বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

সুদীপ্তার ‘তেঁতো’ অভিজ্ঞতা

‘তখনও টেলিভিশনে অভিনয় করা সেভাবে শুরু করিনি। মাধ্যমিকের পর বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছি। ছোট কিছু চরিত্র করেছি টেলিফিল্মে। সে সময় একজন পরিচালক ডেকেছিলেন। দেখা করার পর উনি বলেছিলেন তুমি কোনওদিন অভিনয় করতে পারবে? নিজেকে দেখেছ কখনও? তুমি হিরোইন হবে? সেটাও সম্ভব? সেদিন কোনও উত্তর দিতে পারিনি। কিন্তু যখন ধারাবাহিকে হিরোইন হলাম, দর্শক ভালোবাসলেন, তখন উনি ফোন করে বলেছিলেন, আমি তো তোকে বলেছিলাম, তুই একদিন বড় আর্টিস্ট হবি। সেদিন মনে হয়েছিল, আমার জীবনের তেতো ঘটনাটা কীভাবে মিষ্টি হয়ে গেল। একটা মানুষ নতুন কোনও অভিনেত্রীকে মানসিক দিক দিয়ে কতটা ভেঙে ফেলতে পারেন! আমার জীবনে তেতো ঘটনা ভুলে আমি এগিয়ে গিয়েছিলাম। কিন্তু সকলে সেটা করতে পারে না’— নিজের জীবনের তেতো অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। প্রেক্ষাপটে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘তেঁতো’।
ছবির এমন নাম কেন? হেসে সুদীপ্তা বললেন, ‘স্বর্ণ শিখর জোয়ারদারের পরিচালনায় আমাদের ছবির মুখ্য চরিত্র জ্যোতির্ময়ের জীবনের কিছু তেতো ঘটনাকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে। অনেক মানুষ থাকে সব সময় সকলের সামনে সব কথা বলতে পারে না। অনেক কিছু লুকিয়ে রাখতে হয়। কেউ বা ছোট থেকে বন্ধুদের র‌্যাগিংয়ের শিকার। পরিবারের সমর্থন পায়নি। এসব কারণে একটা মানুষের জীবনের প্রতি কতটা তিক্ততা তৈরি হয়, সে নিয়েই এই ছবি।’ 
ব্যক্তি সম্পর্কে স্বর্ণ এবং সুদীপ্তা দম্পতি। স্বামীর পরিচালনায় প্রথমবার কাজ করলেন অভিনেত্রী। শ্যুটিংয়ে পরিচালকের বকুনি শুনতে হয়েছে? সুদীপ্তার উত্তর, ‘পরিচালক হিসেবে স্বর্ণ সকলের সঙ্গেই বন্ধুর মতো ব্যবহার করে। রাজেশ শর্মা, দেবেশ রায়চৌধুরীর মতো সিনিয়র অভিনেতারাও রয়েছেন এই ছবিতে। তবে অনেক নতুন শিল্পীও রয়েছেন। তাঁদের আড্ডা, ইয়ার্কি, হইহই বেশি হলে পরিচালক বকতেন।’
এই ছবিতে সুদীপ্তার চরিত্রের নাম মিমি। চরিত্রের ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, ‘চিত্রনাট্য অনুযায়ী জ্যোতির্ময় কলেজ জীবন থেকে মিমিকে ভালোবাসে। মিমির সঙ্গেও ওর একটা তেতো ঘটনা রয়েছে।’ উত্তরবঙ্গের রামপুরিয়া, মিরিখ, দার্জিলিঙের কিছু জায়গায় এই ছবির শ্যুটিং হয়েছে। আপাতত সান বাংলায় ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকে ‘মহামায়া’র চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা। পাশাপাশি একটি ওয়েব সিরিজের কাজও চলছে। 
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বাংলা ছবির গড় ব্যবসা এখন ভালো নয়। সেই আবহে ‘তেঁতো’ নিয়ে কতটা আশাবাদী সুদীপ্তা? তাঁর জবাব, ‘প্রত্যেকের জীবনেই কিছু তেতো ঘটনা রয়েছে। যা হয়তো শেয়ার করা যায় না। আমরা কোথাও না কোথাও অপমানিত হয়েছি। তার জন্য ডিপ্রেশনও হয়েছে। এই সবই শুরু হয় ছোট থেকে। মা, বাবার সম্পর্ক শিশুর কাছে এজন্যই খুব গুরুত্বপূর্ণ। মা, বাবার ভালোবাসা দেখেই সে বড় হয়। সেটা ছোট থেকে না দেখলে তার আত্মবিশ্বাসে ঘাটতি হয়। এটা প্রতিটা মানুষের জীবনের গল্প। এই ছবি দেখে দর্শক নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন, এটুকু বলতে পারি।’
স্বরলিপি ভট্টাচার্য

7th     May,   2024
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ