ব্রিগেডে যাওয়ার পথে কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। ওই বাসটি নন্দীগ্রাম থেকে ব্রিগেডে যাচ্ছিল। জানা গিয়েছে, লেন চেঞ্জ করার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। দুর্ঘটনায় ওই বাসে থাকা এক মহিলা সহ মোট সাতজন বিজেপি কর্মী-সমর্থক জখম হয়েছেন। আহত অবস্থায় তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে জগাছা থানার পুলিস।
2021-03-07 17:57:00মালদহের গাজোলে তৃণমূল প্রার্থীর সমর্থনে শুরু হল প্রচার।আজ,রবিবার ঝাড়খন্ড দিশম পার্টি ও আদিবাসী সিঙ্গল অভিযান এই দুই সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হয়। আদিবাসী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন মদন মিত্র। জনসভায় ব্যাপক সমাগম হয়।
নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন সেলিব্রেটিরা। আজ রবিবার, আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন। তারপর আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন। দুর্গাপুরে অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানান সভাপতি। তাঁর বাড়ি থেকে বেরোনোর সময় সায়নী বলে যান মানুষের গ্রহনযোগ্যতা দেখে ভালো লাগছে। আগামী ২মে সবাই উত্তর পাবে। খেলা হবে।
করোনা পরিস্থিতির জন্য ২০২০-র আইপিএলের আসর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হয়। তবে এই বছরের আইপিএলের আসর বসবে দেশের মাটিতেই। রবিবার বিসিসিআইয়ের তরফে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সূচি ঘোষণা করা হয়। আইপিএল ২০২১ শুরু হবে ৯ এপ্রিল। চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩০ মে। প্লে-অফ ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আমদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে মোতেরায়।