‘মস্তানি’র জন্য বিশেষ উপহার পাঠালেন নাগাল্যান্ডের মন্ত্রী। নাগাল্যান্ডের পর্যটন এবং উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী তেমজেন ইমনা আলং দীপিকার বাবা-মা কিংবদন্তী ব্যাডমিন্টন খেলোয়ার প্রকাশ পাড়ুকোন ও তাঁর স্ত্রী উজ্জ্বলা পাড়ুকোনের হাতে তুলে দিলেন সেখানে চাষ করা অরগ্যানিক কুমড়ো। পাশাপাশি, স্যোশাল মিডিয়ায় তেমজেন লেখেন, দীপিকা পাড়ুকোনের জন্য অর্গানিক উপহার। তাঁর বাবা-মায়ের হাতে একটি অর্গ্যানিক ডিলাইট তুলে দিলাম। কারণ কোন না কোনভাবে মস্তানিও নাগাল্যান্ডের এই অসাধারণ সব্জির গুণমান সম্পর্কে অবগত।
2023-12-08 18:06:14বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুনের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকার একটি মোমবাতি কারখানায় আগুন লাগায় মৃত্যু হয়েছে কমপক্ষে ছয়জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আরও আটজনকে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ। দমকলে খবর গেলে ঘটনাস্থলে পৌছয় কয়েকটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা গিয়েছে। জানা গিয়েছে, ওই কারখানায় স্পার্কলিং মোমবাতি যেগুলি মূলতঃ জন্মদিনে ব্যবহার করা হয় তা তৈরি হত। তবে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
2023-12-08 17:44:01ইউপিআই ব্যবহারকারীদের জন্য বিরাট স্বস্তির খবর! এবার থেকে ইউপিআই-এর মাধ্যমে একদিনে ৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা ট্রান্সফার বা পেমেন্ট করা যাবে। এতদিন এই সীমা ছিল ১ লক্ষ টাকা। তবে এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানের (হাসপাতাল, নার্সিংহোম ইত্যাদি) ক্ষেত্রে অর্থপ্রদানের ক্ষেত্রে। আজ, শুক্রবার আরবিআই-এর পক্ষ থেকে এমনটাই জানানো হল। মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে আজ সাংবাদিকদের কাছে এই ঘোষণা করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
2023-12-08 17:24:05চোখের ভিতর থেকে বের হল ৬০টি কৃমি। তাও আবার জীবন্ত। এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকলেন চীনের কুনমিঙের চিকিৎসকেরা। সম্প্রতি এক চীনা মহিলা চোখ চুলকানোর সমস্যা নিয়ে চিকিৎসকেদের কাছে আসেন। এরপর অপারেশন করে তাঁর চোখ থেকে বের করা হল জীবন্ত ৬০টি কৃমি। চিকিৎসকেরা জানান চোখের পাতা ও মণির মধ্যবর্তী এলাকায় ঘুরে বেড়াচ্ছিল কৃমিগুলি।
2023-12-08 17:09:30