে আক্রমণাত্মক আচরণকে এক আসনে বসিয়ে দেওয়াটা মোটেই ঠিক নয়। তাছাড়া গেমিংয়ের জগতে টাকা রোজগারের যে ব্যাপক সম্ভাবনা রয়েছে, সেটাকেও অস্বীকার করা যায় না। দেশে এমন প্রচুর পেশাদার যুবক-যুবতী রয়েছেন, যাঁরা গেম খেলেই অর্থ উপার্জন করেন। ইউটিউবে পাবজি গেমের লাইভ স্ট্রিমিং থেকেও প্রচুর টাকা উপার্জন করা যায়। তাই পাবজিকে নিষিদ্ধ করে তাঁদের রুটি-রুজি বন্ধ করার কোনও যৌক্তিকতা নেই বলেই মনে করছেন অনেকে। 
10th  March, 2019
সস্তায় টেলিভিশনের সুলুক সন্ধান 

টিভি কিনবেন? কিন্তু দাম দেখে পকেটে ফোস্কা পড়ছে! আপনার বাজেট যদি কমবেশি ১৫ হাজার টাকা হয় তাহলে আপনার জন্য রইল সাধ্যের মধ্যে সেরা কিছু টিভি। 
বিশদ

31st  March, 2019
নিজের ছদ্মনাম ভুলে যেতেন বোর 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক লোকের মতো ডেনমার্কের বিখ্যাত বিজ্ঞানী নীলস বোর চলে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকায় তখন চলছে ‘ম্যানহাটন প্রজেক্ট’। এই ম্যানহাটন প্রজেক্ট হল পরমাণু বোমা তৈরির গোপন প্রচেষ্টা। 
বিশদ

31st  March, 2019
প্রয়াত ক্যালকুলেটরের
আবিষ্কর্তা মেরিম্যান 

প্রয়াত বৈদ্যুতিন ক্যালকুলেটরের আবিষ্কর্তা জেরি মেরিম্যান। বয়স হয়েছিল ৮৬ বছর। তিন মাস ডালাসের এক হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনির সমস্যায় ভুগছিলেন মেরিম্যান।
বিশদ

31st  March, 2019
৩০শে বিশ্বজাল
দেবজ্যোতি রায়

‘যা বেবি দৌড়ে যাবি শিখবি মাল্টিমিডিয়া/ গুবলু গাবলু স্বপ্নে পেল ডব্লু ডব্লু আইডিয়া/ ইমেলে যুক্ত হল হনুলুলু হলদিয়া/ দুনিয়া ডট কম দুনিয়া ডট কম দুনিয়া ডট কম...’
বিশদ

31st  March, 2019
সস্তার ইয়ারফোনের হদিশ

বোট ২২০: আপনি যদি জোরে গান শোনার পাশাপাশি দুর্দান্ত বেসও চান তাহলে বোট ২২০ আপনার জন্য পারফেক্ট ইয়ারফোন। এটির ওয়্যার বা তার ট্যাঙ্গেলড ফ্রি। ফলে সহজে ছিঁড়বে না। পাশাপাশি, মেটালিক ফিনিশ হওয়ায় সহজেই মন কাড়বে আপনার। ৩.৫ এমএম জ্যাক রয়েছে ইয়ারফোনটিতে। 
বিশদ

10th  March, 2019
বিজ্ঞানীদের মজার কথা 
ভুলো মনের আইনস্টাইন

বিশ্ববরেণ্য বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, যাঁর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত সমীকরণ E=mc2. এই সমীকরণটিই বিশ্বের সামনে তুলে ধরেছিল ভর ও শক্তির সম্পর্ককে। বলা যায় এটিই হল পরমাণু শক্তি উৎপাদনের ভিত্তি।
বিশদ

10th  March, 2019
বারাকপুরে প্রযুক্তি মেলা ‘স্প্লেন্ডোরা, ২০১৯’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ এবং ২ মার্চ— দু’দিন ধরে চলল প্রযুক্তি মেলা ‘স্প্লেন্ডোরা, ২০১৯’। রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন, বারাকপুর-এর তরফে দু’দিন ব্যাপী এই প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছিল। মেলার সূচনা করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য।
বিশদ

04th  March, 2019
টেনইয়ার চ্যালেঞ্জের আড়ালে কি তথ্য পাচার?
দেবজ্যোতি রায়

কোটি কোটি মানুষের দেওয়া ওই ছবি ব্যবহার করা হচ্ছে কোনও ব্যবসায়িক লাভের জন্য? কিংবা আমাদের উপর নজরদারি চালাতেই কি মুখোশের আড়ালে সংগ্রহ করা হচ্ছে ওই বিপুল পরিমাণ ছবি-তথ্য! বিশদ

19th  February, 2019
আকর্ষনীয় ফিচার নিয়ে বাজারে এল বেশ কয়েকটি ফোন

স্যামসাং এম ৩০: শুরুটা করেছিল ধামাকা দিয়ে। স্যামসাং ফেব্রুয়ারি মাসের শেষটাও করতে চলেছে সেই ধামাকা দিয়েই। গোড়ার দিকে এম-১০ আর এম-২০ বাজারে এনে মধ্যবিত্ত ভারতীয়দের মন জয় করেছিল। এবার মাসের শেষে তুরুপের থুড়ি সিরিজের শেষ তাসটা (পড়তে হবে ফোন) আস্তিন থেকে বের করল এই দক্ষিণ কোরীয় সংস্থা। বিশদ

19th  February, 2019
প্রযুক্তির কেরামতিতে নবরূপে সায়েন্স সিটিতে শুরু হল ফুলডোম থ্রি ডি ডিজিটাল থিয়েটার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রযুক্তির খোলনলচে বদলে একেবারে আধুনিক আকারে চালু হল সায়েন্স সিটির ‘ফুলডোম থ্রি ডি ডিজিটাল থিয়েটার’। চোখ ধাঁধানো ছবি ও প্রযুক্তির কেরামতিতে শহরবাসীর জন্য বড়সড় উপহার আনল সায়েন্স সিটি কর্তৃপক্ষ। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর সূচনা করেন কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা।
বিশদ

19th  February, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার দুপুরে পাঁচলার গাববেড়িয়ায় টোটো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক শিশুর। তার নাম আমিরুদ্দিন শাহ (৭)। বাড়ি সিদ্ধেশ্বরী সাহাপাড়ায়। পুলিস জানিয়েছে, এদিন ওই শিশুটি মায়ের সঙ্গে একটি টোটোয় মাজারে যাচ্ছিল। তখন একটি লরি ওই টোটোয় ...

সংবাদদাতা, রামপুরহাট: গ্রামের একমাত্র জল নিকাশির জায়গায় রাইসমিল গড়ে তোলার প্রতিবাদে শুক্রবার রামপুরহাট-১ ব্লকের খরুণ গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানালেন তিনটি গ্রামের বাসিন্দারা। এই ব্লকের চাকপাড়া, মালসা ও ফরিদপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ফিবছর বর্ষার সময় আমরা খুবই দুশ্চিন্তায় থাকি।   ...

  কটক, ১৯ জুলাই: একুশতম কমনওয়েলথ টেবল টেনিস প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতল ভারতীয় টিটি দল। শুক্রবার কটকে এই প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে ...

 সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: কাজ করার জন্য প্রয়োজন মতো পাইপ কিনতে হবে। তবে তা কিনে ফেলে রাখা যাবে না বলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সব এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি প্রকল্পের কাজ খতিয়ে দেখে প্রতি মাসে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে রিপোর্ট ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। প্রেম-প্রণয়ে শুভ। অতিরিক্ত উচ্চাভিলাষে মানসিক চাপ বৃদ্ধি।প্রতিকার: আজ দই খেয়ে শুভ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২০: মা সারদার মৃত্যু
১৮৬৩: কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম
১৮৯৯: লেখক বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম
১৯৫৫: প্রাক্তন ক্রিকেটার রজার বিনির জন্ম
২০১২: বাংলাদেশের লেখক হুমায়ুন আহমেদের মূত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৯৫ টাকা ৬৯.৬৪ টাকা
পাউন্ড ৮৪.৭৭ টাকা ৮৭.৯২ টাকা
ইউরো ৭৬.১০ টাকা ৭৯.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৩,৯২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৪,৪৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪১,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯, শনিবার, তৃতীয়া ১০/১৮ দিবা ৯/১৪। শতভিষা অহোরাত্র। সূ উ ৫/৬/৩, অ ৬/১৯/৩১, অমৃতযোগ দিবা ৯/৩১ গতে ১/২ মধ্যে। রাত্রি ৮/২৮ গতে ১০/৩৮ মধ্যে পুনঃ ১২/৪ গতে ১/৩১ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪০ মধ্যে, বারবেলা ৬/৪৬ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ মধ্যে পুনঃ ৪/৪০ গতে অস্তাবধি, কালরাত্রি ৭/৪০ মধ্যে পুনঃ ৩/৪৬ গতে উদয়াবধি।
৩ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯, শনিবার, তৃতীয়া ৪/২৪/৪ দিবা ৬/৫১/২। শতভিষানক্ষত্র ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৫/৫/২৪, অ ৬/২১/৫৭, অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১/১ মধ্যে এবং রাত্রি ৮/২৫ গতে ১০/৩৭ মধ্যে ও ১২/৪ গতে ১/৩২ মধ্যে ও ২/১৬ গতে ৩/৪৪ মধ্যে, বারবেলা ১/২৩/১৫ গতে ৩/২/৪৯ মধ্যে, কালবেলা ৬/৪৪/৫৮ মধ্যে ও ৪/৪২/২৩ গতে ৬/২১/৫৭ মধ্যে, কালরাত্রি ৭/৪২/২৩ মধ্যে ও ৩/৪৪/৫৮ গতে ৫/৫/৪১ মধ্যে। 
১৬ জেল্কদ
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। বৃষ: মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যোন্নতির ইঙ্গিত। মিথুন: সম্পত্তি লাভের ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯২০: মা সারদার মৃত্যু১৮৬৩: কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ...বিশদ

07:03:20 PM

একুশে জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
একুশে জুলাইয়ের মঞ্চে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের প্রস্তুতি পর্ব ...বিশদ

05:54:05 PM

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের বৈঠক, মিলল না রফাসূত্র

05:05:54 PM

ইন্দোনেশিয়া ওপেন: চেন ইউ ফেইকে হারিয়ে ফাইনালে পি ভি সিন্ধু 

04:32:32 PM

শীলা দীক্ষিত প্রয়াত 
প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। ...বিশদ

04:12:00 PM