বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

জুরি বোর্ডে আমন্ত্রিত

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (সিআইএফএফ) আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জুরি বোর্ডের সদস্য হলেন স্বরা ভাস্কর। তিনিই প্রথম ভারতীয় শিল্পী যিনি এই সম্মান পেলেন। মিশরীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত এই চলচ্চিত্র উৎসব মধ্যপ্রাচ্যের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব। স্টিফেন স্পিলবার্গের ‘দ্য ফেবেলম্যানস’ ছবি দিয়ে ৪৪তম কায়রো উৎসব শুরু হয়েছে। উৎসব অধিকর্তা তথা প্রখ্যাত মিশরীয় পরিচালক আমির র‌্যামসে ভারতীয় অভিনেত্রীকে বোর্ডে পেয়ে উচ্ছ্বসিত। ‘মূলধারার পাশাপাশি স্বাধীন সিনেমা জুড়ে কাজ করা ভারতের বিশিষ্ট ও বহুমুখী প্রতিভাময়ী অভিনেত্রী স্বরা ভাস্করকে স্বাগত জানাতে পেরে সিআইএফএফ গর্বিত’, বলেছেন র‌্যামসে। আর স্বরা বলছেন, ‘কায়রো  চলচ্চিত্র উৎসব বহু বছর ধরেই বিশ্বের সিনেমা প্রদর্শনের একটা প্ল্যাটফর্ম। সেই উৎসবে জুরি সদস্য হতে পেরে আমি কৃতজ্ঞ ও সম্মানিত। বিশ্বের সেরা কিছু ছবি দেখার সুযোগ পাচ্ছি। আমি মুগ্ধ।’
এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়াই করছে ১৪টি ছবি যার মধ্যে পাঁচটি ছবির আবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। এই জুরি বোর্ডের সভাপতিত্ব করবেন জাপানি পরিচালক নাওমি কাওয়াসে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত কায়রো অপেরা হাউসে এই উৎসব  চলবে।   

16th     November,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ