বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

দেশের আইন ব্যবস্থার উপর পূর্ণ আস্থা
জানিয়ে নেটমাধ্যমে পোস্ট শিল্পার

অবশেষে মুখ খুললেন শিল্পা শেট্টি। এবার আর কোনও হেঁয়ালির আশ্রয় নেননি তিনি। পর্নকাণ্ডে ধৃত স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে তিনি এবং তাঁর পরিবার কতটা সমস্যার মধ্যে রয়েছেন, সেই বিষয়ে সরাসরি কথা বলেছেন। সোমবার সকালে এই বলিউড অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘হ্যাঁ! গত কয়েকদিন সমস্ত দিক থেকে খুব কঠিন সময় কাটিয়েছি। চারদিকে অনেক গুজব, অনেক দোষারোপ চলেছে। সংবাদমাধ্যম এবং আমার শুভানুধ্যায়ীরা (আসলে নয়) আমার উপর অযৌক্তিক দোষারোপ করেছেন। শুধু আমার উপর নয়, আমার গোটা পরিবারের উপর প্রশ্ন উঠেছে, ট্রোলিং করা হয়েছে। আমি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করিনি এবং আমি এই মুহূর্তে মুখ বন্ধ করেই থাকব। কারণ, গোটা বিষয়টাই এই মুহূর্তে বিচারাধীন। আপনারা দয়া করে আমার পক্ষ থেকে মিথ্যা কথাবার্তা বলা বন্ধ করুন। একজন সেলিব্রিটি হিসেবে আমি আমার দর্শনের কথা আরও একবার বলতে পারি, ‘অভিযোগ করব না, বিশ্লেষণও করব না।’
এর পাশাপাশি শিল্পা আরও লিখেছেন, ‘আমি বলতে চাই, এই মুহূর্তে তদন্ত চলছে এবং মুম্বই পুলিস ও ভারতীয় আইন ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। পরিবার হিসেবে, সমস্ত রকমের আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। ততক্ষণ, একজন মা হিসেবে বলতে চাই আমার বাচ্চাদের মুখ চেয়ে আমাদের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন। এই বিষয়ে অর্ধসত্য তথ্য নিয়ে কোনও খবরকে যাচাই না করে মন্তব্য করা বন্ধ করুন। আমি একজন গর্বিত ভারতীয় নাগরিক, যে আইন মেনে চলে এবং গত ২৯ বছর ধরে কঠোর পরিশ্রম করে কেরিয়ার তৈরি করেছি। মানুষ আমাকে বিশ্বাস করেছেন এবং আমি তাঁদের হতাশ করিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমি আপনাদের অনুরোধ করছি, আমাদের পরিবারকে শ্রদ্ধা করুন এবং গোপনীয়তা রক্ষা করতে দিন। আইনকে আইনের কাজ করতে দিন। এই মিডিয়া ট্রায়াল বন্ধ করুন। সত্যমেব জয়তে।’ শিল্পা শেট্টির এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় কী ধরনের প্রতিক্রিয়া হয়, এখন সেটাই দেখার।

3rd     August,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ