বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

‘পৌরাণিক বিষয় সব দর্শকের ভালো লাগে’

স্টার জলসায় শুরু হয়েছে শ্রীরামকৃষ্ণের জীবন নিয়ে পৌরাণিক ধারাবাহিক ‘ভক্তির সাগর’। সেখানে শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করছেন ঋজু বিশ্বাস। সদ্য শুরু হওয়া জার্নির নানা কথা জানালেন অভিনেতা।

পৌরাণিক চরিত্র 
এই ধরনের চরিত্র ঋজুর কেরিয়ারে প্রথম। তিনি বললেন, ‘এমন চরিত্র আগে করিনি। তাছাড়া প্রতিদিনের চেনা চরিত্র থেকে সরে গিয়ে অন্যরকম চরিত্রে অভিনয় করলে তার আলাদা একটা উত্তেজনা থাকে।’ 

প্রস্তুতি পর্ব 
ঋজু জানালেন, দিল্লিতে বড় হওয়ার কারণে তাঁর বাংলা উচ্চারণ অতটা ভালো ছিল না। কাজ করতে গিয়ে অনেক উন্নতি হয়েছে। এই ধারাবাহিকের ক্ষেত্রে ভাষা এবং উচ্চারণের দিকে ভীষণভাবে নজর রাখতে হচ্ছে তাঁকে। ‘একটা বিশেষ সময়কে এখানে দেখানো হচ্ছে। পুরাণে এমন কিছু শব্দ থাকে, যার কোনও বিকল্প নেই। যেমন ‘রাস্তা’ বলা যাবে না। ‘পথ’ বলতে হবে। হয়তো অন্য একটা শব্দ বলে ফেললাম। সেজন্য দৃশ্যটা আবার শ্যুট করতে হচ্ছে’, নিজের প্রস্তুতির কথা ভাগ করে নিলেন অভিনেতা। হাঁটা চলা এবং কথা বলার ধরন এই চরিত্রের প্রয়োজনে অনেকটাই বদলেছেন ঋজু। ‘আমি খুব তাড়াতাড়ি কথা বলি। এখন আমার কথা বলার গতি কমিয়ে দিয়েছি’, বললেন তিনি।

চরিত্রে ভিন্নতা 
‘বউ কথা কও’, ‘তোমায় আমায় মিলে’, ‘গোধূলি আলাপ’, ‘মহাপীঠ তারাপীঠ’— ঋজুর করা প্রতিটা ধারাবাহিকের চরিত্র থেকে ‘ক্ষুদিরাম’ একেবারে আলাদা। তাঁর কথায়, ‘অভিনেতা হিসেবে আমি সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। এতে ওই একঘেয়েমিটা থাকে না।’ ‘ক্ষুদিরাম’-এর মতো চরিত্র বেছে নেওয়ার নির্দিষ্ট কোনও কারণ ছিল? ঋজুর উত্তর, ‘না। তবে এমন চরিত্রের মাধ্যমে দর্শক একটা অন্য স্বাদ পাবেন। তাই আমি কেন অন্যরকম চেষ্টা করব না?’ শ্রীরামকৃষ্ণের জীবন নিয়ে এর আগে বিভিন্ন মাধ্যমে অনেক কাজ হয়েছে। এই ধারাবাহিক দর্শককে নতুন কী দেবে? ঋজুর কথায়, ‘আগে কারা করেছেন, সেগুলো আমি দেখিনি না। আমি আমার মতো করে চেষ্টা করব।’ 

টার্গেট অডিয়েন্স
ঋজু মনে করেন, পৌরাণিক বিষয়ের মধ্যে এমন আবেগ থাকে যা সব ধরনের দর্শক পছন্দ করেন। ‘এ ধরনের গল্পের মনে হয় না নির্দিষ্ট কোনও দর্শক থাকেন। যাঁরা দেখতে শুরু করবেন, তাঁদের মধ্যে অদ্ভুত একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আমার মনে আছে ছোটবেলায় সবাই স্নান করে বসে থাকতাম রামায়ণ, মহাভারত দেখব বলে। সে সময় আমাদের বাড়িতে রঙিন টিভি ছিল বলে আশপাশের সবাই আমাদের বাড়িতে চলে আসত। তার মধ্যে নানা বয়সের মানুষ থাকত। এটাও সেরকম।’

সামাজিক মাধ্যম
সোশ্যাল মিডিয়ায় ঋজু খুব একটা অ্যাকটিভ নন। সেজন্য কি কাজের ক্ষেত্রে সমস্যা হয়? ঋজু বললেন, ‘আগে জানতাম আমি অভিনেতা, অভিনয়টাই ভালো করে করব। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোমার কত ফলোয়ার্স, এটা একটা মাপকাঠি! আমি যদিও এই বিষয়টাকে খুব একটা প্রাধান্য দিই না কারণ আমার কাছে অভিনয়টাই বেশি গুরুত্বপূর্ণ।’
পিয়ালী দাস

30th     April,   2024
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ