বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

গ্রেপ্তার সাহিল

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেতা সাহিল খান। মহাদেব বেটিং অ্যাপ মামলায় মুম্বই পুলিসের বিশেষ তদন্তকারী দল (সিট) রবিবার সকালে ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করল ‘স্টাইল’, ‘এক্সকিউজ মি’ খ্যাত এই অভিনেতাকে। পরে তাঁকে মুম্বই নিয়ে আসা হয়েছে বলে খবর। গ্রেপ্তারির আশঙ্কা আগেই করেছিলেন অভিনেতা। কয়েকদিন আগেই এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় বম্বে হাইকোর্টে। জানা গিয়েছে, গ্রেপ্তারের পর রবিবারই তাঁকে আদালতে পেশ করা হয়। ১ মে পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাঁকে যখন মুম্বই আনা হচ্ছিল, সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, ‘ভারতের বিচার ব্যবস্থার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে।’ জানা গিয়েছে, বম্বে হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরই মুম্বই ছেড়ে ছত্তিশগড় চলে গিয়েছিলেন সাহিল। তারপর ৪০ ঘণ্টা তল্লাশির পর ছত্তিশগড় পুলিসের সহায়তায় এদিন গ্রেপ্তার করা হয় তাঁকে। গত বছর প্রকাশ্যে এসেছিল মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতি মামলার কথা। সানি লিওনি, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুরের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীদের নাম জড়ায় এই মামলায়। গত সপ্তাহে তামান্না ভাটিয়াকেও এই মামলায় সমন পাঠানো হয়েছিল। জানা গিয়েছিল, অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল দুবাই থেকে বেটিং অ্যাপটি চালাতেন। সংযুক্ত আরব আমিরশাহি থেকে চলত মূল কর্মকাণ্ড। যাঁরা নতুন আইডি তৈরি করতেন, তাঁদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। সবমিলিয়ে প্রায় ৬ হাজার কোটি টাকার দুর্নীতির কথা সামনে আসে। মূলচক্রী সৌরভের বিয়েতে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। সরাসরি টাকা নেওয়ার অভিযোগ ছিল সাহিলের বিরুদ্ধে। তার জেরেই বিপাকে পড়লেন অভিনেতা।

29th     April,   2024
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ