ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
কনুইয়ের অস্ত্রোপচারের জন্য এখন রিহ্যাবে রয়েছেন ভারতের একনম্বর জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। বিশ্ব মিটে তিনি ভারতীয় দলে নেই। বিশ্ব মিটে যোগ্যতা অর্জন করলেও চোটই নীরজকে বিশ্ব মিটে নামার সুযোগ কেড়ে নিয়েছে। বিশ্ব ইউনিভার্সিটি মিটে ১০০ মিটারে চ্যাম্পিয়ন ওড়িশার দ্যুতি চাঁদ বিশ্ব মিটে ছাড়পত্র পাননি যোগ্যতামান পেরতে পারেননি বলে। ভারতীয় অ্যাথলেটিকস মহল মনে করছে, বিশ্ব মিটে না নামলেও টোকিও ওলিম্পিকসে নীরজের পদক জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ভারতীয় অ্যাথলেটিকস নির্বাচক কমিটির তরফ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) আমন্ত্রণের উপর নির্ভর করছে দ্যুতি চাঁদ (মহিলাদের ১০০ মিটার), অর্চনা সুসিনত্রান (মহিলাদের ২০০ মিটার) ও হাইজাম্পার তেজস্বিন শঙ্করের বিশ্ব মিটে অংশ নেওয়া। মহিলাদের ৪০০ মিটারে অঞ্জলি দেবীর ট্রায়াল নেওয়া হবে ২১ সেপ্টেম্বর এনআইএস পাতিয়ালায়। আইএএএফ তেজস্বিনকে ট্রায়ালে নামার আহ্বান করেছে। বিশ্ব মিটের যোগ্যতামান ২.৩০ মিটার। সেখানে তেজস্বিনকে ২.২৫ মিটার লাফাতে বলা হয়েছে। এমনিতেই এই হাইজাম্পারের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স ২.২৯ মিটার।
ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন মনে করছে, বিশ্ব মিটে ভারতের ৪×৪০০ মিটার রিলে টিম পদক জিতে আসতে পারে। গত মে মাসে ইয়োকোহামায় বিশ্ব রিলে মিটে ভারতীয় দল অশ নেয়নি। দেশীয় অ্যাথলেটিকস সংস্থার সভাপতি আদিল সুমারিওয়ালা বলেন, ‘আমরা ৪০০ মিটার অ্যাথলিটদের প্রস্তুতির জন্য অনেক খরচ করেছি। তাঁদের ট্রেনিংয়ের জন্য বিদেশি কোচ গালিনা বুখারিনা রয়েছেন। আমরা আশা করি, বিশ্ব স্তরে আমাদের এই স্কোয়াড ভালো ফল করবেই।’
বিশ্ব মিটে ভারতীয় দল:
পুরুষ – জাবির এমপি (৪০০ মিটার হার্ডলস), জিনসন জনসন (১৫০০ মিটার), অবিনাশ সাবলে (তিন হাজার মিটার স্টিপলচেজ), কে টি ইরফান ও দেবেন্দর সিং (২০ কিমি রেস ওয়াক), গোপী টি (ম্যারাথন), শ্রীশঙ্কর এম (লং জাম্প), তেজিন্দর পাল সিং টুর (শট পুট), শিবপাল সিং (জ্যাভেলিন থ্রো), মহম্মদ আনাস, নির্মল নোয়া টম, অ্যালেক্স অ্যান্টনি,আমোজ জ্যাকব, কে এস জীবন, ধারুণ আয়াস্বামী ও হর্ষ কুমার (৪×৪০০ মিটার পুরুষ ও মিক্সড রিলে)।
মহিলা – পি ইউ চিত্রা (১৫০০ মিটার), অন্নু রানি (জ্যাভেলিন থ্রো), হিমা দাস, ভিসমায়া ভি কে, পুভাম্মা এম আর, জিসনা ম্যাথু, রেবতী ভি, শুভা ভেঙ্কটসান, ভিথ্যা আর (৪ × ৪০০ মিটার মহিলা ও মিক্সড রিলে)।