বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

দুঃখিত করণ

রেগে গেলেন করণ জোহর? না! রাগ নয়। বরং দুঃখ পেলেন ২৫ বছরের বেশি সময় ধরে বিনোদন দুনিয়ায় থাকা এই পরিচালক তথা প্রযোজক। নিজের খারাপ লাগার কথা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন করণ। ঘটনার সূত্রপাত একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের একটি কমেডি অনুষ্ঠান। সেখানে করণের মিমিক্রি করেন এক শিল্পী। তা দেখে যারপরনাই হতাশ করণ। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম। একটি বিখ্যাত চ্যানেলের রিয়ালিটি কমেডি শো-এর প্রোমো দেখলাম। আমার উপর মিমিক্রি করছেন একজন কমেডিয়ান। তাঁর নির্বাচন ব্যতিক্রমী ভাবে খারাপ। এগুলো তো যাঁরা নাম, পরিচয় ছাড়া ট্রোল করেন, তাঁদের কাছ থেকে আশা করা যায়। কিন্তু যখন ইন্ডাস্ট্রির ভিতরের কেউ এমন ভাবে অপমান করেন, যাঁকে অপমান করছেন, তিনি গত ২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তখন বোঝা যায় আমরা কোন সময়ে বাস করছি। এটা দেখে আমার রাগ হয়নি। বরং দুঃখ হয়েছে।’ 
করণ ওই শো-এর নাম উল্লেখ না করলেও সমাজমাধ্যমের একটা বড় অংশের মতে, করণের অভিযোগের তির কেতন সিংয়ের ‘ম্যাডনেস মাচায়েঙ্গে’-এর দিকেই। সদ্য ওই শোয়ের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। করণের ‘কফি উইথ করণ’-এর অনুকরণে ‘টফি উইথ চুরান’ নামে একটি কমেডি শো-এর উপস্থাপনা রয়েছে সেখানে। করণের ইনস্টাগ্রাম পোস্টের পর কেতন সাংবাদিকদের বলেন, ‘আমি করণ স্যরের বড় ভক্ত। ওঁর সব কাজ দেখি। যদি আমার কোনও আচরণ ওঁকে কষ্ট দিয়ে থাকে আমি দুঃখিত। আমি শুধুমাত্র দর্শককে বিনোদন দিতে চেয়েছিলাম। তার জন্য অতিরিক্ত কিছু করে ফেললে আমি দুঃখিত।’ 
প্রসঙ্গত, করণকে সমর্থন করেছেন প্রযোজক একতা কাপুরও। মিমিক্রির ক্ষেত্রে কোথায় সীমা লঙ্ঘন হচ্ছে, সেই বোধ একজন শিল্পীর থাকা বাঞ্ছনীয়। তা আদৌ বড় অংশের কমেডিয়ানের রয়েছে কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েও। 

7th     May,   2024
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ