তারকা হওয়ার বিড়ম্বনা কম নয়। অনুরাগীদের কাণ্ডে জেরবার হতে হয় বারংবার। এবার ভক্তদের প্রশ্নে মেজাজ হারালেন জুনিয়র এনটিআর। সদ্য অস্কার জিতে দেশে ফিরেছে ‘আরআরআর’ টিম। তারপর থেকেই বারবার পরবর্তী কাজ নিয়ে প্রশ্ন গিয়েছে তাঁদের কাছে। হায়দরাবাদে এক অনুষ্ঠানে অনুরাগীদের এমন প্রশ্ন পেয়েই চটে যান অভিনেতা। বিরক্ত হয়ে তিনি বলেন, ‘আর এই প্রশ্ন করলে আমি সিনেমায় অভিনয় করাই বন্ধ করে দেব।’