বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

ঋষি অরবিন্দকে নিয়ে তথ্যচিত্র

২০২২-এ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হচ্ছে। সেই উপলক্ষে সারা বছর ধরে গোটা দেশে পালিত হচ্ছে অমৃত মহোৎসব। তবে এবছর শুধুই স্বাধীনতার ৭৫ বছর পূরণ হচ্ছে না, সেই সঙ্গে স্বাধীনতা যুদ্ধের অন্যতম কাণ্ডারী ঋষি অরবিন্দ ঘোষের জন্মের সার্ধশতবর্ষ। এই মহামানবের জীবন ও কর্ম নিয়ে চর্চা আজও বেশ কম। অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই মহামানবের সার্ধশতবর্ষ উপলক্ষে পুদুচেরীর শ্রীঅরবিন্দ সোসাইটি এবং কলকাতার সুকৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালক অভিজিৎ দাশগুপ্ত তৈরি করেছেন তথ্যচিত্র ‘নয়া জন্ম- দ্য ট্রান্সফর্মেশন’। ইংরেজরা অরবিন্দকে এদেশ থেকে ব্রিটিশ বিতাড়নের মাস্টার মাইন্ড বলে। ১৯০৮ থেকে ১৯০৯ সাল পর্যন্ত ইংরেজরা যখন এই দোর্দণ্ডপ্রতাপ স্বাধীনতা সংগ্রামীকে আলিপুর জেলে বন্দি করেছিল সেই সময়কালকে এই তথ্যচিত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। 
প্রায় এক ঘণ্টার তথ্যচিত্রটিতে অরবিন্দ ঘোষকে যথাযথ ভাবে ব্যাখ্যা করতে তাঁর নিজের রচনা থেকে তৎকালীন প্রামাণ্য নথি সবকিছুরই সাহায্য নিয়েছেন পরিচালক। জয়ন্ত কৃপালনি তথ্যচিত্রটিতে সূত্রধরের ভূমিকায় রয়েছেন। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে তথ্যচিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা হল। উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, অলকানন্দা রায় প্রমুখ। পরিচালকের কথায়, ‘অরবিন্দ সোসাইটি পুদুচেরী থেকে আমার কাছে এই তথ্যচিত্র নির্মাণের প্রস্তাব আসে। প্রথমে আমি দ্বিধায় থাকলেও পরবর্তীতে নির্মাল্য মুখোপাধ্যায় ও জয়ন্তীর (অরবিন্দ বিশেষজ্ঞ) সহযোগিতায় এটি করা সম্ভব হয়েছে।’ সঙ্গীত পরিচালনায় তেজেন্দ্রনারায়ণ মজুমদার।
আগামী ১৪ এবং ১৫ আগস্ট পরপর দু’দিন দূরদর্শনে তথ্যচিত্রটি প্রথম দিন ইংরেজি এবং দ্বিতীয় দিন হিন্দিতে প্রদর্শিত হবে।
                                                                               
   —মানসী নাথ

9th     August,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ