বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
ব্ল্যাকবোর্ড
 

আমি তোমার সঙ্গে বেঁধেছি... 

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বসন্ত ঋতুর একটি বিখ্যাত গান, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে’। অনেকেই অবশ্য জানেন না, এই গান লেখা একজনকে উদ্দেশ করেই। তিনি সে যুগের বিখ্যাত গায়িকা অমিতা সেন ওরফে খুকু। ১৯৩৯ সালের বসন্তকালে এই গানের প্রথম প্রকাশ। আরেক অমিতা সেন, ক্ষিতিমোহন সেনের কন্যা তাঁর ‘শান্তিনিকেতনে আশ্রমকন্যা’ গ্রন্থে লিখেছেন সে কথা। তিনি লিখেছেন, ‘‘মৃত্যুর আগে অমিতা শান্তিনিকেতনে ফিরে এসে কিছুকাল বাস করে। সেই সময় সকাল সন্ধ্যায় গুরুদেবকে সে গান শোনাতে যেত। ... তিনি একদিন ‘আমি তোমার সঙ্গে’ গানটি শুনতে চান। খুকু তাঁকে গেয়ে শোনালে তিনি হেসে তাকে বললেন, কী রে, গানটা শুনে তোর কি কিছু মনে পড়ছে? উচ্চস্বরে হেসে উঠল খুকু। রবীন্দ্রনাথ সেদিন বলেছিলেন, ওকে উদ্দেশ করেই আমি গানটা বেঁধেছিলাম।’’
যদিও স্বয়ং গায়িকা খুকুর এই প্রসঙ্গে বক্তব্য ছিল, ও কথা গুরুদেব মুখে বললেও আমি কি বুঝি না, এই গানের কী গভীর অর্থ? এই গভীর অনুভূতি কি কোনও ছোট আধার ধারণ করতে পারে? ওঁর এই ভাব কোন গভীরে, কোন পরমার দিকে বয়ে যাচ্ছে, আমি তো উপলক্ষ মাত্র। 

11th     March,   2021
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ