Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

অসম্পূর্ণ ও নিম্নমানের বাড়ি নির্মাণের অভিযোগ তুলে রামপুরহাট
পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, গ্রেপ্তার ৪ 

সংবাদদাতা, রামপুরহাট: অসম্পূর্ণ ও নিম্নমানের বাড়ি নির্মাণের অভিযোগ তুলে শুক্রবার দুপুরে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান সুকান্ত সরকারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন হাউসিং ফর অল প্রকল্পের উপভোক্তারা। সেই সময় ভাইস চেয়ারম্যান বাড়িতে না থাকলেও খবর পেয়ে তিনি আসেন এবং উপভোক্তাদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে পুলিস এসে চার উপভোক্তাকে থানায় নিয়ে যায়। রামপুরহাট থানার আইসি সন্দিপন চট্টোপাধ্যায় বলেন, পুলিসের সামনেই ঝামেলা করার অভিযোগে ওই চারজনকে আটক করা হয়। পরে সুকান্তবাবুর স্ত্রী তনুশ্রী সরকারের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সুকান্তবাবু ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হলেও থাকেন ১৭ নম্বর ওয়ার্ডে। এদিন সেখানেই ১৬ নম্বর ওয়ার্ডের কয়েকজন প্লাকার্ড হাতে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের কারোর অভিযোগ, বাড়ির ছাদ চুঁইয়ে জল পড়ছে, দেওয়ালে ফাটলেরও সৃষ্টি হয়েছে। আবার কারোর অসম্পূর্ণ বাড়ি নির্মাণের অভিযেগ। অনেকের অভিযোগ, বাড়ি নির্মাণের ক্ষেত্রে অতিরিক্ত টাকাও নেওয়া হয়েছে। প্রণতি মণ্ডল নামে এক উপভোক্তা বলেন, অত্যন্ত নিম্নমানের বাড়ি হয়েছে। বাড়ির ভিতরে একটি দেওয়াল নির্মাণের জন্য অতিতিক্ত ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। আরেক উপভোক্তা সান্তা লেটের দাবি, বাড়ি নির্মাণের ক্ষেত্রে তাঁর কাছ থেকে অতিরিক্ত দেড় লক্ষ টাকা নেওয়া হয়েছে। তার পরও বাড়ির ছাদ চুঁইয়ে জল পড়ছে।
কাউন্সিলার নয়, অতিরিক্ত টাকা নিয়েছে ঠিকাদার। তাহলে কাউন্সিলারের বাড়ি ঘেরাও করলেন কেন?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে উপভোক্তারা বলেন, বাড়ি অনুমোদন পেতেই ১২টি ফাঁকা চেকে সই করিয়ে নিয়েছিল পুরসভা নিযুক্ত ঠিকাদার। আমাদের নামে বরাদ্দ অর্থ অথচ আমরাই ব্যবহার করতে পারিনি। এটা কাউন্সিলার জানে না এটা তো হতে পারে না। আমরা সেই টাকা ফেরত চাইতে এসেছি।
অভিযোগ নস্যাৎ করে ভাইস চেয়ারম্যান বলেন, আমার ওয়ার্ডে প্রায় দুশোর কাছাকাছি বাড়ি নির্মাণ হয়েছে। একটা টাকাও নিয়েছি কেউ বলতে পারবেন না। আর পুরসভা বা কাউন্সিলার ঠিকাদার নিয়োগ করেনি। উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা গিয়েছে। তাঁরা নিজেরাই ঠিকাদার দিয়ে বাড়ি তৈরি করেছেন। আর যদি নিম্নমানের কাজ হয়ে থাকে, তাহলে প্রথমেই তাঁরা কেন অভিযোগ করলেন না? আসলে এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি। তারাই উস্কে দিয়ে এসব করাচ্ছে। এতে আমার পরিবারের মানহানি হয়েছে। আমার স্ত্রী থানায় অভিযোগ জানাবে।
এর পাশাপাশি বাড়ি নির্মাণ কাজের দেখভালের দায়িত্বে থাকা পুরসভার অস্থায়ী এসএই শান্তনু ঘোষ ও ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ওয়ার্ড ঘুরে উপভোক্তাদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন সুকান্তবাবু।
ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় বলেন, বেনিফিসিয়ারির অ্যাকাউন্টে পাঁচবারে টাকা দেওয়া হয়েছে। ওঁরাই মিস্ত্রি লাগিয়ে কাজ করেছেন। কাজ যদি ঠিকই না হচ্ছে তাহলে মিস্ত্রিকে টাকা কেন দিলেন । আর অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে এমন অভিযোগ আমাদের কেউ জানায়নি। যদি কোনও বাড়ির ছাদ চুঁইয়ে জল পড়ে থাকে, তাহলে তা মেরামতি করে দেওয়ার ব্যবস্থা করা হবে।
অন্যদিকে পুরসভার চেয়ারম্যান অশ্বিনী তেওয়ারি বলেন, আমাদের দলের কোনও কাউন্সিলার বেনিয়মের সঙ্গে যুক্ত নয়। যেহেতু সামনে পুরসভা নির্বাচন, তাই রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিজেপি এই মিথ্যাচার করছে।
যদিও বিজেপির শহর সভাপতি নীলকন্ঠ বিশ্বাস বলেন,উপভোক্তা পিছু বাড়ি নির্মাণের জন্য ৩ লক্ষ ৬৭ হাজার টাকা করে বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। কিন্তু সেই টাকায় যে মানের বাড়ি হওয়া উচিত ছিল সেটা হয়নি। অর্থাৎ গরিব মানুষের জন্য বরাদ্দ অর্থ থেকে কাটমানি নিয়েছেন শাসকদলের নেতারা। মুখ্যমন্ত্রীও কাটমানি ফেরতের কথা বলেছেন। তাই উপভোক্তারা এখন সেই কাটমানি ফেরতের দাবিতে ভাইস চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলেন। সেখানে উপভোক্তাদের সঙ্গে খারাপ ব্যবহারের পাশাপাশি পুলিস ডেকে ধরিয়ে দেওয়া হল। এরই প্রতিবাদে আমরা আন্দোলনে নামব। 
দু’হাজার টাকা নিয়ে ঝামেলার জেরে
নবদ্বীপে লরির খালাসিকে খুনের অভিযোগ চালকের বিরুদ্ধে, গ্রেপ্তার ২ 

সংবাদদাতা, নবদ্বীপ: দু’হাজার টাকা নিয়ে ঝামেলার জেরে কাজ চলে যাওয়ায় বাড়ি থেকে ডেকে লরির খালাসিকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রঞ্জন শেখ (২২)।   বিশদ

আউশগ্রামে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তেজনা 

সংবাদদাতা, গুসকরা: কয়েকদিন আগে কাটমানির টাকা ফেরতের জন্য সালিশি সভা ডাকার পাশাপাশি বুথের তৃণমূল সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশকিছু মানুষ। তারপর এদিন শুক্রবার আউশগ্রামের মিরশা গ্রামে একজন সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  বিশদ

অভিযোগের তির বিজেপির দিকে
মেদিনীপুরে তৃণমূল কর্মীদের বহু বাড়ি ভাঙচুর, বোমাবাজি 

বিএনএ, মেদিনীপুর: গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার মেদিনীপুর কোতোয়ালি থানার ছেরুয়া, বামুনডাঙা এলাকায় এই ঘটনা ঘটে। বোমবাজি ও গুলি চালানোর অভিযোগও উঠেছে।   বিশদ

২১ জুলাইয়ের জন্য আজ আরামবাগ থেকে ১০০টি বাস যাচ্ছে 

বিএনএ, আরামবাগ: আজ, শনিবার আরামবাগ থেকে ১০০টি বাস রওনা দেবে ২১ জুলাইয়ের সমাবেশে। রাত থেকেই আরামবাগ মহকুমার অধীনস্থ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও আরামবাগ পুরসভার একাধিক এলাকা থেকে মোট ১০০টি বাসে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তৃণমূলের কর্মী সমর্থকরা।   বিশদ

আধার কার্ড সংশোধনের জন্য তেহট্টে ব্যাঙ্কের সামনে রাত থেকে পড়ছে লাইন  

সংবাদদাতা, তেহট্ট: আধার কার্ডের ভুল সংশোধনের জন্য রাত থেকে ব্যাঙ্কের সামনে লাইন দিয়ে বসে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। লাইনে যেমন ছেলেরা থাকছেন তেমনই থাকছেন মেয়েরাও। বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখা গেল তেহট্ট থানার বেতাই স্টেট ব্যাঙ্কের সামনে।   বিশদ

পশ্চিম মেদিনীপুরের ৫০ হাজার কর্মী ২১ জুলাইয়ের
সমাবেশে যাবেন, দাবি জেলা সভাপতির 

সংবাদদাতা, খড়্গপুর: পশ্চিম মেদিনীপুর থেকে প্রায় ৫০ হাজার কর্মী-সমর্থক ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন। শুক্রবার দাঁতনে দলের মিছিল শেষে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি এই দাবি করেন।  বিশদ

ভগবানগোলায় সালিশি সভায় ব্যবসায়ীকে খুনের ঘটনায় ধৃত ২ 

সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলা থানার খোলারপুকুরের বাসিন্দা মুদিখানার সামগ্রীর ব্যবসায়ী বৃদ্ধ জিল্লার রহমান খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম গোলাম রসুল এবং নেগারনেহার বেওয়া। শুক্রবার দু’জনকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের পাঁচ দিন পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।  বিশদ

ক্ষীরপাই পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার 

সংবাদদাতা, ঘাটাল: ক্ষীরপাই পুরসভায় কর্মী নিয়োগে ‘অনিয়মের’ অভিযোগ তুলে বেনামি পোস্টার পড়ল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরসভা এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ডে তা সাধারণ মানুষের নজরে আসে।  বিশদ

নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে না পারায়
উন্নয়নের জন্য আসা প্রায় ১০ কোটি টাকা খড়্গপুর পুরসভা থেকে ফেরত যাচ্ছে 

সংবাদদাতা, খড়্গপুর: নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে না পারায় উন্নয়নের জন্য আসা কয়েক কোটি টাকা তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার কাছ থেকে ফেরত নিয়ে নেওয়া হচ্ছে। এই সংক্রান্ত চিঠিও পুরসভায় চলে এসেছে।   বিশদ

জন্মদিবসে ডিএল রায়ের স্মৃতি বাঁচিয়ে
রাখার জোরালো দাবি কাজলগড়ে 

সংবাদদাতা, কাঁথি: জন্মদিবসে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের নানা স্মৃতি বাঁচিয়ে রাখার জোরালো দাবি তুললেন এলাকার বাসিন্দারা। দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতিবিজড়িত ভগবানপুরের কাজলাগড়ে ১৯ জুলাই, শুক্রবার তাঁর ১৫৭তম জন্মদিবস যৌথভাবে পালন করল কাজলাগড়ের বামুনচক ডিএল রায় স্মৃতি সংঘ ও স্থানীয় বাজকুল মনীষী চর্চা কেন্দ্র। এদিন কাজলাগড়ে অবস্থিত দ্বিজেন্দ্রলালের স্মৃতিফলকে মাল্যদান করা হয়।  বিশদ

জামালপুর-২ পঞ্চায়েতের দু’জনকে সরকারি
প্রকল্পে ঘর না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ 

সংবাদদাতা, বর্ধমান: জামালপুর-২ পঞ্চায়েতে কাঠুড়িয়াপাড়ায় দুই উপভোক্তাকে সরকারি প্রকল্পে ঘর না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। এনিয়ে দুই উপভোক্তা বুঝি মাঝি ও সাহেব হাঁসদা জামালপুরের বিডিওকে চিঠি দিয়েছেন।   বিশদ

জল নিকাশির জায়গায় রাইসমিল গড়ে তোলার
প্রতিবাদে রামপুরহাটের পঞ্চায়েতে অভিযোগ 

সংবাদদাতা, রামপুরহাট: গ্রামের একমাত্র জল নিকাশির জায়গায় রাইসমিল গড়ে তোলার প্রতিবাদে শুক্রবার রামপুরহাট-১ ব্লকের খরুণ গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানালেন তিনটি গ্রামের বাসিন্দারা। এই ব্লকের চাকপাড়া, মালসা ও ফরিদপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ফিবছর বর্ষার সময় আমরা খুবই দুশ্চিন্তায় থাকি।   বিশদ

 বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে ডেপুটেশন বিজেপির

  বাংলা নিউজ এ঩জেন্সি: বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে ডেপুটেশন দেয় বিজেপি। এদিন তিন জায়গার প্রায় সব ব্লকেই ডেপুটেশন কর্মসূচি পালন করে বিজেপি। ওই কর্মসূচি ঘিরে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিশদ

19th  July, 2019
 চুক্তির মেয়াদ বাড়ানোর দাবিতে বহরমপুরে কৃষি দপ্তরের অস্থায়ী কর্মীদের মিছিল

  সংবাদদাতা, বহরমপুর: চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ২০জুলাই চাকরি হারাতে চলেছেন মুর্শিদাবাদে কৃষি দপ্তরের ১০৪জন অডিট জিডি বা গ্রাম দূত কর্মী। তাই চুক্তির মেয়াদ বৃদ্ধির দাবি নিয়ে বৃহস্পতিবার জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৫০জন জিডি পদের কর্মী বহরমপুর কোর্ট স্টেশন থেকে মিছিল করে জেলা পরিষদে যান।
বিশদ

19th  July, 2019

Pages: 12345

একনজরে
  কটক, ১৯ জুলাই: একুশতম কমনওয়েলথ টেবল টেনিস প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতল ভারতীয় টিটি দল। শুক্রবার কটকে এই প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

সংবাদদাতা, বালুরঘাট: বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলিতে দুর্নীতি ঠেকাতে নিজে দাঁড়িয়ে থেকে ত্রিপল বিলি করছেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বিডিও। পাশাপাশি ত্রাণ শিবিরে খাবার বিলিতেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।  ...

নয়াদিল্লি, ১৯ জুলাই (পিটিআই): স্বাধীনতা দিবসের বক্তৃতা নিয়ে পরামর্শ চেয়ে আবারও জনতার দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এই আহ্বান জানিয়ে মোদি লিখেছেন, সাধারণ মানুষের চিন্তাভাবনার কথা জানবে গোটা দেশ। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। প্রেম-প্রণয়ে শুভ। অতিরিক্ত উচ্চাভিলাষে মানসিক চাপ বৃদ্ধি।প্রতিকার: আজ দই খেয়ে শুভ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২০: মা সারদার মৃত্যু
১৮৬৩: কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম
১৮৯৯: লেখক বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম
১৯৫৫: প্রাক্তন ক্রিকেটার রজার বিনির জন্ম
২০১২: বাংলাদেশের লেখক হুমায়ুন আহমেদের মূত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৯৫ টাকা ৬৯.৬৪ টাকা
পাউন্ড ৮৪.৭৭ টাকা ৮৭.৯২ টাকা
ইউরো ৭৬.১০ টাকা ৭৯.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৩,৯২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৪,৪৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪১,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯, শনিবার, তৃতীয়া ১০/১৮ দিবা ৯/১৪। শতভিষা অহোরাত্র। সূ উ ৫/৬/৩, অ ৬/১৯/৩১, অমৃতযোগ দিবা ৯/৩১ গতে ১/২ মধ্যে। রাত্রি ৮/২৮ গতে ১০/৩৮ মধ্যে পুনঃ ১২/৪ গতে ১/৩১ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪০ মধ্যে, বারবেলা ৬/৪৬ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ মধ্যে পুনঃ ৪/৪০ গতে অস্তাবধি, কালরাত্রি ৭/৪০ মধ্যে পুনঃ ৩/৪৬ গতে উদয়াবধি।
৩ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯, শনিবার, তৃতীয়া ৪/২৪/৪ দিবা ৬/৫১/২। শতভিষানক্ষত্র ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৫/৫/২৪, অ ৬/২১/৫৭, অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১/১ মধ্যে এবং রাত্রি ৮/২৫ গতে ১০/৩৭ মধ্যে ও ১২/৪ গতে ১/৩২ মধ্যে ও ২/১৬ গতে ৩/৪৪ মধ্যে, বারবেলা ১/২৩/১৫ গতে ৩/২/৪৯ মধ্যে, কালবেলা ৬/৪৪/৫৮ মধ্যে ও ৪/৪২/২৩ গতে ৬/২১/৫৭ মধ্যে, কালরাত্রি ৭/৪২/২৩ মধ্যে ও ৩/৪৪/৫৮ গতে ৫/৫/৪১ মধ্যে। 
১৬ জেল্কদ
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। বৃষ: মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যোন্নতির ইঙ্গিত। মিথুন: সম্পত্তি লাভের ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯২০: মা সারদার মৃত্যু১৮৬৩: কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ...বিশদ

07:03:20 PM

একুশে জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
একুশে জুলাইয়ের মঞ্চে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের প্রস্তুতি পর্ব ...বিশদ

05:54:05 PM

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের বৈঠক, মিলল না রফাসূত্র

05:05:54 PM

ইন্দোনেশিয়া ওপেন: চেন ইউ ফেইকে হারিয়ে ফাইনালে পি ভি সিন্ধু 

04:32:32 PM

শীলা দীক্ষিত প্রয়াত 
প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। ...বিশদ

04:12:00 PM